![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের আকাশে সপ্তর্ষী মন্ডলকে দেখা যাচ্ছে।
বৃষ মন্ডল ডান দিকের নীচে কর্নারে কৃত্তিকা নক্ষত্র পুঞ্জকে দেখা যাচ্ছে।
কালপুরুষ মন্ডল দেখা যাচ্ছে।
চাঁদ এবং কালপুরুষ চাঁদের পাশে নীচে বৃষ।
কালপুরুষের কোমরের বেল্ট এবং তরবারী।
ক্যানিস মেজর এবং আকাশের এক নাম্বার উজ্জল নক্ষত্র লুদ্বক ।
ছবি তোলা নাইকন ৩১০০ ডি ১৮- ৫৫ মিমি লেন্স।কোন অটো ট্রাকার ব্যাবহার করা হয়নি।
২| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৭
নেবুলা মোর্শেদ বলেছেন: কোথায় আমার সামনে তো সব ছবি আছে।
আমি আর একট লিঙ্ক দিচ্ছি।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫২
আলপিন ম্যান বলেছেন: এগুলো তো খালি চোখে দেখার মতই দেখতে, পার্থক্য কি থাকল?
৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
নেবুলা মোর্শেদ বলেছেন: পার্থক্য এটাই আমি খালি চোখে না ক্যামরার চোখ দিয়ে দেখছি।
ভালো ভাবে লক্ষ্য করুন কালপুরুষ মন্ডলের কোমরের বেল্ট এবং তরবারী ছাড়া,আশেপাশে অন্য আর যে সব নক্ষত্র আছে শহরে বসে খালী চোখে এর কতগুলো আপনি দেখতে পাবেন?
আর পূর্ন চাদের আলোতে আপনি কালপুরুষের উজ্জল ছয়টি নক্ষত্র ছাড়া কয়টি নক্ষত্র দেখতে পাবেন?
কৃত্তিকা নক্ষত্র পুঞ্জকে আপনি খালি চোখে এর চেয়ে ভালো দেখতে পাবেন?
যদি আপনার উত্তর হয় হ্যা তবে বুঝতে হবে আপনার চোখ টি এম টির চেয়ে শক্তিশালী ( থার্টি মিটার টেলিস্কোপ)।
আমার ক্যা্মেরার সেটআপ লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন।
প্রফেশনাল আ্যস্ট্রোফটোগ্রাফাররা যে সেটআপে ছবি তুলে আমি সে ভাবে তুলিনি।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৭
আহমেদ জী এস বলেছেন: নেবুলা মোর্শেদ ,
দুঃখিত, আমি কোনও ছবিই দেখতে পাচ্ছিনে । সব কালো বক্স ।