![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
জেগে আছি বন্ধু (গণজাগরণ মঞ্চের বন্ধু লাকীকে উৎস্বর্গ করে)
ছবিঃ- ইন্টারনেট।
বিজয়ের পথে বন্ধু বিজয়ের পথে
অগ্নিকন্যা লাকী আছে সাথে
পাশে প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চ।
স্বাক্ষী আবাল-বৃদ্ধ বনিতা
নুতুন সূর্যদ্বয়ে,
জয়বাংলা স্লোগানে শত্রুর আত্মা থেকে থেকে কেঁপে উঠে।
বিজয়ের পথে বন্ধু বিজয়ের পথে
ঘুচে যাক দুঃখ, কলংক হবো মুক্ত
চেতনায় একাত্তর, উনসত্তরের গণঅভ্যুত্থান,
বাহান্নর ভাষা অন্দোলন সাথে,
দেখে যাও শহীদ জননী
তোমার সন্তানেরা মরেনি,
রায়ে তোমার ঐক্যবদ্ধ জাতি
ফেলে আসা সেই দিন গুলি।
বিজয়ের পথে বন্ধু বিজয়ের পথে
মুক্ত কর ভয় হবেই হবে জয়।
জয়বাংলা।
©somewhere in net ltd.