নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একজন মানুষ হবার প্রচেষ্টায়......................।

আজ তুমি অন্যের...........প্রীতি!

তুহিন সরকার

অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।

তুহিন সরকার › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ মঞ্চ।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চের পরিবর্তিত কর্মসুচী।

গত ছয় এপ্রিল গণজাগরণ মঞ্চের জনসমাবেশ থেকে আট, নয় ও দশ এপ্রিলের কর্মসূচী ঘোষণা হয়েছিলো। আজ ৮ এপ্রিল সারাদেশব্যাপী অবৈধ হরতাল প্রতিরোধ জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবীতে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।



পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী, আগামীকাল নয় এপ্রিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ও দশ এপ্রিল আইন মন্ত্রণালয়ের সামনে গণ অবস্থানের কর্মসূচী ছিল। বিএনপি এবং মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতে ইসলামসহ আঠারো দলীয় জোট হরতালের ডাক দেয়। এ হরতালের কারণে গণজাগরণ মঞ্চ তার পূর্ব ঘোষিত কর্মসূচীর স্থগিত করেছে।

গণজাগরণ মঞ্চের নুতুন কর্মসূচীঃ-

* আজ ৯ এপ্রিল বিকেল চারটায় শাহবাগ প্রজন্ম চত্বর থেকে ‘প্রতীকী লাঠি মিছিল’ ।

( গত ৬ এপ্রিল গণজাগরণ মঞ্চের উপর ন্যাক্কারজনক হামলার যে অপচেষ্টা করেছিলো মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের দোসর সংগঠনের হায়েনারা, তার প্রতিবাদে এ প্রতীকী লাঠি মিছিল অনুষ্ঠিত হবে। মতিঝিলে নারী সাংবাদিককে মারধর এবং দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীদের উপর জামায়াত-শিবির-জঙ্গী অপশক্তি যে বর্বর নির্যাতন চালিয়েছে, তার প্রতিবাদে এ প্রতীকী লাঠি মিছিল জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।)

বুক পকেটে চিঠিগুলো।

*১০ এপ্রিল সন্ধ্যায় গণজাগরণ মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বুকপকেটের চিঠিগুলো’ শীর্ষক শহীদদের কাছে নতুন প্রজন্মের লেখা চিঠি পাঠ।

(আপনারা জানেন গত ২০ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের আহবানে সারাদেশে শহীদদের কাছে চিঠি লিখেছিলো নতুন প্রজন্ম। প্রতিটি চিঠিতে ফুটে উঠেছে হৃদয়ের অপরূপ আবেগ আর অনির্বচনীয় চেতনার উদ্ধত ক্যানভাস। এ চিঠিগুলো থেকেই বাছাই করা কয়েকটি চিঠি পাঠ করা হবে দশই এপ্রিল সন্ধ্যায়।)

* ১৪ এপ্রিল নববর্ষকে সামনে রেখে ১লা বৈশাখে সারা দিন শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৪ টায় শাহবাগ প্রজন্ম চত্ত্বর গণজাগরণ মঞ্চে মহাসমাবেশ।

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত।

হেফাজতের ১৩ দফা দাবি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী: ডাঃ ইমরান

ব্লাসফেমি আইনের পরিকল্পনা নেই: প্রধানমন্ত্রী

তারা আমাকে মেরেছে শুধু নারী বলে

পবিত্র কোরআনে নারী-পুরুষের সাম্যের কথা বলা হয়েছে।

*ঈমানদার নারী-পুরুষ পরস্পর বন্ধূ। তাহারা সৎকার্যের নির্দেশ দেয়েএবং অসৎকার্য প্রতিরোধ করে,যথাযতভাবে সালাত কায়েম করে, যাকাত দেয়এবং আল্লাহ্ তা’আলা ও তাঁহার রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের আনুগত্য করে। তাহাদিকেই আল্লাহ্ কৃপা করেন এবং আল্লাহ্ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।- আল-কোরআন।



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

নীলমেঘ আমি বলেছেন: সাথে আছি সাথে থাকবো

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ নীল মেঘ।
জন্ম থেকে জন্মান্তর শাহবাগ প্রজন্ম চত্ত্বর অন্তরে।
জয়বাংলা।

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৮

স্বাধীন শোয়েব বলেছেন: আজ ৮ এপ্রিল সারাদেশব্যাপী অবৈধ হরতাল......

হরতালের বৈধতা কার থেকে পাওয়া যাবে?

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৮

আশিকুর রহমান ১ বলেছেন: নিজেরা ডাকলে হরতাল বৈধ আর অন্যরা ডাকলে অবৈধ! ভন্ডামী কত প্রকার হতে পারে এদের না দেখলে বুঝার উপায় নাই। X( বর্তমানে এটাকে গনজাগরন না বলে আওয়ামী জাগরন বলা চলে।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৬

মেঘ বলেছে যাব যাব বলেছেন: আশিকুর রহমান ১ বলেছেন: নিজেরা ডাকলে হরতাল বৈধ আর অন্যরা ডাকলে অবৈধ! ভন্ডামী কত প্রকার হতে পারে এদের না দেখলে বুঝার উপায় নাই।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮

আমি মোঃ চয়ন বলেছেন: এই পোস্ট উল্লেখিত কর্মসূচী গুলোর মধ্য একবারও বলা হয়নি,

যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই
জামাত-শিবির নিষিদ্ধ কর

আসলে আপনারা এখন কিসের দাবীতে আন্দোলন করছেন ??

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

তুহিন সরকার বলেছেন: ভাই চয়ন আপনার কোথাও ভুল হচ্ছে।
মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী নিয়েই আমরা আন্দোলন করছি। সেই দাবীকে সামনে রেখে কর্মসূচী আমরা পালন করছি।
ধন্যবাদ, শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.