![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/tuhin000/09-2014/tuhin000_1496988150541851a5ba2448.12447686_tiny.jpg
আমাদের চামড়ায় দুটি স্তর আছে।এর বাইরেরটি বহিঃত্বক বা এপিডারমিস (Epidermis) আর ভেতরেরটিকে বলে অন্তঃত্বক বা ডারমিস (Dermis). বহিঃত্বককে আবার কয়েকটি স্তরে ভাগ করা যায়।এর মধ্যে সবচেয়ে ভেতরের ত্বকের নাম স্ট্র্যাটাম্বেসাল(Stratum basal)।
।এই স্তরে কতগুলো বিশেষ ধরনের কোষ আছে।,তাদের বলে মেলানোসাইট (Melanocyte) সাধারনত স্ট্র্যাটাম বেসালে প্রতি বর্গ মিলিমিটারে 1000 থেকে 1500 মেলানোসাইট থাকে।মেলানোসাইটগুলোর মধ্যে আছে রঞ্জককনা মেলানিন।
গাঢ় রঙের এই কনাগুলোই ত্বকের কালো রঙের এই কনাগুলোই ত্বকের কালো রঙের জন্য দায়ী।এই মেলানিনের পরিমান যাদের ত্বকে খুব বেশী তাদের গায়ের রঙ খুব কালো হয়।
চামড়ায় মেলানিন কম থাকলে গায়ের রঙ ফর্সা হয়।পিটুইটরি গ্রন্তি নিঃসৃত মেরানোসাইট স্টিমুলেটং হরমোন নামে এক বিশেষ হরমোন মেলানিন তৈরীতে সাহায্যে করে ।নিগ্রোদের চামড়ার বহিঃত্বকের ওপরের স্তরেও মেলানিন পাওয়া যায়।
ছবি গুগল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫
নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
নেবুলা মোর্শেদ বলেছেন: ভালো থাকুন সর্বদা।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
নেবুলা মোর্শেদ বলেছেন: ভালো থাকুন সর্বদা।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৩
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার পোস্ট। পোস্টে ভালো লাগা রইল।