নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেশি পন্ডিত

পৃথিবীতে অনেক মানুষ। সবারই দুটি চোখ কিন্তু এদের বেশিরভাগই অন্ধ।

তোফায়েল খান

A man who has no backlink.

তোফায়েল খান › বিস্তারিত পোস্টঃ

দেশটা কারও বাপের নাকি, স্যার?

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:২৭

কাহিনী - ১:

NCTB ভবনের ১০ তলা। টপ লেভেলের উর্দ্ধতন কর্মকর্তা প্রীতিশকুমার সাহা। একহাতে সিগারেট টানছেন আরেক হাতে কারিকুলামের উপর সাক্ষর ও সিল মারছেন। তার সামনে আমরা বাইরের ৩ তিনজন ও অফিসের ১ জন মোট চারজন বসা।



ধোঁয়াটে পরিবেশটাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলে মনে হয়নি। টেবিলের উপর বিশাল এ্যশট্রে-টা দেখে মনে হচ্ছিল আন্ডারগ্রাউন্ডের কোনো আস্তানায় আছি। সরকারী অফিসে বসে বাইরের পাবলিকের সামনে সিগারেট টানার সাথে এদেশের শিক্ষার কারিকুলামে মনে হয় কোনো সংঘর্ষ নাই আর আইন-কানুন যেন সবার বাপের সম্পত্তির মতো।



কাহিনী - ২:

আমরা বসা অবস্থাতেই উনার নিকট একটা ফোন এলো। কোনো এক প্রিন্সিপালের। ওদিক থেকে কি বলা হচ্ছে জানি না। এদিক থেকে উনি বলছেন, “NCTB এর বাংলা ও ইংরেজী বাদে বাকী বইগুলোর পাঠ্যপুস্তক মূল্যায়নকারী চেয়ে সার্কুলার দেয়া হয়েছে। প্রায় ৬/৭ টা পত্রিকায় দেয়া হয়েছে। গোপালগঞ্জের সবাইকে এতে আবেদন করতে বলবেন। চেয়ারম্যান বরাবর। বাকীটা দেখা যাবে।”



কাহিনী -৩:

আপনি যদি কোনো সরকারী অফিসে যান। যেখানে কর্মকর্তাদের পশ্চাতদেশে সরকারী তেল পুড়িয়ে চর্বি জমেছে। অত:পর এক ব্যাক্তির কাছে যেতে গিয়ে ভুলে অন্যলোকের কাছে যান। তারা আপনাকে সঠিক ব্যক্তি কিংবা কোন অফিসারের কাছে যেতে হবে তা বলার আগে তিনটি বিষয় প্রমাণ করবে:



- আপনি না জেনে উনার এখানে কেন এসেছেন এর জন্য ভর্ৎসনা।

- আপনি সবজান্তা শমশের হয়ে এই অফিসে আসা উচিত ছিল।

- আপনি অনভিজ্ঞ লোক, আপনার আসাটাই উচিত হয়নি।



সবশেষে সানাউল্লাহ সাহেবের একটা কবিতার দুটো লাইন মনে পড়ে গেল:

দেশটা কারও বাপের নাকি, স্যার?

উল্লুকটা ভাঙ্গবে তবে ঘাড় !

...

....

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৩২

মুচি বলেছেন: মনে তো হয় তার বাপের...।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫

তোফায়েল খান বলেছেন: উনারা কি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি দক্ষিণাধিকার সূত্রে ?

২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬

সবুজ মেঘ বলেছেন: দেশটা গোপালীদের....

৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪

আব্দুল্লাহ নাটোর বলেছেন: সব গোপালগঞ্জ গেলে আমরা কি বাল ফালামু ? দেশে কি ভাইসা আসছি না কি ? সালা জানোয়ারের বাচ্চারা

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০০

বুইড়া মাস্তান বলেছেন: ক্যান যে গোপালগঞ্জে জন্মাইলাম না... :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.