![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A man who has no backlink.
একটি দোকানে বসে অপেক্ষা করছি। দোকানের ঠিক বাইরেই ৫ টা ছেলের দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। কথাবার্তা শুনে বুঝা গেল সবাই বিভিন্ন প্রাইভেট ভার্সিটির ছাত্র। এদের বয়স হবে ১৯/২০ বছর।
বেশ দূর থেকেই আরেক তরুণের উত্তেজিত চিকৎার শুনা গেল, “দোস্ত পটাইয়া ফালাইছি।”
ছেলেটি কাছে আসতেই দু’জন জিজ্ঞেস করলো, - কোনটা পটাইছস ?
- আরে, ওই যে সিটি কলেজের টা। মাত্র ডেটিং কইরা আসলাম।
- শালা, তুই এই পর্যন্ত কয়টা করলি ? - বাহুতে ঘুষি মেরে এক বন্ধু জিজ্ঞেস করলো।
- এইটা লইয়া ২৬ টা হইলো !
আরেক বন্ধু ব্যঙ্গ করে জিজ্ঞেস করলো,- তুই কি ২৬ টা গার্লফ্রেন্ডই একসাথে সামলাছ?
- আরে গাধা, এখন রানিং আছে ৩ টা। বাকীগুলা তো ব্রেক আপ হইয়া গেছে। কিছু খাইয়া ছাইড়া দিছি, আর কিছু খাইতে দেয়া না দেইখা ব্রেক কইরা দিছি। তবে এইটার সাথে লং টাইম রিলেশান করুম। বেশ টাকা পয়সাওয়ালা নাকি শুনলাম।
এই কথাগুলো শোনার পর আমি ছেলেটির চেহারার দিকে তাকিয়ে দেখলাম এবং ভাবলাম,
- এই ছেলেটিকে হয়তো মা এখনও মুখে ভাত তুলে খাওয়ায় এই ভেবে যে ছেলে আমার এখনও খোকাই রয়ে গেছে।
- এই ছেলেটির সব আবদার বাবা হয়তো পুরা করেন কারণ তিনি মনে করেন ছেলেটি তার এখনও যে সেই ছোট্ট্রটি রয়ে গেছে।
- এই ছেলেটির বোন হয়তো ভাইটিকে প্রচন্ড ভালবাসে কারণ ভাইটি তাহার কিছুই বুঝে না।
- এই ছেলেকে নিয়ে সমাজ সপ্ন দেখে এরাই তো আগামীর সম্ভাবনা।
কথাকোপথনগুলো আমার মনে অনেক গভীর দাগে কেটেছে। এই তারুণ্য্ই কি আমরা চেয়েছিলাম ?? ..... Shame ! Shame !
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
তোফায়েল খান বলেছেন: শুধুই কি কুলাঙ্গার ? আরও কত কি ...... সময় কথা বলবে !!
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
ইউনুস খান বলেছেন: এই কথাগুলো শোনার পর আমি ছেলেটির চেহারার দিকে তাকিয়ে দেখলাম এবং ভাবলাম,
- এই ছেলেটিকে হয়তো মা এখনও মুখে ভাত তুলে খাওয়ায় এই ভেবে যে ছেলে আমার এখনও খোকাই রয়ে গেছে।
- এই ছেলেটির সব আবদার বাবা হয়তো পুরা করেন কারণ তিনি মনে করেন ছেলেটি তার এখনও যে সেই ছোট্ট্রটি রয়ে গেছে।
- এই ছেলেটির বোন হয়তো ভাইটিকে প্রচন্ড ভালবাসে কারণ ভাইটি তাহার কিছুই বুঝে না।
- এই ছেলেকে নিয়ে সমাজ সপ্ন দেখে এরাই তো আগামীর সম্ভাবনা।
এই কথাগুলো খুব ভালো লাগলো।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
তোফায়েল খান বলেছেন: ধন্যবাদ আপনাকে।
কিন্তু কোন বিষয়টি ভাল লাগেনি সেটা তো বললেন না।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
রিওমারে বলেছেন: কি বলব?? বলার ভাষা নাই।। এরাই এক সময়ে রাষ্ট্রের সমাজের উচু আসনটি দখল করবে।। আর জাতীকে ভিবিন্ন ভাবে রেপ করবে।।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
তোফায়েল খান বলেছেন: হুম্ম। আপাতত আমার আপনার বোন দিয়ে ওরা হাতটা পাকা করে নিচ্ছে।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
বইয়ের পোকা বলেছেন: সবই ঠিক আছে। আপনার মত আমারও প্রশ্ন
এই তারুণ্য্ই কি আমরা চেয়েছিলাম ?
কথাবার্তা শুনে বুঝা গেল সবাই বিভিন্ন প্রাইভেট ভার্সিটির ছাত্র
এইটা ঠিক বুঝলাম না। প্রাইভেট ভার্সিটির ছাত্ররাই খালি এরকম করে??
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
তোফায়েল খান বলেছেন: না, আমার বলার উদ্দ্যেশ্য এটি নয়।
আপনি খেয়াল করলে দেখবেন, প্রাইভেট ভার্সিটিতে সমাজের সম্ভ্রান্ত এবং স্বচ্ছল পরিবারের ছেলেগুলো ভর্তি হয়। তাদের পারিবারিক ব্যকগ্রাউন্ডও শিক্ষিত।
তাছাড়া এরা ইউনিভার্সিটির ছাত্র এটি বুঝানোর জন্যই সংক্ষেপে এভাবে বলা হয়েছে।
আশা করি বুঝতে পেরেছেন।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
এস এইচ খান বলেছেন: সত্যি লজ্জায়, ঘৃণায় গা রি রি করে উঠছে
কোথায় যাচ্ছে এ প্রজন্ম! ওরাতো নিজেরাই নিজেদের গোল্লায় নিচ্ছে! কি হবে অনেক কষ্টে পাওয়া এ স্বাধীন দেশটির?
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
তোফায়েল খান বলেছেন: আমাদের অভিভাবকদের উদাসীনতা এদেরকে কুপথে চলাটাকে আরও ত্বরান্বিত করছে।
উদাসিন অভিভাবক = উশৃঙ্খল তরুণ = নষ্ট সমাজ = মেরুদন্ডহীন জাতি !!
এতো সহজ ক্যালকুলেশন !
আপনার অনুভূতি প্রকাশের জন্য ধন্যবাদ।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
লাল সবুজ বাংলাদেশ বলেছেন: হাতের ৫ টি আঙুল সমান নয় ।
সব তরুণেরা এক নয় ।
ভাল মন্দ নিয়েই এই পৃথিবী ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
তোফায়েল খান বলেছেন: আমি তো তরুণদের দিকে আঙ্গুল তাক করিনি।
আর আপনি হয়তো জানেন না, আমি নিজেও ২৫ বছরের এক টগবগে তরুণ।
আমি শুধু দেখাতে চেয়েছি সমাজের পচনটা কোথায়। আর এই পচনের ব্যাপারে যদি আমরা উদাসিন কিংবা দেখেও না দেখার ভান করি কিংবা সতর্ক না হই, তবে মনে রাখবেন, আপনার আমার সন্তানও এই ছেলের মতোই হতে যাচ্ছে।
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
জহীরুল ইসলাম বলেছেন: সুযোগে এ সমস্ত কুলাঙ্গারদের ধরে অন্ডকোষটা কেটে রেখে দেওয়া দরকার........।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
তোফায়েল খান বলেছেন: কয়জনের অন্ডকোষ কাটবেন ?
অভিভাবকরা যদি সতর্ক না হয় তবে প্রতি ঘরে এইরকম কয়েকটা করে কুলাঙ্গার তৈরী হবে।
এর জন্ম নিচ্ছে না, এর তৈরী হচ্ছে।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
গ্রাম্যবালিকা বলেছেন: দুঃখজনক।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
তোফায়েল খান বলেছেন: আমি যখন কথাগুলো শুনছি তখন বুঝোন আমার নিকট কতটুকু খারাপ লাগতে পারে।
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
দি সুফি বলেছেন: পচনটা খুব ভালভাবে লেগেছে। খুব সহজে এটা থামবে না। সামনে ভিষণ অন্ধকার। এই তরুনদের দিয়ে জাতি কি করবে? এরা দেশের বোঝা বইবে কি; এরাইতো দেশের বোঝা!
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
তোফায়েল খান বলেছেন: আমাদের তরুণা যে মানসিকতা নিয়ে বড় হচ্ছে তাতে তাদেরকে সম্ভাবনা হিসেবে বিবেচনা করা যায় না।
আর এই পচন যদি এখন রোধ করা না যায় তাহলে সামনে আমরা উদ্ভ্রান্ত তরুণ সমাজ পাবো
এবং নিশ্চিতভাবে এরা যুবক বয়সেই পশ্চিমাদের মতো নপুংশক হয়ে যাবে।
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
রাফসান আরিফ বলেছেন: তবুও মেয়েরা এই সকল ছেলেদেরই খাদ্য বস্তুতে পরিণত হবে, কোনায় থাকা ভদ্র ছেলেটিকে তাদের চোখে পড়বে না..
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
তোফায়েল খান বলেছেন: হু্ম্ম । আমরা যখন ছোট তখন দেখেছি আমাদের বাড়ী কিংবা পাশের বাড়ীর বোনদেরকে কিভাবে অভিভাবকরা নজরে রেখেছেন। কিন্তু এখন দেখুন, একটি মেয়ে ৪/৫ ঘন্টা ডেটিং করে আসে বাট ঘরে এসে তাকে কোনো জবাবদিহিতা করতে হয় না।
এমনকি কিছু পরিবারে তো কোনো প্রশ্নই করা হয় না সে কোথায় গিয়েছিলো এই সম্পর্কে?
তারা এটিকে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ মনে করে।
এই হচ্ছে ব্যাক্তিস্বাধীনতার ফলাফল। এই মেয়েগুলোর অভিভাবকরা হয়তো কোনোদিন এ বিষয়টি জানবে না।
........ আর শেষ লাইনটি আমাকে লজ্জার সুড়সুড়ি দিচ্ছে। :
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
খাইয়া কামনাই বলেছেন: ঐ তো যারা পটাতে পারে তাদের আর ধর্ষণের দরকার হয় না তারা পটিয়েই কাজ সারে আর যারা পারে না তারা..................
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
তোফায়েল খান বলেছেন: ব্যাপারটা অনেকটা এরকমই। কিন্তু এটি তো তরুণ সমাজে পচনের লক্ষণ।
আমি তো মাত্র একটি ঘটনা এখানে উল্লেখ করেছি, আরও অনেকগুলো ছোটখাটো ঘটনা জানা আছে।
আরও কত যে ঘটনা ঘটছে যেগুলো আমরা জানি না, কিংবা কোনোদিন জানতেও পারবো না।
১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২
খাটাস বলেছেন: দুঃখজনক সত্য
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
তোফায়েল খান বলেছেন: দু:খজনক এবং দুর্গন্ধময় সত্য।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫
ছোট নদী বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
তোফায়েল খান বলেছেন: দু:খ করা ছাড়া আমাদের কি কিছুই করার নেই ?
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
মিজভী বাপ্পা বলেছেন: কি আর কমু ভাই সবাই এখন গিভ&টেক এর চিন্তা করে।আর এরা তো ধজিটাল যুগের ডিজুস পুলাপাইন।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
তোফায়েল খান বলেছেন: সবাই যদি গিভ & টেক শুরু করে দেয় তাহলে মানুষ আর পশুর পার্থক্য কই থাকলো?
আমরা কি ডিজিটাল হচ্ছি নাকি পশুযুগের সৃষ্টি করছি ?
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
দি সুফি বলেছেন: লেখক বলেছেন: হু্ম্ম । আমরা যখন ছোট তখন দেখেছি আমাদের বাড়ী কিংবা পাশের বাড়ীর বোনদেরকে কিভাবে অভিভাবকরা নজরে রেখেছেন।
শুধু কি বোনদের?? আমি কলেজে পড়া পর্যন্ত রোজ জিগাইত কি গেছিলা, কি করছ, কাদের সাথে গেছ....আরো কত কিছু!
আর এখন মেয়েরা সন্ধ্যা করে বাড়ি ফিরলেও কেউ কিছু বলে না!
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
তোফায়েল খান বলেছেন: অনার্স থার্ড ইয়ার পর্যন্ত কোনোদিন বাসায় একটু দেরি করে ফিরলে কাকা খুব আদরের সাথে আমার কাছে জানতে চাইতেন কেন দেরি হলো?
কিন্তু তখন আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করি।
এই যে অভিভাবকের একটা দায়িত্বশীলতা, এটা এখন আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। আমরা সব ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী হয়ে যাচ্ছি। যা অনেকটা নিজের পায়ের কুড়াল মারার মতো হয়ে যাচ্ছে।
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
কামরুল ইসলাম রুবেল বলেছেন: বাবা-মা সবার আগে দায়ি
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
তোফায়েল খান বলেছেন: তা ঠিক । তবে নিজেদের দোষটাকে ছোট করে দেখলে চলবে না।
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:
লেখক বলেছেন: দু:খজনক এবং দুর্গন্ধময় সত্য।
সহমত।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
তোফায়েল খান বলেছেন: তবে অবশ্যই আমরা এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাই।
ধন্যবাদ আপনাকে।
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮
মেটাল বলেছেন: বইয়ের পোকা ভাই এর প্রশ্নটা আমিও করতাম । উত্তর দেখেছি আপনার । কিন্তু এভাবে বলাটা ঠিক হয় নি আপনার ।
আমিও তাদের বয়সী । আমার আশে পাশে যা দেখি , মাঝে মাঝে খুব খারাপ লাগে । তবে ভাই আশাহত না । ১০ টা খারাপ ছেলে থাকলে , ১০ টা ভাল ছেলেও আছে ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
তোফায়েল খান বলেছেন: আমি ক্লিয়ার ষ্টেটমেন্ট দিয়েছি এবং সরল বাক্যে।
আমিও তরুণ সমাজ নিয়ে হতাশ নই। যেহেতু নিজেও তরুণ। সম্ভাবনার বাতি যদি জ্বলেই, তবে তরুণদের হাতেই জ্বলবে। আমার উদ্দেশ্য স্রেফ সচেতনতা। এর বেশি কিছু না।
কাউকে ইঙ্গিত করে কিংবা খাটো করার উদ্দেশ্যে কিছু বলা হয়নি।
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৪
লজিক মানুষ বলেছেন: এটাতো হর হামেশাই ঘটতেছে। ৫/৬ মাস আগের ঘটনা:
আমার বাসার কাছে একটা ছোট্ট রেস্তোরা টাইপের দোকান আছে। মাঝে মাঝে যেতাম রোষ্ট খেতে। ঐ দিন ও গেছিলাম, আমি খেতে বসেছি ঠিক তখন কয়েকটা(৫/৬ জন) পোলা ঢুকলো (বয়স: ১৬-১৮) সাথে ১টা মেয়ে ওদের বয়সেরই। ২টা দামি গাড়ি।
ভিতরে ঢুকেই টেবিল দখল করলো। এমনকি আমি যেটাতে বসেছিলাম সেটাও। ওদের কথা বার্তা শুনে যেটা বুঝলাম:
মেয়েটাকে তারা সারা দিনের জন্যে সংগে নিয়ে বেরিয়েছে। এর আগে ঐ ৫/৬ জন টি২০ খেলেছে (টেষ্ট ও হতে পারে)। এখন আবার মেয়েটাকে কারও ফ্লাটে নিয়ে যেতে চাচ্ছে আর মেয়েটা হাত জোড় করে মাপ চাচ্ছে। ওদের মদ্ধে এক পোলা মেয়েটাকে যা বল্লো তাতে মনে হলো এর আগে অন্তত ২বার টি২০ চলেছে।
শেষ পর্যন্ত যা দেখছিলাম তাতে মেয়েটা কাঁদছে। মনে হয় ঐদিন রাতে একাধিক বার.... হয়েছিলো।
ওদের বিপক্ষে দাড়ানর মতো অত ক্ষমতা আমার নেয়। তাই বের হয়ে আসা ছাড়া আমার কন উপই ছিলো না।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
তোফায়েল খান বলেছেন: কাউকে না কাউকে তো দাঁড়াতেই হবে। নয়তো সমাজের অধ:পতন হতে হতে তলানীতে চলে যাবে।
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪
চেইন স্মোকার ১৩ বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
তোফায়েল খান বলেছেন:
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৩
স্বাধীন শোয়েব বলেছেন: ৪ মাসের প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি বাংলাদেশের তরুন প্রজন্ম এদের চেয়েও অনেক গুন ভোগবাদী হয়ে গেছে। এরা কাজের সময় কাজ করে। যখন যেটা করা করা দরকার সেটাই করে। আমাদের দেশের ছেলে মেয়ারা যেটা পাইছে সেইটা নিয়েই থাকে সারাদিন। সারাদিন মোবাইলে ফিসফাস চলতেই আছে।
দেশে থাকতে এদের সম্পর্কে যেরকম ভাবতাম এখন সেটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কি সততা, কি নিষ্ঠা সব দিক দিয়ে এরা আমাদের চেয়ে যোজন যোজন এগিয়ে। উন্নতি এমনি এমনি করেনাই। আমরা অনেক বেশিই পচে গেছি।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
তোফায়েল খান বলেছেন: আমরা নিজের পায়ে কুড়াল মারতে পছন্দ করি।
ধন্যবাদ আপনাকে অনুভূতি শেয়ার করার জন্য।
২২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯
নোয়াখাইল্যা হোলা বলেছেন: তোফায়েল ভাই ,আমরা এই তারুণ্য চাইনি ঠিকই।কিন্তু,এরচেয়ে ভাল তারুণ্য যে আমরা আশা করব তার জন্য তো যোগ্য পূর্বসূরীও দরকার।আমরা অনেকাংশেই সেটা পাচ্ছি না
তাই,এই সমস্যার ভার আমরা একা নিব না,এতে আমাদের পূর্বসূরীদেরও দায় আছে।
আমারতো মনে হয়,আমাদের অভিভাবকেরা সচেতন হলে এইসব অনাকাঙ্খিত ঘটনা অনকাংশেই কমে আসবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
টুটুল২০০৮ বলেছেন: এগুলা আগামীর কুলাঙ্গার