নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেশি পন্ডিত

পৃথিবীতে অনেক মানুষ। সবারই দুটি চোখ কিন্তু এদের বেশিরভাগই অন্ধ।

তোফায়েল খান

A man who has no backlink.

তোফায়েল খান › বিস্তারিত পোস্টঃ

মাহমুদুর রহমানকে পিটাইয়া ফ্যাসাফ্যাসা কইরা দিমু - আগামী বিসিএস ক্যাডার

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

বন্ধু আমার। গতকাল ৩৩তম বিসিএস এর লিখিত পরীক্ষার রেজাল্ট পেল। উভয় ক্যাডারে পাশ করেছে। প্রচন্ড মেধাবী হওয়ায় ভাইভাতেও কোনো সমস্যা হবে না আশা করি।

সবই ঠিক আছে।

কিন্তু ..

সমস্যা আরেক জায়গায়। সে একটি রাজনৈতিক দলের ঘোরতর সমর্থক। এখানে ঘোরতর বলতে ঘোরতরতম ! :D

তো ... গতকাল রেজাল্ট পাওয়ার পর আজকে বিকালে সে এক ঘোষণা দিয়ে বসলো।



কি ঘোষণা?

- আমি যদি কখনো মাহমুদুর রহমানের সেলে নিয়োগ পাই তবে ওকে পিটিয়ে ফ্যাসাফ্যাসা (ভূষি বানিয়ে দেয়া) কইরা দিমু।



অবাক হইনি। বরং ওর বলা বাক্যটি আমার ঢং-এ সুন্দর করে পুনরাবৃত্তি করলাম। ওর প্রতিক্রিয়া দেখার জন্য।



ব্যাস! আর যায় কোথায়?



- (রেগেমেগে) তোফায়েল? তুই না শিবিরের ঘোর বিরোধী? তুই না এদের ধর্মচিন্তা, কর্মপন্থা সবকিছুর বিরোধীতা করিস?



- হুম্ম। এটার সাথে কি সম্পর্ক?



- কিন্তু তোর কথাবার্তা এখন শিবির ধাঁচের হয়ে গেছে।



- হা হা হা, আমি কথা বললাম কোথায়? তোর বাক্যটা রিপিট করলাম। আর আমি যদি শিবির ধাঁচের কথা বলি, তবে তোর এই বাক্যটা কোন ধাঁচের মধ্যে পড়ে? প্রগতিশীল, উদারপন্থী কিংবা ভ্রষ্ট মেধাবী?



এইবার মৌচাকে ঢিল পড়লো। বড়সড় ক্যাচাল লাগবো। আর শুইনা লাভ নাই।....



পাঠকদের জন্য প্রশ্ন?

বলেন তো বন্ধুটি আমার কোন দলের সমর্থক ? বলতে পারলে একটা লাইক দিমু। :D

.

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

মুর্তজা হাসান খালিদ বলেছেন: আম্বা

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮

তোফায়েল খান বলেছেন: Spelling Mistake ! হবে হাম্বা !

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

পথহারা সৈকত বলেছেন: হাম্বা................

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২০

তোফায়েল খান বলেছেন: :D

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

অজানা এক আমি বলেছেন: খাম্বা ... মানে খাম্বা রেডী হইতাছে ....

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

তোফায়েল খান বলেছেন: রেডি তো অনেক কিছুই হচ্ছে ....

৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

*কুনোব্যাঙ* বলেছেন: হ... সময়টাই এখন পিডাপিডির... যে যারে পিডাইয়া সোজা থাকতে পারে।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২

তোফায়েল খান বলেছেন: “পিডাইয়া সোজা থাকা“-র থিওরী প্রদানের জন্য আপনাকে শান্তির নোবেলে দেবার জন্য জোর সুপারিশ করা যাচ্ছে। :D

৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩

সুখী চোর বলেছেন: আপনার বন্ধুটির জন্য একটি মেডেল তৈরি হইতেছে ... আগামী নির্বাচনের পরের নির্বাচনে যে সরকার আসবো, সে এই পদকটা দিবো ... :-B :-B :-B :-B B-))

আমার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিন দিন খালি বাড়তেই আছে ... হে হে.

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩

তোফায়েল খান বলেছেন: ভবিষ্যত আপনাকে এই মেডেলের মালিক বানাইয়া দিক। খ্যাক খ্যাক। :D

৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: হায় হায়... আমারে শান্তিতে নোবেল দেয়ার জন্যে সুপারিশ করেন ক্যান! আপ্নের কি এমন ক্ষতি করছি আমি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.