নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেশি পন্ডিত

পৃথিবীতে অনেক মানুষ। সবারই দুটি চোখ কিন্তু এদের বেশিরভাগই অন্ধ।

তোফায়েল খান

A man who has no backlink.

তোফায়েল খান › বিস্তারিত পোস্টঃ

আহত বাঘ vs মুরগী ব্যবসায়ীর T-20 ম্যাচ পণ্ড !!

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

আচ্ছা, আহত বাঘ নাকি ভয়ংকর হয়?

মুরগী ব্যবসায়ী বলেন, পারলে একবার T-20 খেলতে আয়? বুঝবি কেডা ভয়ংকর? মুরগী না বাঘ? যত্তসব কীটপতঙ্গ খাওয়া বাঘের দল ।



ওকে।



মুরগীর পাল নিয়ে মুরগী ব্যবসায়ীর স্টেডিয়ামমুখী অভিযান শুরু। অত:পর একপাল আঘাতপ্রাপ্ত বাঘের চোখরাঙ্গানীতে বিষ্ঠা ত্যাগ করতে করতে মুরগীসমেত ব্যবসায়ীর আশ্রয় কোন এক খোয়াড়ে।



ঘটনা কি?



মুরগী ব্যবসায়ীর অভিযোগ, খেলায় নাকি নিয়মভঙ্গ হয়েছে।

কেন?

মুরগীদের নাকি স্লেজিং করা নৈতিক দায়িত্ব। তাই তারা ব্যাট করতে নেমেও স্লেজিং শুরু করে দিলো।

এ ঘটনায় বাঘেরা ক্ষেপে গিয়ে তিন বোলার একসাথে বোলিং এ জন্য দৌড় শুরু করলো।



তো হয়েছে কি? ব্যাট আছে না ?

এবার মুরগী ব্যবসায়ীর অভিযোগ, মুরগীরা নাকি ভুলে ব্যাট ছাড়াই ওপেনিং করতে নেমেছিলো।



ষ্টেডিয়ামে বসা দর্শক কি বলে?

খেলায় সরকারী হেলমেট পরা আম্পায়াররা নাকি বাঘের সমর্থক ছিলো। তাই বোলিং এন্ড থেকে দৌড়ে আম্পায়ারের পাশ কাটানোর সময় নাকি LBW-র আপিলের জন্য আম্পায়ার তাদের উস্কানি দিয়েছিলো। কিন্তু মুরগী ব্যবসায়ী তার চালান হারানোর ভয়ে আম্পায়ারের বিরুদ্ধে রিভিউ চাইতে পারেনি।



আম্পায়ার কি বলে?

আম্পায়ার বলে, বোলার তো বল করার জন্য দৌড়ায়নি। বোলাররা দৌড়ে আমাদের কাছে আসছিলো অভিযোগ করতে যে, মুরগীরা ব্যাট ছাড়াই ওপেনিং শুরু করে দিয়েছে। আর এরা বল করবে কিভাবে, বলতো তখনও আমাদের হাতে।



ধারাভাষ্যকার কি বলে?

- আরে, কমেন্ট্রি বক্সে লোকজন বেশি হওয়ার আমরা তর্কে লিপ্ত ছিলাম।

একজন বলে, অর্ধেক বাংলায় তুমি অর্ধেক ইন্ডায়ায় ..

অপরজন বলে, অর্ধেক দেখলা তুমি অর্ধেক বাকী ..

আরেকজন বলে, অর্ধেক খেলা তুমি পুরাটাই নাটক।..



ক্যামেরাম্যান কি বলে?

ক্যামেরাম্যান বলে, আমরা তো তখনও চিয়ার্স লিডারদের ভিডিও করছিলাম। ক্যামেরা মাঠের দিকে তাক করে দেখলাম, মুরগীরা দৌড়াচ্ছে। ICC-র নিষেধ থাকায় সে দৃশ্য ভিডিও করিনি।



ICC কি বলে?

গণসমাবেশকে যায়, কিন্তু গণবিস্ফোরণকে দমানো যায় না? :D

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ঠিক বুঝলাম না বস একটু সহজ বাংলায় বললে ভাল হয় না

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

তোফায়েল খান বলেছেন: খুব সাবলীল ভাষায় বলা হয়েছে। গতকালের নিউজগুলোতে চোখ রাখলে রাতে সূর্যের মতো সবকিছু ফকফকা হইয়া যাইবো, আশা করি।

আর মুরগী ব্যবসায়ীকে না চিনলে আওয়াজ দেন। B-)

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

আশিকুর রহমান ১ বলেছেন: চরম একটা টি-টুয়েন্টি ম্যাচ উপহার দেয়ার জন্য মুরগী ব্যবসায়ীকে ধইন্না :D :D

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

তোফায়েল খান বলেছেন: আম্পায়ারদেরও ধন্যবাদ। :-P

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

তন্দ্রামোহ বলেছেন: আর কইয়েন না ওই মুরগির দল সাথে অনেক গুলো দলীয় আনুগত্য আম্পায়ার রাখছিল। আম্পায়ারগুলো এমন বজ্জাত যে ওরা বাঘের উপর তেড়ে আসছিল তাদের মুরগিদের ঠেকানোর জন্য। তবুও শেষ পর্যন্ত বাঘই বিজয় লাভ করলো।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

তোফায়েল খান বলেছেন: ঘটনা প্যাচ খাওয়াইয়া দিছেন। আম্পায়ারের আচরণ কালকে ধুয়াশার ভেতর। বলবার চাইনা লেখার মধ্যে আম্পায়ারের আচরণ আর বক্তব্যটা আবার পড়েন। সব ক্লিয়ার হইয়া যাইবো।
আমার কাছে তলের খবর আসছে। :)

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

এম.ডি জামান বলেছেন: মুরগী ব্যবসায়ী আহত বাঘের গর্জন দেখে ভয়ে ড্রেসিং রুমে (সেলুনে) গিয়ে গা ঢাকা দিয়েছে।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

তোফায়েল খান বলেছেন: যাক বাঁচা গেল। তাও যে বাথরুমে যায় নি । :-P

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬

রাফিউল আলম ইমন বলেছেন: ভাল লাগল…+ + + শুভকামনা… সাথে থাকুন… :)

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

তোফায়েল খান বলেছেন: ধইন্যা !!

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

বাউন্ডুলে রুবেল বলেছেন: ক্রিকেটকে রাজনীতিকরণে আপনাকে ধিক্কার।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

তোফায়েল খান বলেছেন: একেই বলে লেখক। প্রেম, ট্রাজেডী, খেলাধুলা, রাজনীতি সবকিছুই শিল্পীর তুলিতে রূপক অর্থে ফুটে উঠবে পাঠকের মনের ক্যানভাসে ।

এখানে লেখক একজন শিল্পী। সে কিসের সাথে কিসের তুলনা করবে সেটা তার নিজস্ব ব্যাপার যদি না সেটা অশ্লীল হয়।

নিশ্চয়ই আবু ইসহাকের লেখা অনেক পড়েছেন আশা করি। :)

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: মুরগি ব্যবসায়ী বলেছিল প্রতিদন্ধী ম্যাচ হবে উনি ব্যাট ছারা মাঠে গেলো কেন ?

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

তোফায়েল খান বলেছেন: ৮ নং কমেন্টার উত্তরটা দিয়ে দিয়েছেন।
সুতরাং ....... বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট !!

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১

এম.ডি জামান বলেছেন: মুরগী ব্যবসায়ী মনে করেছিল আম্পায়ার উনাকে ব্যাট সাপ্লাই দিবে।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

তোফায়েল খান বলেছেন: শুধু মুরগী ব্যবসায়ীরাই নয় ICC ও মনে করেছিলো আম্পায়াররা ব্যাট সাপ্লাই দিবে। :-P

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

টালটু বলেছেন: DNA test should be needed for anti-islamist(nastik).

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০

তোফায়েল খান বলেছেন: Must be with some simple X-ray. :)

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: রাতে সূর্যের মতো সবকিছু ফকফকা

:):):):):):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.