নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেশি পন্ডিত

পৃথিবীতে অনেক মানুষ। সবারই দুটি চোখ কিন্তু এদের বেশিরভাগই অন্ধ।

তোফায়েল খান

A man who has no backlink.

তোফায়েল খান › বিস্তারিত পোস্টঃ

নাটকের পর নাটক - অত:পর কিছু শুটিং

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

নাটকের প্রথম পর্বের শুটিং : (স্পট: চিটাগাং)



প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদের সাংবাদিকদের দেয়া ব্রিফিং এর কিংয়দাংশ :

- “আল্লামা আহমদ শফী সাহেব হুজুর ব্যক্তিগতভাবে আমার মুরব্বি। আমি এর আগেও মাঝে মধ্যে তার কাছে আসতাম। কিন্তু আজ মাননীয় প্রধানমন্ত্রীর আদেশে সরকারের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। প্রথমত আমাদের সরকার কোরআন-সুন্নাহর অবমাননা হয় এমন কিছু সহ্য করবে না। কোরআন-সুন্নাহ ও হজরত মোহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, সেটিও আমরা সহ্য করব না। সুতরাং এ বিষয়গুলো নিয়ে তারা লংমার্চসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে, এগুলোর সঙ্গে সরকার অনেক ক্ষেত্রেই একমত। ... ডং ডং ডং!!”



নাটকের দ্বিতীয় পর্বের শুটিং : (স্পট: সরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা)



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সহীহ নূরানী ইসলামী আওয়ামী চিন্তাবিদ ও আওয়ামী আলেমদের সঙ্গে বৈঠকে, ফেইসবুক ও ব্লগে ‘আপত্তিকর’ মন্তব্যকারীদের ‘তওবা’ করানোর সুপারিশ করেছে ইসলামী চিন্তাবিদ ও আলেমরা, এবং এতে সায় জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত তদন্ত কমিটি। .... ডং ডং ডং !!



নাটকের তৃতীয় পর্বের শুটিং: (সম্ভাব্য স্পট: ঢাকা-চিটাগাং মহাসড়ক)



চোখ রাখুন.. Coming Soon ...

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

মদন বলেছেন: :)

২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

মদন বলেছেন: শফী সাহেবকে বাধা দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। সরকার পড়ছে মাইনকা চিপায়।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

তোফায়েল খান বলেছেন: কেউ যদি নিজের ইচ্ছা মানিক মিয়া এভিনিউ থেকে মানিক-চন্দন মাখানো মুলি বাঁশ কেনে; অত:পর আঙ্গুল আঙ্গুল খেতে; তবে চিপায় পড়াটা তার জন্য মৌলিক অধিকারের অন্তর্ভূক্ত। :#)

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

পথহারা সৈকত বলেছেন: পিকচার আভি বাকি হ্যায়..............দিস ইস নোট দি লাষ্ট পিকচার........ :D :D

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

তোফায়েল খান বলেছেন: এই নাটক ইন্ডিয়ার মেগা সিরিয়াল নকল করে তৈরী করা হচ্ছে।
So, don't be worry.
There is no full stop in this DRAMA.
Just Keep an eye.....
Coming Soon.....

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

বোকা_ছেলে বলেছেন: জয় বাংলা বলিয়া (বিসমিল্লাহ বলিয়া না) তওবা পড়িলেই হইবে । জয় বাংলা

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

তোফায়েল খান বলেছেন: ইহাই তাহা; যাহা একটি সহীহ আওয়ামী তওবা নাটকের শুটিং !

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

এ সামাদ বলেছেন: হা হা হা হাহা হাইতেই আছি।

তওবাটা শাহবাগে হলে কেমুন হত বলেন তো!!!!!

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

তোফায়েল খান বলেছেন: তওবা নাটক কি লাইভ টেলিকাস্ট হবে কি না সেইটাই আসল ব্যাপার। শাহবাগে হইলে তো সোনায় সোহাগ !! :#)

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

এম আর সুমন বলেছেন: আওয়ামী ফিকশন!!১

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

তোফায়েল খান বলেছেন: এইটার সিরিয়াল নম্বর ইনফিনিটি ! এর আগেও আনকাউন্টেবল ফিউশন হইয়া গেছে !

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫

িট.িমম বলেছেন: নাটক মঞ্চস্থ হওয়ার আগে গত শনিবার জাতীয় শোক দিবশে মতিঝিল শাপলা চত্তর মোড়ে হয়েগেল মহরত এই পয়েন্টা বাধ দিলেন কেন?

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

তোফায়েল খান বলেছেন: বাদ তো অনেক কিছুই দিছি; শুধু এইটা না !
বাদ দিতেই হবে; না হয় মামারা চুষ বন্ধ করে আপনার পিছনে লেগে যাবে। :)

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০

পিওর গাধা বলেছেন: :D :D

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

তোফায়েল খান বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.