![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
জন্ম থেকে জন্মান্তরে শাহবাগ প্রজন্ম চত্ত্বর অন্তরে।
হরতাল.................হরতাল....................হরতাল
সেক্টর কমান্ডারস’ ফোরাম,ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ মুক্তিযুদ্ধের পক্ষের ২৩ টি সংগঠন গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি জানিয়ে আজ ৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৬ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চব্বিশ ঘণ্টার অহিংস হরতাল ডেকেছেন।
লংমার্চ প্রতিরোধে চট্রগ্রামে আজ শুক্রবার বিকাল ৩টা থেকে হরতালের ডাক দিয়েছে- ঘাতক দালাল নির্মূল কমিটি ।
এ হরতাল মুক্তিযুদ্ধের সপক্ষের হরতাল, মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের হরতাল। আসুন আহুত এই অহিংস হরতালকে স্বতঃস্ফুর্তভাবে পালন করে, হরতালকে সফল করি।
হেফাজতে ইসলামের ধর্মান্ধ, ধর্মব্যবসায়ীদের লংমার্চ প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক একটি দেশ গড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি। দেশ-জাতি তথা নিজেকে কলংকমুক্ত করার চেষ্টা করি।
লংমার্চে নাশকতার আশঙ্কা থেকেই শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘন্টার হরতালের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৭ টি সংগঠন। ওয়ার্কার্স পাটি সহ ১০ টি বাম প্রগতিশীল দলের সমর্থন।
২৭ সংগঠনের হরতালে বাম দলগুলোর সমর্থন
গণজাগরণ মঞ্চের আজ ও আগামীকালকের কর্মসূচীঃ-
৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ৬ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত সারাদেশব্যাপী অবরোধ কর্মসূচী।
সড়ক-রেল-নৌপথ অবরোধ করবে গণজাগরণ মঞ্চ।
গণজাগরণ মঞ্চের সংবাদ বিবৃতির পূর্ণ বিবরণ
হরতালের সমর্থনে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল
ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ
২৪ ঘণ্টার হরতালকে সমর্থন করেছে গাজীপুর গণজাগরণ মঞ্চ
গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচীঃ-
* ৫ এপ্রিল ৪ টায় প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান।
* ৬ এপ্রিল বিকাল চারটায় প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চে সমাবেশ।
এর পরও সরকার দাবি না মানলে লংমার্চ, ঢাকা ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।
গণজাগরণ মঞ্চের অফিসিয়াল ওয়েবসাইট।
গণজাগরণ মঞ্চ।
৮ এপ্রিল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
আটক ব্লগারদের মুক্তি জামায়াত-শিবির নিষিদ্ধ ও মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোমবার সর্বাত্নক ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।
কথিত ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার ব্লগারদের মুক্তি দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
ইসলাম ধর্ম রক্ষার দ্বায়িত্ব হেফাজতে ইসলামের নয়, মহান আল্লাহতায়ালার।
পবিত্র কোরআনে মহান আলাহতায়ালা সুস্পষ্টভাবে বলেছেন,
“নিশ্চয়ই আমি অবর্তীন করেছি জিকির (কোরআন/ইসলাম) এবং নিশ্চয়ই আমিই ইহার সংরক্ষনকারী(হেফাজত)।
সুরাঃ- হিজর আয়াত নং- ৯।(১৪ নং পারা)
হেফাজতে ইসলাম নয় এরা হচ্ছে হেফাজতে জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম-এর দাবী করে তারা জামায়াতের সঙ্গে নেই তারপর তাঁদের একইসঙ্গে একই সভায় দেখা যাচ্ছে। জামায়াতে প্রশ্ন আসলেই রাজনৈতিক দলের কথা বলে এড়িয়ে যায়। কোন ব্লগার যদি ইসলাম ধর্ম, আমাদের প্রিয় মহানবী (সাঃ) এবং অন্যান্য ধর্ম সম্পর্কে কটুক্তি করে তাদের বিচার দাবী করছি একই সঙ্গে যারা ধর্মের নামে মানুষকে পোড়ানো, জাতীয় মসজিদের জায়নামাজে আগুন, সংখ্যালগুদের মন্দির, ঘর-বাড়ী জ্বালিয়ে দেয়া হচ্ছে তাদেরও বিচার কঠোর বিচার দাবী। এই হেফাজতে ইসলাম একবারতো সংখ্যালঘুদের মন্দির,ঘর-বাড়ী পুড়িয়ে দেয়া, কাবা শরীফকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি, চাঁদে সাঈদীর ছবি তথ্য প্রচার কি ধর্মীয় অনুভুতিতে আঘাত হানা, দেশব্যপি জামায়াত-শিবিরের তান্ডবের বিষয়ে কথা বলতে শোনা যায়না। সে সম্পর্কে তাঁরা কেন নিশ্চুপ। তাহলে কি ধরে নেয়া যায় না এরা হেফাজতে ইসলাম নায় হেফাজতে জামায়াতে ইসলাম? সরকার ইতিমধ্যে সন্দেহভাজন হিসেবে কয়েকজন ব্লগারকে আটক করেছে এবং তাদেরকে রিমান্ডে নেয়া হয়েছে। নব্য রাজাকার মাহমুদুর রহমান যে ধর্মী উন্মাদনা সৃষ্টি করে সাম্প্রতিক দাঙ্গা বাঁধার চেষ্টা করল তিনি এখন প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। জামায়াতে ইসলামের মত হেফাজতে ইসলামও গণজাগরণ মঞ্চ সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে যেখানে আল্লাহর রাসুল(সাঃ) কাফেরদের সঙ্গে আলোচনায় বসেছিলেন, সেখানে এরা নাস্তিকের ধোয়া তুলছে। এনারা কোথায় পেয়েছেন একজন মুসলমান হয়ে আরেক জনকে নাস্তিক বলার অধিকার।
হেফাজতী ইসলামের লংমার্চঃ নেপথ্যের এক ভয়াবহ কাহিনী
(হেফাজতে ইসলামের সঙ্গে নব্য রাজাকার মাহমুদুর রহমান।)
(এদের মুখোশ পরা চেহরা গুলো দেখুন।)
এক হাজার বাস, সাড়ে ৩ কোটি টাকা ভাড়া!
আল্লামা শফী ছিলেন ’৭১ মুজাহিদ বাহিনীতে
ব্লগারদের গ্রেফতারের প্রতিবাদে ব্ল্যাকআউট কর্মসূচীঃ-
‘সরকারের মৌলবাদতোষণ। ব্লগার গ্রেপ্তার। প্রতিবাদ, প্রতিরোধ। ব্ল্যাকআউট।
একসঙ্গে ব্ল্যাকআউটে ১০ ব্লগ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬
নাজ_সাদাত বলেছেন: সকলের দাবী রাজাকারের সাজা চাই। হেফজতের লংমার্চ নিয়ে যাদের চুলকানি হচ্ছে তারা আসলে রাজাকারের সাজার বিপক্ষে ও দেশে দাঙ্গা বাঁধিয়ে মুসলিম নিধনের পক্ষে। এক কথায় ভারতের দালাল এরা। তাই ধর্মীয় ইস্যুতে হেফজতের এই যুগান্তকারী আন্দোলনের পাশে না দাঁড়িয়ে কুৎসা করছে।
০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩০
তুহিন সরকার বলেছেন: নিচের লিংকে করুন।
Click This Link
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
তিক্তভাষী বলেছেন: আপনার অহিংস হরতালের দাবী অসত্য।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেছেন- "হরতালে আমরা নিরস্ত্র থাকবো না, আমরাও প্রস্তুত থাকবো। আমরা মিছিল নিয়ে যাব এবং হেফাজতের মঞ্চ দখল করবো।"
হরতাল সমর্থকদের লাঠিসোঠা নিয়ে প্রস্তুত থাকতে বলেন তিনি।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯
তাজুল_ইসলাম বলেছেন: এরা দেখি মাওয়ালানা ইমরানের অনুসারি হুজুর। আল্লাহ অব্যশই কোরআনের সংরক্ষক। কিন্তু এর রক্ষনাবেক্ষনের দায়িত্ব ঈমানদার ব্যাক্তির। এর সম্মান রাখার দায়িত্ত মানুষের।