নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধা মানিনা

বাধা মানিনা

বাধা মানিনা

দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....

বাধা মানিনা › বিস্তারিত পোস্টঃ

এই গানটি শুনে ১০০ জনেরও বেশি মানুষ আত্মহত্যা করেছেন

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০১

– রিস্ক নিয়ে আপনিও একটু শুনে নিন। আত্যহত্যার জন্য আমাকে মোটেও দায়ী করতে পারবেন না।

‘হাঙ্গেরিয়ান সুইসাইড সং’’ হিসেবেও গানটিকে অনেকেই চেনেন। হাঙ্গেরির পিয়ানোবাদক রেজসো সেরেস ১৯৩৩ সালে এই গানটিতে সুর দিয়েছিলেন এবং গেয়েছিলেন।

এই গানটি ঘিরে রয়েছে বহু মিথ। নানা ঘটনায় আবৃত একটি গান, যা চালানোর আগে অনেকেই দ্বিতীবার ভাবেন।
এক মহিলার কথা শোনা যায় যিনি গানটি প্লেয়ারে চালিয়ে কিছুক্ষন শুনেই আত্মহত্যা করেছিলেন।
এক দোকানদারের সুইসাইড নোটে পাওয়া গিয়েছিল এই গানের কথাগুলি।

গানটি সেরেস সুর দিয়েছিলেন এমন একটি সময়ে, যখন পেট চালাতে তিনি মরিয়া লড়াই চালাচ্ছেন। এই গানটির নেপথ্যে একটি গল্প রয়েছে। সেরেসের পকেটে তখন কানাকড়ি নেই। কী করে একবেলার খাবার জুটবে, সেই চিন্তা গ্রাস করেছে তাঁকে। এর উপরে বান্ধবীও ছেড়ে গিয়েছেন। এই অবস্থায় সেরেসের হাতে আসে গানটি। লিখেছিলেন তাঁর বন্ধু, কবি লাজলো জ্যাভর।
অনেকে বলেন, সেরেসের কষ্ট জ্যাভর অনুধাবন করেছিলেন। অন্য ব্যাখ্যায় বলা হয়, জ্যাভরের বান্ধবীই তাঁকে ত্যাগ করেছিলেন। তৃতীয় ব্যাখ্যায় বলা হয়, মূল কবিতাটি নেমে এসেছিল সেরেসের কলম বেয়েই। সেটিকে অদলবদল করে গানের আকার দেন জ্যাভর।

এবারে প্রশ্ন, সত্যিই কি এই গান আত্মহত্যায় প্ররোচনা দেয়? এই গানটি রেকর্ড করেছিলেন প্যাল ক্যামার। সেই রেকর্ডিং প্রকাশিত হওয়ার পরেই হাঙ্গেরিতে পরপর আত্মহত্যা ঘটতে থাকে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর এবং পুলিশের কাছে তথ্য একত্র করলে দেখা যাবে, হাঙ্গেরি এবং আমেরিকায় সেই সময়ে অন্তত ১৯টি আত্মহত্যার সঙ্গে এই গানটির যোগসূত্র ছিল। গানটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। ১৯৬৮ সালে ঘরের জানলা দিয়ে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন সেরেস নিজে।

এখানেই দাঁড়ি পড়েনি আত্মহত্যায়। এর পরেও খবর আসতে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। জার্মানি, ইংল্যান্ড, হাঙ্গেরি সর্বত্র আত্মহত্যার সঙ্গে জড়িয়ে যায় গানটি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০২

ডঃ এম এ আলী বলেছেন: নিশ্চিত আত্মহত্যার প্রবনতার সম্ভাবনার ক্ষেত্রে
কোন সাহসে এ গান শুনব বলেন!!!
আপনি কি শুনেছেন এ গান
শুনে থাকলে এখনো টিকে
আছেন কিভাবে !!!!
ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯

বাধা মানিনা বলেছেন: লজ্জা নেই বলতে, আমি কিছুটা ভয় পেলেও পুরো গানটি শুনেছি। দুখের গান।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

বিজন রয় বলেছেন: বিচিত্র!!
সেলুকাস!!

৩| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ওরে বাবা। এই গান আমি শুনবো না।

২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬

বাধা মানিনা বলেছেন: এক লাইন শুনেই দেখুন। আমার কাছে মনে হয়েছে একটু ট্রাজেডিক গান, তবে হতাশার কিছু পাই নাই

৪| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

বীরশ্রী বলেছেন:

২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৫

বাধা মানিনা বলেছেন: ধন্যবাদ

৫| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০

বাধা মানিনা বলেছেন: মাত্র এক কোটি ইহুদী কি ভাবে সারা দুনিয়ায় অধিপত্য বিস্তার করতে পারছে

view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.