![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
স্বাধীনতার কথা বলছি
দ্বীপ্ত কন্ঠে বাংলার কথা
গণমানুষের কথা
মানবতার যুদ্ধের কথা বলছি।
কারার ঐ লৌহ কপাট ভাঙ্গার............
মুক্ত চেতনার কথা বলছি,
স্বাধীনতার কথা বলছি।।
গণজাগরণের, ঘুণে ধরা সমাজের
পরিত্রাণের কথা বলছি,
দুর্নীতি, শোষণ মুক্ত জাতির কথা
প্রত্যাশার কথা বলছি।
কুলি,মজুর, খেটে খাওয়া মানুষ
শ্রমিকের ন্যায্য পাওনার কথা
পরিশোধের কথা, আগুনে পুড়িয়ে মারার কথা বলছি।
স্বাধীনতার কথা বলছি।।
নারীর কথা, নারীর ক্ষমতায়নের কথা
পদদলিত করে নারী মুক্তির কথা
শোষণ মুক্ত নারী সমাজের কথা,
জয়তু নারী, জয়তু নারী সমাজের কথা বলছি।
স্বাধীনতার কথা বলছি।।
দ্বীপ্ত শ্লোগানে মসজিদ, মন্দির,পেগোডা
শহীদ মিনার,
যোল কোটির মানুষের স্বপ্ন ভাঙ্গার কথা বলছি,
জ্যান্ত মানুষ, জাতীয় পতাকা পোড়ার কথা,
স্বাধীনতার কথা বলছি।।
রাজাকারকে পাশে নিয়ে
বার বার রাজাকারের কথা
কলংক মুক্ত দেশের কথা বলছি,
স্বাধীনতার কথা বলছি।।
আড়ালে ক্রহাসি হেসে
বীরঙ্গনার কথা, দেশ মাতৃকার কথা
খুঁচিয়ে, খুঁচিয়ে রক্ত রঞ্জিত হাতে
রক্তাক্ত বাংলার কথা,
স্বাধীনতার কথা বলছি।।
হারিয়ে যাওয়া মেহেদী রাঙ্গা,
প্রেয়সীর লাজে রাঙ্গা মুখের কথা,
রক্তিম সূর্য্য রাঙ্গা প্রভাতের কথা
স্বাধীনতার কথা বলছি।।
নিশঙ্কচিত্তে,
“উদয়ের পথে শুনি কার বানী
ভয় নাই ওরে ভয় নাই/
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় তার ক্ষয় নাই”
স্বাধীনতার কথা বলছি।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে
সবাইকে শুভেচ্ছা ও শুকামনা জানাচ্ছি।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩১
তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ ইসলাম, দেরিতে হলেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪
রোকেয়া ইসলাম বলেছেন: অনেক সুন্দর। অসাধারন একটা লেখা।
খুব ভালো লাগলো।
ভালো থাকবেন।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো। ।