![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A man who has no backlink.
এ ভাই থামেন ! থামেন ! .. মাথা ঠান্ডা করেন !
তারপর একটু চিন্তা করেন।
জনাবা সুশীলা রোকেয়া সাহেবা যদি বলে থাকেন মুসলমানরা সংখ্যালঘু তবে ভুল বলেন নি।
আহ ! আবার উত্তেজিত হইতেছেন কেন? .. মাথা ঠান্ডা করেন .. মাথা ঠান্ডা করেন !
উনার ক্যালকুলেশনটা একটু অন্য সামগ্রিক দৃষ্টিতে। .. মাথা ঠান্ডা করেন... বলতেছি !!
উনি বাংলাদেশকে আলাদা করে হিসাব করেন নি; করেছেন ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে।
তাহলে ভারতের অন্যান্য রাজ্যগুলোর মোট জনসংখ্যা হল ১২৭ কোটিরও বেশি। এদিকে উনার বাংলাদেশ নামক অঙ্গরাজ্যে জনসংখ্যা ১৬ কোটি। তাহলে মোট জনসংখ্যা দাঁড়ালো ১৪৩ কোটি।
এবার আসুন। ভারতের অন্যান্য অঙ্গরাজ্যগুলোর মোট মুসলমানের সংখ্যা ১৮ কোটির মতো। আর উনার হিসেবে বাংলাদেশ নামক অঙ্গরাজ্যের মুসলমানের সংখ্যা সাড়ে ১৪ কোটি। তাহলে মোট মুসলমানের সংখ্যা দাঁড়ালো সাড়ে ৩২ কোটি।
আহা হা হা ! হিসাব তো ঠিকই আছে ভাই।
উনি যদি বাংলাদেশকে ভারতে একটি অঙ্গরাজ্য ভাবেন তাহলে তো হিসাব একেবারে খাপে খাপ !!
১৪৩ কোটি মানুষের মধ্যে সাড়ে ৩২ কোটিতো সংখ্যলঘুই বটে ! নব্য সংখ্যালঘু আরকি !!
তবে সামনে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার্থে মিজান সাহেব, রোকেয়া প্রাচীর সাহেবারা এগিয়ে আসবেন কি?
মানে বলতে চাচ্ছিলাম..
সামনে যখন এই নব্য সংখ্যালঘুরা সরকারের পশ্চাতদেশে কষে লাথি লাগাবে, তখন কি উনারা সরকারের পশ্চাতদেশে ব্যান্ডেজ লাগাতে ব্যস্ত থাকবেন ? নাকি এই নব্য সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যস্ত থাকবেন।
আহ হা হা !! হিসাব তো দেখি খাপে খাপ !!
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
তোফায়েল খান বলেছেন: আশা করা যায়, উনারা মূল রাজ্যে চলে যাবেন খুব শীঘ্রই।
২| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
জাতির চাচা বলেছেন: একটা বাকশালী শাহবাগী আহত হলেও দানবাধিকার মিজানের কান্না আসে।ওদিকে শত শত মানুষ আহত নিহত নির্যাতিত হলে সে বলে এটা আইনী প্রক্রিয়া।
প্রকৃত মুসলমান আসলেই সংখ্যা লঘু।প্রিয় নবীজীর সাথে এত এত বেয়াদবি হওয়ার পরও কিছুই করতে পারছেনা তারা।
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
তোফায়েল খান বলেছেন: ঠেলা ইজ কামিং !!
৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মাইন রানা বলেছেন: ঘটনা কি মুসলমানরা সংখ্যালুঘু হল কবে থেকে? লিংক দেন
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
তোফায়েল খান বলেছেন: দেইখা আসেন।
Click This Link
৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
মুদ্দাকির বলেছেন: আমারো ধারনা আমরা মুসলিমরা সংখ্যা লঘু!!!!
৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
ভালোরনি বলেছেন: আমি বার বার বলছি, দেশে রাজাকার ৭১ এর আগেও ছিলো ৭১ এর পরেও আছে। ৭১ এর আগে ছিলো ফাকিস্তানি রাজাকার। আর ৭১ এর পরে সব বারইত্যা রাজাকার। আমি সব রাজাকারের ফাসি চাই।
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮
পাস্ট পারফেক্ট বলেছেন: রোকেয়া চুচি কে গদাম
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
আতাউররহমান১২০০৭ বলেছেন: জোশের ঠেলায় পেটের ভিতরের লুকায়িত সত্য বের হয়ে আসছে। এটা তার আসল রূপ।