নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একজন মানুষ হবার প্রচেষ্টায়......................।

আজ তুমি অন্যের...........প্রীতি!

তুহিন সরকার

অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।

তুহিন সরকার › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল প্রতারণার ফাঁদে, ডিজিটাল সরকার!

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫

নির্বাচনীয় ইস্তেহারে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় দাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ২০০৮ সালের নির্বাচনে জনগনের বিশাল সমর্থন নিয়ে আওয়ামীলীগসহ অন্যান্য দল নিয়ে মহাজোট সরকার গঠন করে।

জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাঁরা মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে কিছু ক্রটি-বিচ্যুতিসহ। পরে তা “গণজাগরণ মঞ্চ” এবং দেশের মানুষের দাবির মুখে কিছু বিচ্যুতি সংশোধন করে। এখনো অনেক ক্রটি-বিচ্যুতি রয়ে গেছে তারই প্রতিফলন আর একবার দেখা গেলব্রেকিং নিউজ- মানবতাবিরোধী যুদ্ধাপরাধী কুখ্যাত রাজাকার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর ফাঁসি।-র রায়ের দিন। বিভিন্ন সামজিক-যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল যে রায়ের আগেই রায়ের কপি প্রকাশ। সরকার এখন তদন্তের ঘোষণা দিয়েছে আগে থেকে সর্তক হলে এমন কিছু হতনা। যেখানে দেশে-বিদেশে এই বিচার প্রক্রিয়াকে ভুলভাবে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। সরকারের কি টনক নড়েনা এত কিছুর পরও! যে সাকা চৌধুরী রায় নাকি অনেক আগে থেকেই নির্ধারিত ছিল, আর সেই রায়ের কপি নাকি পাওয়া গেছে আইন মন্ত্রনালয়ের একটি কম্পিউটারে আলম নামের জনৈক টাইপিস্টের নামে রাখা একটা ফোল্ডারে। কথিত সেই ফাইল তারা আপলোড করে দিয়েছেhttp://justiceconcern.org-নামের ওয়েবসাইটে।

উপরোক্ত ওয়েবসাইট থেকে ফাইলটি ডাউনলোড করলে কিছু চোখে পড়ার মত বিষয় লক্ষ্য করা যাায়।

(ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করে ওপেন করে প্রোপারটিজে গেলে নিম্নোক্ত তথ্যগুলো দেখতে পাবেন।)

* ফাইলটা তৈরি হয়েছে ২৩ মে ২০১৩ তারিখে রোজঃ- বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে।

* সর্বমোট ২৫৯২ মিনিট ধরে এই ফাইল এডিট করা হয়েছে।

* ফাইলটির শিরোনাম- International Crimes Tribunal-1 ( ICT-1)

* সর্বশেষ সম্পাদনা- ৩০ সেপ্টেম্বর/২০১৩ রোজঃ-সোমবার।

* তারপরে দেখা যাচ্ছে যে ফাইলটি সর্বশেষ সেভ করেছে যে ইউজার তার নাম ম্যাকবুক প্রো ১৩*

(অনেক ক্ষেত্রে আসল ইউজার এর বদলে পিসির জেনেরিক নাম ইউজ করা হয়।)

* ফাইলটি যিনি তৈরি করেছেন তার নাম আদি



* “অ্যারাবিয়ান হর্স” নামক কোম্পানি থেকে ফাইলটি তৈরি।

খবরে প্রকাশ যে ফাইলটি যিনি তৈরি করেছেন তার নাম আলম। তিনি একজন সরকারি অফিসের টাইপিস্ট।

মজার এবং লক্ষণীয় বিষয় হলো যে, ফাইলটি সর্বশেষ সেভ করেছে যে ইউজার তার নাম ম্যাকবুক প্রো ১৩* এবং প্রথম ফাইলটি যিনি তৈরি করে তার নাম আদি আলম নয়। সবার জ্ঞাতার্থে বলছি বাংলাদেশের সরকারী অফিসে কোন ম্যাকবুক প্রো ব্যবহার কার হয়না।

আরও বলা হচ্ছে ফাইলটি আইনমন্ত্রনালয় থেকে তৈরি করা হয়েছে। মূলত ফাইলটি “অ্যারাবিয়ান হর্স” নামক কোম্পানী থেকে,আইনমন্ত্রনলায় থেকে নয়।

খুব চমৎকার ভাবে “আদি” কে আলম এবং “অ্যারাবিয়ান হর্স” আইনমন্ত্রনালয় বলা হয়েছে।

বাংলাদেশ কৃষি প্রধান দেশ যে দেশের ৮০ ভাগ লোক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে, সেই ভেবে কি ষড়যন্ত্রকারীরা আমাদের মূর্খচাষা বানিয়ে এই খবর প্রচারে ব্যস্ত হয়ে পড়ল! ভাববার বিষয়।

প্রতিক্রিয়াঃ-

* বিচার প্রত্রিয়াকে রাজনৈতিক রং দিতেই এই ষড়যন্ত্র- প্রসিকিউশন।

* রায়কে বিতর্কিত করতেই ঘোষণার আগে অনলইনে প্রকাশ, তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে- আইন প্রতিমন্ত্রী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.