![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ১৯/১২/১৪ ইং তারিখে বরিশালেও পালিত হলো ৬ষ্ঠ ব্লগ দিবস।আমি এইবারে এর সাথে যুক্ত হতে চাইনি,ব্লগার মোনেম মুন্না আমাকে আহবান জানায় তার সাথে একটু সময় দেয়ার জন্য।সেই আহবানে সাড়া দিয়ে আমি এর সাথে জড়িয়ে পড়ি। বিগত ২০১২ সালে ব্লগ দিবস পালন করতে গিয়ে আমার ভয়াবহ শিক্ষা হয়েছিল।তার কারন আমি গলা ফাটিয়ে চিৎকার করেছিলাম ভাই কেউ থাকলে আওয়াজ দেন।
প্রথম দিকে কাউকে পাইনি।আমি নিজে একা একা শীতের রাতে পোস্টার লাগিয়েছি,এবং শেষ মূর্হতে কয়েকজনকে নিয়ে আমি সেই ব্লগ দিবসটি পালন করার চেস্টা করেছিলাম।এইবারও আমি আর মুন্না ঠিক সেই ভয়টি প্রথমেই পেয়েছিলাম যখন আমাদের ডাকে কেউ সাড়া দেয়নি।আগুনমুখা প্রকাশনীর স্বত্তাধিকারী শামিম ভাই।এরা হলেন ব্লগার একজন আরমান,,অশ্রুত প্রহর,মাকসুদুল।তখন তারা বলে তুমি শুধু তাদেরকে আনবে বাকী আমরা দেখবো,শামিম,এবং সাথে রুম্মান শরীফ,অন্যদের খবর দিয়ে আনার ব্যাবস্থা করে।এবং অবাক হয়ে দেখি ঠিক সময় মতই তারা আসেন,এদের মধ্যে এদের মধ্যে আছে সাবেক নামকরা সব ব্লগার যেমন চারু তুহিন, রতন সমাদ্দার,প্রশান্ত বনিক (বরিশালবিশ্ববিদ্যালয়ের শিক্ষক) ,নজরুল ইসলাম, আকাশ কুন্ডূ, প্রীতম কর্মকার , তন্ময়, অভি, কৃষ্ণকলি সিফাত, ডাঃ এ বি সিদ্দিক,রুম্মান শরীফ,অশ্রুত প্রহরের সাথে মুন্না আর আমার সাথে আগেই কথা হয়েছিলো সে কথা দিয়েছিলো সে থাকবে এবং সে তার কথা রেখেছে,এছাড়া আরো অনেকে এসেছিলো।
এর মধ্যে কেউ এখনো ব্লগ লিখে।কেউ লিখে না,আবার কেউ এফ বি তে লেখালেখি করে।আর ছিলো বরিশালে যাকে সবাই এক নামে চেনে সেই মুকুল দা।আমি আগুনমুখার শামিম ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না,তার হলরুমটি সে ভাড়া দেয়,কিন্তু সে আমার কাছ থেকে কোন ভাড়া নেয়নি,শুধু বলবো ভালো থেকো বন্ধু সর্বদা।যথাসময় আমরা দিবসটি পালন করতে পেরছি।
বিভিন্ন বক্তা ব্লগ কি,আমাদের এবারের বিষয়ের উপর এবং ব্লগ ব্যাবহার করে আমরা কি কি করতে পেরেছি,সবার আগে এই সব বিভিন্ন বিষয়ের উপর প্রানবন্ত আলোচনা হয়েছে অনেকটা আড্ডা মারার মত করে।আর এই অনুস্টানটি উপস্থাপনা করেছে চারু তুহিন।
এর মধ্যে আবার একটু গান বাজনা হয়েছে,আর সব শেষে বরিশালের ছোলা মুড়ি,পিয়াজু,বেগুনি এইসবও খাওয়া হয়েছে।
আরো বিস্তারিত পোস্ট দিবে ব্লগার মোনেম মুন্না।আশা করি সামনের বছর এর থেকে ভালো করার চেস্টা করবো।সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।দুঃখের বিষয় হলো ব্লগ দিবসের পোস্টার আজ দুপুরে বরিশালে এসেছে।আমি হাসবো না কাঁদবো ঠিক বুঝতে পারছি না।
সবশেষের ছবিতে আমি অধম নেবুলা আর একজন আরমান।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
তুষার কাব্য বলেছেন: অভিনন্দন....খুব ভালো লাগছে সবাইকে এক সাথে দেখে ।আমরাও ছিলাম ঢাকার আড্ডায়...
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৬
হিমু ব্রাউন বলেছেন: অভিনন্দন!!!! ব্যাক্তিগত তাড়া থাকায় যোগ দিতে পারলাম না... অট. রুম্মান শরীফ রুমান শরীফ নামে ব্লগিং করে...প্রশান্ত বারিকদারের নামের ডা. হবে...বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ মহসীন, নামটা পোস্টে আসে নাই, আর এবি ছিদ্দিকের নামের আগে ডা. হবে না, সে বিএম কলেজের ছাত্র...ধন্যবাদ।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০২
মোমেন মুন্না বলেছেন: হিমু ব্রাউনকে ধন্যবাদ পরবর্তি পোস্ট এ সঠিক তথ্য দেয়ার চেস্টা করব!
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৪
আরজু পনি বলেছেন:
ভালো লাগলো...
তবে ছবিগুলো এমন ছোট কি আমি একাই দেখছি পাচ্ছি কি না কে জানে !
২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২
নেবুলা মোর্শেদ বলেছেন: ছবির উপর ক্লিক করুন বড় দেখতে পাবেন।
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪০
খেলাঘর বলেছেন:
ভালো
২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ সবাইকে।
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যারা আয়োজনের সাথে জড়িত ছিলেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন সবার জন্য আন্তরিক ধন্যবাদ
সামুর মন সব সময় ভাল থাক ---পুরাতন সব ব্লগার ফিরে আসুক ---বর্তমানে যারা লিখছে তারা মন খুলে লিখুক -- সামুর সাথে যারা সংশ্লিষ্ট সবাই ভাল থাকুন
---- ইয়া বড় বড় শুভকামনা ----
২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১
নেবুলা মোর্শেদ বলেছেন: ভালো থাকুন সর্বদা।
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: ছবিগুলো ভাল ভাবে বুঝা যাচ্ছে না।
১০| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০
নুর ইসলাম রফিক বলেছেন: আয়োজকবৃন্দ, অতিথিবৃন্দ, সকল ব্লগার ও উপস্থিত পাঠকবৃন্দকে ধন্যবাদ সাথে হৃদয় নিংরানো ভালবাসা রইলো।
সবার জন্য শুভ কামনা রইলো............
২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
নেবুলা মোর্শেদ বলেছেন: আপনার জন্যও রইলো শুভ কামনা।
১১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯
সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।
২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ।
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০১
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: বাহ্....দারুণ প্রথম ছবিতেই বাঁয়া-তবলা, হারমনি একটা অন্যরকম ভাললাগা তৈরী করল
অনেক অনেক শুভেচ্ছা বরিশাল
২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন এই কামনায়।
১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
মৈত্রী বলেছেন: আগামীকাল রাতে বরিশাল আসতেছি
দেখা করবেন??
উদ্দেশ্য: অক্সফোর্ড মিশন চার্চ পরিদর্শন
যোগাযোগ করতে পারেন ফেসবুকে: facebook.com/cyberbaba.bd
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
নেবুলা মোর্শেদ বলেছেন: ফোন দিয়েন আমার বল্গে নাম্বার দেয়া আছে।
১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১
প্রামানিক বলেছেন: ব্লগ দিবসে সবাইকে শুভেচছা।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
নেবুলা মোর্শেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: বরিশাল বাসিদের জন্য শুভেচ্ছা ।।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০
নেবুলা মোর্শেদ বলেছেন: শুভেচ্ছা আপনাকেও ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
একজন আরমান বলেছেন: আপ্নি হলেন গুরু। আপ্নি না থাকলে এমন একটি অনুষ্ঠান করা সম্ভব হত না।