নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একজন মানুষ হবার প্রচেষ্টায়......................।

আজ তুমি অন্যের...........প্রীতি!

তুহিন সরকার

অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।

তুহিন সরকার › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ মঞ্চ ( নারী জাগরণীয় সমাবেশ)।

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৩

“আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে শুভেচ্ছা জানাই।”

শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চ-এ নারী জাগরণীয় সমাবেশ।



যথারীতি বিকাল ৩ টায় নারী জাগরণীয় সমাবেশ শুরু হবার পর প্রায় ৪টা ৫০ মিনিটে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে, গণজাগরণ মঞ্চের পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডেন্টাল ইউনিটের একটি ভবনের উপর থেকে বিশ্ববিদ্যালয় ‘এ’ ব্লক সংলগ্ন রাস্তার উপর দুটি ককলেট বিস্ফোরণ ঘটানো হয়।





এক র‌্যাব সদস্য আহত হন। ডেন্টাল ইউনিট ভবনে তল্লাশি চালিয়ে দুই নারী কয়েকজন ক্যান্টিন বয় সহ সন্দেহভাজন ১৫ জনকে আটক করা হয়। এই ঘটনার পর গণজাগরণ মঞ্চে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

প্রত্যেকবারের মত আমাদের দেশের নারীরা আবারো জানিয়ে দিল এবং প্রমাণ করে দেখাল তাঁরা কোন দুর্বৃত্তের ভয়ে ভীত নয়। নারী জাগরণীয় সমাবেশে উপস্থিত ছিলেন আইন, সালিশ ও বিচার কেন্দ্রের- সুলতানা কামাল।



এবং বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহন করে।













জাতিসংঘ নির্ধারিত আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য-

“নারী নির্যতান বন্ধ করবই, এখনই সময় দৃঢ় প্রতিজ্ঞার”

বাংলাদেশে এবার আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য-

নারী তথ্য পাওয়ার অধিকার,

ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার।


মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে নারী ভূমিকা অনন্য। নারীর ভূমিকা গণজাগরণ মঞ্চ শ্রদ্ধাভরে স্মরণ করে।

“নারী শক্তির হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,

নারী দিবসের অঙ্গীকার রুখবই রাজাকার।”


গণজাগরণ মঞ্চের আগামী কর্মসূচীঃ-

* ১০ মার্চ রবিবার বিকাল ৩ টায় উত্তরা ১১ নং সেক্টরের চৌরাস্তায় গণজাগরণ মঞ্চের সমাবেশ।

* ১৩ মার্চ বুধবার সকাল ১১ টায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

* ১৩ মার্চ বুধবার একই দিন বিকাল ৩ টায় চট্রগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ।

* ১৫ মার্চ শুক্রবার বিকাল ৩ টায় আশুলিয়ায় গণজাগরণ মঞ্চের সমাবেশ।

* ১৬ মার্চ শনিবার সকাল ১১ টায় জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক নৃশংসতার প্রতিবাদে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রীতি সমাবেশ।


এই কর্মসূচী বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পৃথিবীর সকল শুভকর্ম সম্পাদিত হয়েছে নারী ও পুরুষের সম্মিলিত প্রয়াসে। প্রতিটি বাঙ্গালীর শ্রেষ্ঠ অনুপ্রেরণা তাঁর “মা”। দেশ মাতৃকার জন্য আমাদের যে লড়াই, মায়ের ভাষার জন্য আমাদের যে লড়াই, আমাদের ইতিহাসে মহিমানন্বীত হয়ে আছে, এর ধারাবাহিকতায় আমাদের এই আন্দোলন। আজকে আমাদের এ শপথ পাঠ করব, আমাদের চোখের সামনে আমাদের মায়ের মুখচ্ছবিটি ভাসিয়ে। আমরা যে শপথ এখন পাঠ করব আমরা সবাই আমাদের মায়ের যে মুখচ্ছবি, সেই মুখচ্ছবিটি আমরা আমাদের হৃদয়ে ধারণ করে আমাদের চোখের সামনে ভাসিয়ে, আমরা এখন শপথ নেব মাকে অনুপ্রেরণার মধ্য কেন্দ্রবিন্দুতে রেখে।



(শপথ পাঠরত ডাঃ ইমরান এইচ সরকার।)

(ছবি গুলো একাত্তর, সময় ও দেশ টিভি থেকে ক্যাপচার করা।)

আমরা শপথ করছি যে,

সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির রায় তা কার্য্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব।

আমরা শপথ করছি যে,

যুদ্ধাপরাধী এবং দেশবিরোধী সংগঠন জামায়েতে ইসলাম এবং তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

আমরা শপথ করছি যে,

যুদ্ধপরাধীদের সকল অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বয়কট না করলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

আমরা শপথ করছি যে,

যুদ্ধাপরাধীদের সকল গণমাধ্যমকে আমরা বর্জন করব।

জয়বাংলা।


এই দুর্বৃত্তদের আচরণে আমাদের আন্দোলন আরো বেগবান হবে ইনশাল্লাহ। জয়বাংলা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, পোষ্টের জন্য। জয় বাংলা।

১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২১

তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ স্বর্ণা,ভাল থাকবেন।
শুভকামনা রইল।
জয়বাংলা।

২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৪

লেখোয়াড় বলেছেন:
ভাল উপস্থাপনা।
ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৩

তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ লেখোয়াড়।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.