![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A man who has no backlink.
একটা মেয়ে ধর্ষিত হয়েছে। আর এটা দিয়ে আপনি বিজনেস পপুলারিটি বাড়াচ্ছেন। গ্রাহক আকৃষ্ট করছেন !!
ঠিক এই দৃষ্টিকোণ থেকে একবার ভাবেন তো! বিষয়টা নোংরামীর কোন পর্যায়ের ??
পৃথিবীর আনাচে-কানাচে কোথায় কোন মেয়ে ধর্ষিত হয়েছে, সেই খবর পাওয়ার জন্য নিউজ সাইটগুলো যেন ব্যগ্র হয়ে বসে থাকে। পাওয়ামাত্রই রসিয়ে রসিয়ে একটা হেডিং করবে। তারপর শুরু হবে সোশ্যাল মিডিয়ায় লিংক শেয়ারিং।
যদি ধর্ষিত মেয়েটি স্কুলছাত্রী হয় তবে তো আর কথাই নেই। “স্কুলছাত্রী” শব্দটা উল্লেখ করা ছাড়া এরা হেডিং করবেই না। সাথে আরও মশলা লাগিয়ে ভিজিটর টানার আপ্রাণ চেষ্টা।
ভাবখানা এমন যেন, আসুন আমাদের এখানে; ভিডিও লিংক নিয়ে যান। অত:পর এ্যমিউজড্ হোন !!
এদের নিউজ প্রেজেন্টেশন দেখলে মনে হয়, অনলাইনে যারা আছি আমরা সবাই সেক্স ম্যানিয়াক। তাই নিউজের প্রেজেন্টেশনে এইরকম Excitatory কিছু থাকলে সহজেই আমরা গিলে খাবো।
অন্যদিকে এই ধরনের খবরগুলোই আবার সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে স্থান পাচ্ছে।
বাহ! এইতো, ব্যবসায়ীর প্লানও সফল। আমাদের মনের চাওয়াও সফল।
এই ঘটনাগুলো মনে আমাদের আর এফ্লিক্টেড করে না বরং আমরা এ্যমিউজড্ হচ্ছি!!
ম্যানিয়াক সমাজ গড়ে তোলার জন্য এইসব নিউজসাইটগুলো ভালই ভূমিকা রাখবে; আশা করা যায় !!
©somewhere in net ltd.