নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেশি পন্ডিত

পৃথিবীতে অনেক মানুষ। সবারই দুটি চোখ কিন্তু এদের বেশিরভাগই অন্ধ।

তোফায়েল খান

A man who has no backlink.

তোফায়েল খান › বিস্তারিত পোস্টঃ

জীবন রম্যের এক টুকরা

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

গলির ভেতর দিয়ে হাঁটছি। বাসার খুব কাছাকাছি।

ঠিক তখনই মাথার উপর হুট করে এক বজ্রকন্ঠের উদয়। দুইতলা সমান উঁচু কোনো বারান্দা থেকে। স্টিম রুলার টাইপের কণ্ঠে এক মহিলা কল্লাটা বের করে বলে উঠলো,

- থাপ্পড় মাইরা গালের সবকয়টা দাঁত ফালাইয়া দিমু।



মাথায় যেন একটা বিশাল গাছের গুড়ি আঘাত করলো। নিজ কল্লাখানি ১৮০ ডিগ্রী ঘুরাইয়া নভোমন্ডলের দিকে তাকাইতে তাকাইতে ব্রেণের কোর আই-থ্রি গতিসম্পন্ন মাইক্রাপ্রসেসরটাকে এনালাইসিস করতে দিলাম।



চিন্তাগুলোর রেজাল্ট এ চোখ বুলানোর সময় নাই।

কারণ রেজাল্ট শিট এইরকম ...

About 604,000,000 results (0.000001 seconds)



তারপরও উপরের দিকের দুই-একটা সার্চ রেজাল্ট শুনেন ..



- ছোটবেলা শুনছি দাঁত নাকি মাঁড়িতে থাকে; গালে আসলো কবে ?

- চড় কি উনি দুইতলা থেকেই দিবেন; নাকি নিচে নেমে তারপর দিবেন ?

- উনি যদি নীচে নামেন সে পর্যন্ত কি আমি ওয়েট করবো ?

- নাকি হাঁটার উপরে থাকবো। উনি দৌড়ে এসে চড় দিবেন ?

- আমার মতো ছয়ফুট মানুষের গালে চড় দিবেন; তাহলে উনি কয় ফুট ?

- শুধু শুধু চড় দেওয়ার পরে কি উনি আমাকে নাপা এক্সটা দিবেন?

- দাঁত যদি সবগুলো পড়ে তবে আমাকে তো খাবারের নতুন তালিকা তৈরী করতে হবে।

- দাঁত পড়ে যাওয়ার পর কি আমি দাঁড়িয়ে আরেকটা চড়ের অপেক্ষা করবো নাকি দে দৌড়?



এইরকম কোটি কোটি ....



কিন্তু পরক্ষণে আমার ঠিক সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা ছেলেটির ফার্মের মুরগী টাইপ হাসি দেখে বুঝতে পারলাম, এ যাত্রায় চড়টা আমার গালের দাঁতে আঘাত করছে না। চড়াটা আঘাত হানছে যাচ্ছে উক্ত ফার্ম বালকের গালের দাঁতে কিংবা মাঁড়ির দাঁতে। অথবা উভয় প্রকার দাঁতে।



চিন্তা করতে করতে বাসায় ঢুকলাম। জুতা রাখতে যাবো বক্সে।

কিন্তু হায় হায় !!

হাতে জুতা একটা কেন? আরেকটা কই?



টেনশন নিয়ে আবার দরজার সামনে গেলাম। দেখলাম আরেকটা জুতা দরজার সামনেই আছে।

বুঝতে পারলাম প্রসেসরটা তখনও এনালাইটিক সার্চ করতে ব্যস্ত ছিলো। (0.000001 seconds) টাইমের পরেও সে কাজ করেছে অনুমতি ছাড়া। তাহলে এতক্ষণে কি পরিমাণ রেজাল্ট জমেছে।

যাক, ফার্মের মুরগীর হাসিটা মনে করলেই সব সার্চ রেজাল্ট মুছে যাবে আশা করি । .. :(

.

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.