![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাকদের সাথে বৈশাখের কাঠ ফাটা রোদের কেমন যেন একটা বৈরি সম্পর্ক আছে । দুইটাই পিচঢালা পথের মানুষদের কাছে অসহ্যের ।
এক কাকের কর্কশ ধ্বনি আর দুই রোদের বেরসিক কর্কট আচরণ । তবুও একদল মানুষ এই রোদে কাকদের সাথে ডাস্টবিনের ময়লা ভাগ করে খায় । কথায় আছে "এক পাতে খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে " । তাহলে সেসব মানুষগুলো কাককে খুব ভালোবাসে ? আর কাক ?
এক কাক মারা গেলে সব কাক জড়ো হয় । ঐ মানুষটা মারা গেলে কি সব কাক জড়ো হবে ? "কা কা " করে পুরো এলাকা মাথায় তুলবে ?
না কাকটা মারা গেলে ঐ মানুষটা কাককে সাদা কাফনের কাপড়ে জড়িয়ে মাটি চাপা দিবে ?
রিক্সায় করে যখন বাসায় যাচ্ছি , মাথার উপর দিয়ে যখন রোদকে থোরাই কেয়ার করে একটা কুচকুচে কালো কাক উড়ে গেলো তখন মনে হলো ডাস্টবিনের ময়লাতেই আসল সঙ্গী খুঁজে পাওয়া যায় ।
©somewhere in net ltd.