নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াটা এমনই হয়, যে অন্যায় করলো, বিচারক তার কথাই শুনলো, তার পক্ষেই রায় দিলো....
আমেরিকার বুকে মুসলিম সূফির মাজার ।।
উত্তর আমেরিকার ফিলাডেলফিয়ায় মুসলিম সূফি "বাওয়া মুহায়েদীন (রহঃ)" ১৯৭১ সালে খানকা প্রতিষ্ঠা করেন। অনেকে উনার নাম বাওয়া মহিউদ্দিন (রহঃ) বলেও অভিহিত করেন। সেখান থেকে বাওয়া মুহায়েদীন নামে একটি সংঘ পরিচালনা করেন। প্রায় বিশ হাজার মানুষ বাবা মুহায়েদীন (রহঃ) এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হাজার হাজার ভক্ত ও অনুরাগী-অনুসারী আছে তিনার।
হযরত বাওয়া মুহায়েদীন (রহঃ)। যিনি ফিলাডেলফিয়ার মতো শহরে হাজার হাজার মানুষকে মুসলিম করেছেন, যারা সবাই উচ্চশিক্ষিত ও আমেরিকার এলিট সোসাইটির মানুষ ছিলেন।। যেহেতু তিনার জন্মস্থান আমেরিকায় ছিলো না তাই তিনি ইংরেজি জানতেন না। তথাপিও তিনি অজস্র খিৃষ্টান ও ইহুদীকে ইসলাম ধর্মে দিক্ষা দিতে পেরেছেন। আল্লাহর অলিরা এমনি হয়! কারণ তাদের পক্ষে স্বয়ং আল্লাহ থাকেন।
১৯৮৬ইং সালে এই কামেল ওলী ওফাত গ্রহণ করেন।
ইউটিউব লিংক : view this link
২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭
বিজন রয় বলেছেন: বাধা মানিনা।
বাধা মানেন না ভাল কথা।
তো এবার নতুন পোস্ট দেন।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩০
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল খবর। আরো বিস্তারিত লিখুন।