নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একজন মানুষ হবার প্রচেষ্টায়......................।

আজ তুমি অন্যের...........প্রীতি!

তুহিন সরকার

অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।

তুহিন সরকার › বিস্তারিত পোস্টঃ

আমি বাঁচতে চাই!

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২১

আমি বাঁচতে চাই,

তোমার হাত ছুঁব বলে

তোমাকে দুনয়ন ভরে দেখব বলে।

আমি বাঁচতে চাই,

তোমার পাশে থাকব বলে

সারাদিন তোমার দুস্ট চুলের দুষ্টমিতে মাতবো বলে।

আমি বাঁচতে চাই,

তোমার অভিমান ভরা মুখ

কপট রাগে উচ্ছ্বাস ভরা

হাসি চাপার ব্যর্থতাকে

আমি বাঁচতে চাই,

তোমার রিনিঝিনি চুড়ির শব্দ নুপুরে নিক্কণে

ঘুম ভাঙ্গবে বলে।

আমি বাঁচতে চাই,

তোমার আহ্বানে সাড়া দিতে,

হঠাৎ দেখি দরজায় ঠায় দাড়িয়ে,

চোখে চোখ পড়তেই অবনত দৃষ্টি

ডাক দিতেই চপলা হরিনীর মত ছুটে পালানো।

সবি স্মৃতি আলতো ছুঁয়ে

তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে

দুষ্টমিটা কি ছাড়লে?

চোখ মেলে দেখি শূন্য ঘরে একাকী

শুধু তুমি অনুভবে.................................।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪২

বাংলার হাসান বলেছেন: আমি বাঁচতে চাই,
তোমার হাত ছুঁব বলে


শুধু হাত ছুঁতে মানা নাই।

২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৭

তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ, সে হাতটা কোথায় ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.