![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ এবং আগামীকাল রাতে বার্ষিক মিথুন তারা মন্ডলের উল্কা ঝড়।প্রতি বছর এই দুইদিন এই ঝড় দেখা যায়।পৃথিবীর কক্ষপথে ধূমকেতু 3200 Phaethon
এর ফেলে যাওয়া ধ্বংসাবশেষ থেকে এর সৃস্টি।এবার আকাশে অর্ধচঁন্দ্র থাকার কারনে ছোট আকারে উল্কা গুলো দেখতে পাবেন না।
কিন্তু বড় আকারের উল্কা বেশ সহজেই দেখতে পাবেন।যদি আকাশে বেশী কুয়াশা থাকে তবে দেখতে খুব সহজ হবে না।এবার প্রতি ঘন্টায় প্রায় ১২০টি ধূমকেতু দেখতে পাওয়া যাওয়ার কথা বলেছে বিজ্ঞানীরা।
জেমিনিড উল্কা বিভিন্ন রংয়ের হয়,এর মধ্যে 65% সাদা, 26% হলুদ,এবং 9% নীল রংয়ের।জেমিনিড উল্কা বড় এবং অনেক উজ্জল হয় যাকে ফায়ারবল বলা হয়।
এই উল্কা প্রতি ঘন্টায় 21.75 মাইল গতিতে বায়ুমন্ডল ভেদ করে।এই বৃস্টির বিকিরন (Radiant Point ) কেন্দ্র মিথুন (Gemini) মন্ডলের উজ্জল তারা Castor and Pollux এর পাশে।
অতএব তৈরী হয়ে যান মহাজাগতি বৃস্টি দেখার জন্য রাত ১২ টার পড়ে পূর্ব-উওর আকাশের দিকে তাকান ঝড় দেখতে না পারলেও সাধারন সময়ের চেয়ে কিছ বেশী ঊল্কা দেখতে পাবেন।
যারা ছবি তুলতে চান তার এই ভিডিওটি দেখতে পারেন।
ম্যাপ:গুগল।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০২
নেবুলা মোর্শেদ বলেছেন: রাত ১২ টার পড়ে পূর্ব-উওর আকাশের দিকে তাকান ঝড় দেখতে না পারলেও সাধারন সময়ের চেয়ে কিছ বেশী ঊল্কা দেখতে পাবেন।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
শার্লক_ বলেছেন: যে ঠান্ডা পড়ছে ক্যামনে দেখবো। শীতে কাঁপতেছি।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪
নেবুলা মোর্শেদ বলেছেন: দেখতে হলে একটু কস্ট করুন দয়া করে কাথা গায়ে দিয়ে নিন।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
আলম দীপ্র বলেছেন: উদাস কিশোর বলেছেন: আনুমানিক কটার সময় দেখা যাবে ?
আমারও একই প্রশ্ন !
১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৫
নেবুলা মোর্শেদ বলেছেন: এর উওর আমি উপরে জানিয়ে দিয়েছি।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
উদাস কিশোর বলেছেন: হুদাই কাল রাতে শীতের মধ্যে বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে থেকেছি :/
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২
উদাস কিশোর বলেছেন: আপনি দেখেছেন তো ?
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৯
উদাস কিশোর বলেছেন: আনুমানিক কটার সময় দেখা যাবে ?