নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
এখানে দুইটি সাপ আছে। একটি অজগর আরেকটি কিং কোবরা। দুজনেই সাইজে বড় এবং দুজনেই নিজেকে শ্রেষ্ট আর ক্ষমতাবান বলে মনে করে।এক পর্যায়ে অজগরটি ,কিং কোবরাকে দম বন্ধ করে দেয় এবং কিং কোবরা অজগরটিকে কামড়ে দেয়। দুটি সাপই মারা গেছে, একটি শ্বাসরোধে এবং অন্যটি বিষে।
আর ঠিক এভাবেই মানুষ একে অপরকে ধ্বংস করে। ঠিক এভাবেই বন্ধুত্ব শেষ হয়, সম্পর্ক শেষ হয় এবং হিংসা বাড়িয়ে তোলে। কারণ একজন সব সময় অন্যের চেয়ে শ্রেষ্ঠ হতে চায় বা নিজেকে বড় বা ক্ষমতাবান প্রমাণ করার চেষ্টা করে।
আবার কিছু মানুষ তাদের শ্রেষ্ঠত্বের অহংকারে মাটিতে পা পড়ে না, ক্ষমতা প্রমাণের চেষ্টা করে এবং তারা একে অন্যের ক্ষতি না করা পর্যন্ত পরচর্চা, হিংসা এবং প্রতারণা করে থাকে !!!
সুতরাং এগুলো বাদ দিয়ে ভালবাসা, সহানুভূতি, আনুগত্য এবং সততা বেছে নিন। যাতে নিজের মঙ্গল হয় এবং সকলের মঙ্গল হয়।।
ছবিটি ২০১৮সালের ৩ ফেব্রুয়ারী ,ন্যাশানাল জিওগ্রাফি চ্যানেল প্রকাশ করে।
©সংগ্রহ : কোরা
©somewhere in net ltd.