![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
খুঁজেছি তোমায় দুর অজানায়
নিশ্চুপ, নিবর রাতের প্রহরায়,
রাত শুধু রাত হয়ে যায়
ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!
ফিকে স্বপ্ন! জোস্নায় ভেসে যায়
অবাক রাত্রি, নির্বাক তারার অন্তরায়
রাত শুধু রাত হয়ে যায়
ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!
স্বপ্ন মিছে যোগ্যতার মাপকাঠির ছোঁয়ায়
রাস্তার ধারে কুঁড়ে ঘরে
ধুলোয় মাখা হাসি মুখে বেড়ে ওঠা ................সে শিশু!
স্বপ্ন দেখা.............
রাত শুধু রাত হয়ে যায়
ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!
ধুলোয় লুটানো সে স্বপ্ন
নখের আঁছড়ে ক্ষত-বিক্ষত
মুছে যাওয়া সে স্বপ্ন!
কুলষিত সমাজের বেড়াজালে বন্দি,
মেয়েটি আজ নির্ভার!
কুলষিত মিথ্যে স্বপ্নের মায়ায়
খুব বেশি কিছু চেয়েছিল কি সে?
রাত শুধু রাত হয়ে যায়
ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!
প্রতিবাদী কন্ঠস্বর আজ
চরম হতাশায় খোঁজে ব্যস্ততা
স্বপ্ন লুটায় পদপিষ্ট কারও ছোঁয়ায়
সে কোন নেতার কাঙ্গাল হৃদয়।
ভালবাসা আজ শুণ্য নিরালায়।
রাত শুধু রাত হয়ে যায়
ভালবাসা হারায় কোন এক নিরবে নিরালায়!
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৫
তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ মহিদুল ভাল থাকবেন, শুভকামনা রইল।
২| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লেগেছে কবিতাখানি
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৯
তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ খানম, ভাল থাকুন অবিরত, শুভকামনা সতত।
৩| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪
মহিদুল বেস্ট বলেছেন: ভাই! একটা ইন্স্ট্রাকশন দেন ত... সামু তে 'সেইফ'মোড হতে হলে কি করা লাগবে?
২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৫
তুহিন সরকার বলেছেন: মহিদুল সাহেব একটু ধৈর্য্য ধরে লেখা চালিয়ে যান, এত দিনেতো সেইফ ব্লগার হয়ে যাওয়া কথা! একটু বেশি বেশি মন্তব্য করুন। খুব শীঘ্রই সেইফ ব্লগার হয়ে যাবেন ইনশাল্লাহ।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭
মহিদুল বেস্ট বলেছেন: ভালবাসা আজ শুণ্য নিরালায়।'
ভাল লাগল