![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
গণজাগরণ মঞ্চের নতুন কর্মসূচীঃ-
* ২০ শে এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সারাদেশে পক্ষকালব্যাপী প্রচার সংযোগ
* ২৭শে এপ্রিল শনিবার সারাদেশের গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা
* ২৯ শে এপ্রিল সোমবার বেলা ১১ টায় আইন মন্ত্রণালয়ের সামনে গণ অবস্থান
* ১ মে বুধবার শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চে শ্রমিক মহাসমাবেশ।
* ৪ মে শনিবার বিকাল ৪ টায় সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন
স্বাধীনতাবিরোধী অপশক্তি ও যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ার এই অহিংস আন্দোলনে আহবান জানাই সকলকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে ।।
গতকালের কর্মসূচীঃ-
গতকাল পালিত হল বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ।
এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য বিষয় হল-
রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ।
ছায়ানটে বর্ষবরণঃ-
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজারো কন্ঠে বর্ষবরণ।
মঙ্গলশোভা যাত্রা
নববর্ষের মহাসমাবেশ
প্রথম প্রধানমন্ত্রীকে গভীর শ্রদ্ধা গণজাগরণ মঞ্চের
সম্প্রীতি মানববন্ধন
গতকাল বিকাল ৫টায় গণজাগরণ মঞ্চের আহ্বানে সারাদেশব্যাপী তিন মিনিটের জন্য সম্প্রীতি মানববন্ধন পালন করা হয়। বিকেল ৫ টা থেকে ৫ টা ৩ মিনিট পর্যন্ত এ সম্প্রীতি মানববন্ধন চলে। নারী-পুরুষ নির্বিশেষে এ সম্প্রীতি মানববন্ধনে অংশ নেয় সারাদেশের মানুষ হাতে হাত রেখে।
আলোকের এই ঝর্ণাধারায়
আলোকের এই ঝর্ণাধারা শিরোনামে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিলো গণজাগরণ মঞ্চ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় গণজাগরণ মঞ্চকে ঘিরে সমবেত জনতা এক সঙ্গে মঙ্গল প্রদীপ জ্বেলে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ সহ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।সমবেত জনতা তখন গেয়ে ওঠেন ‘আগুনের পরশমণি’ গানটি।
উপস্থিত হাজারও জনতা এ সময় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদেশের মাটি থেকে অপশক্তির বিতাড়ন এবং তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
গণজাগরণ মঞ্চে আলোর ঝর্ণাধারা
প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর তাণ্ডব ও রক্ত চক্ষু উপেক্ষা করে আলোর মঙ্গলযাত্রায় চট্টগ্রাম
প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর তাণ্ডব ও রক্ত চক্ষু উপেক্ষা করে আলোর মঙ্গলযাত্রায় চট্টগ্রাম !
সাম্প্রদায়িকতা, মৌলবাদ, অন্ধকারের বিরুদ্ধে আলোর যাত্রার মধ্য দিয়ে বাঙালী তার আবহমান চেতনার কথা আরেকবার প্রমাণ করেছে পহেলা বৈশাখে। রাস্তায় নেমেছে চট্টগ্রামের মানুষ। গান-নাচ, হাসি-আনন্দে নতুন বছরের মঙ্গলযাত্রায় শামিল হয়েছেন চট্টগ্রামের নারী, পুরুষ, শিশু সবাই l জয় বাংলা !
প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর তাণ্ডব ও রক্ত চক্ষু উপেক্ষা করে আলোর মঙ্গলযাত্রায় চট্টগ্রাম
মৌলবাদ রোখার প্রত্যয়ে রাজশাহীর মঙ্গল শোভাযাত্রা।
বছরের প্রথম দিনে সবাই আরও একবার প্রকাশ করে তাদের আবহমান চেতনার কথা। এছাড়া শেকড়ের সন্ধানে নববর্ষকে বরণ করতে রাজশাহী মহানগরী জুড়ে চলছে উৎসবের আমেজ। বৈশাখের খরতাপ উপেক্ষা করে বর্ষবরণে মেতেছে সবাই।
সাদা আর লাল রঙের আলোকচ্ছটায় রঙিন হয়ে উঠেছে যান্ত্রিক নগরজীবন। বর্ণিল আনন্দের ঘনঘটায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী মহানগরীতে এবার উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব।
মৌলবাদ রোখার প্রত্যয়ে রাজশাহীর মঙ্গল শোভাযাত্রা
রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮
তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ ভাই নাওেয়দ,
বেশি হাসবেন না আত্মা মরে যায়....................
নববর্ষের শুভেচ্ছা, শুভনববর্ষ-১৪২০।
“রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ”
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩
নাওেয়দ বলেছেন: এই বাংলার বুকে যতদিন বেঁচে আছি, একটু হেসে নেই। উপরে গিয়ে তো আমাদের দোযখে পুড়তেই হবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৩
নাওেয়দ বলেছেন: সকাল সকাল বেশ ভালোই হাসির খোরাক দিলেন দাদা... হাহাহাহহাহা!
এখানে কিছু কমেন্টে হিন্ট আছে।
আসসালামুআলাইকুম। শান্তিতে কাটুক ১৪২০।