নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
২০০৩ সালে গোটা দুনিয়ায় আতন্ক সৃষ্টিকারী ভাইরাস "সার্স" সে সময় আটশতের বেশী মানুষের জীবন নাশ করেছিল। আজ ২০১৪ সালে সেই ভাইরাসটিই আরো ভয়াবহ শক্তি বৃদ্ধি করে নতুন নাম "মার্স" হিসাবে পুনরায় আক্রমন চালিয়েছে গোটা মধ্যপ্রাচ্যসহ বেশ কিছু পশ্চিমা দেশে। যার প্রতিশেধক বা চিকিৎসা আজ অবধি আবিস্কার করা সম্ভব হয় নাই, সেই ভয়াবহ ভাইরাসের হাত থেকে বেচে থাকার কয়েকটি কৌশল জেনে নিন :
১। সাবান দিয়ে নিয়মিত কমপক্ষে ৩০ সেকেন্ড ধরে হাত-মুখ ধুতে হবে।
২। হাচি-কাশি দেওয়ার সময় নাক ও মুখে টিস্যু বা রুমাল ব্যবহার করতে হবে। ব্যবহত টিস্যু যেখানে সেখানে না ফেলে ডাষ্টবীন/নির্দিষ্ট স্থানে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। রুমাল হলে প্রয়োজনে দিনেই একাধীকবার ধুয়ে ফেলতে হবে।
৩। অপরিস্কার হাত দিয়ে চোখ, নাক, কান কিংবা মুখ স্পর্শ করা যাবে না।
৪। ঘরের নিত্য ব্যবহার্য জিনিস পত্র যা প্রতিনিয়ত স্পর্শ করে ব্যবহার করতে হয়, সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:২৪
বাধা মানিনা বলেছেন: তথ্য সূত্র এখানে..