নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একজন মানুষ হবার প্রচেষ্টায়......................।

আজ তুমি অন্যের...........প্রীতি!

তুহিন সরকার

অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।

তুহিন সরকার › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চ-এর ঠাকুরগাঁও অভিমুখে রোড মার্চ।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৬

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চের ঠাকুরগাঁও অভিমুখে তিনদিনব্যাপি রোড মার্চ।



শাহবাগ প্রজন্ম চত্বর গণহাগরণ মঞ্চ থেকে রোডমার্চ যাত্রা শুরু করবে ১৭ জানুয়ারী/১৪ খ্রিঃ রোজঃ- শুক্রবার সকাল ৮টা।

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে ঠাকুরগাঁও অভিমুখী রোডমার্চের বিস্তারিত কর্মসূচিঃ-

১৭ জানুয়ারি/১৪খ্রিঃ রোজঃ- শুক্রবার।

* শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চে জমায়েত সকাল সাতটায়। * আটটায় রোডমার্চ শুরু। * সকাল ৯টায় ফ্যান্টাসি কিংডমের সামনে পথসভা, * ১০টায় কালিয়াকৈর, চন্দ্রা তেমাথাতে পথসভা, * ১১ টায় মির্জাপুর, পাকুল্লা-জামুর্কি স্টেশনে পথসভা, * ১২টায় টাঙ্গাইল বাইপাসে পথসভা, *সাড়ে ১২টায় এলেঙ্গা বাসস্ট্যান্ডে পথসভা, * দুপুর ২টায় সিরাজগঞ্জ, বাজার স্টেশনে জনসমাবেশ, * ৩টায় চান্দাইকোনার (রায়গঞ্জ) পাবনা বাজারে পথসভা, সাড়ে চারটায় শেরপুর বাসস্ট্যান্ডে পথসভা, * ৫টায় বগুড়া সাতমাথায় জনসমাবেশ।

প্রথম দিনের যাত্রাবিরতি।

১৮ জানুয়ারি/১৪ খ্রিঃ রোজঃ- শনিবার সকালে রোডমার্চ শুরু।

* ৯টায় গোবিন্দগঞ্জে পথসভা,

* ১০টায় পলাশবাড়ী মোড়ে পথসভা, আক্রান্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে পীরগঞ্জ ডাকবাংলো মাঠে পথসভা।

* ১২টায় মিঠাপুকুর শাপলা চত্ব¡রে পথসভা,

* ২টায় রংপুর পাবলিক লাইব্রেরীর সামনে গণজাগরণ মঞ্চে জনসমাবেশ।

* ৩টায় তাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভা, *সাড়ে তিনটায় সৈয়দপুর, জিআরপি রোডে পথসভা, চারটায় আক্রান্ত এলাকা পরিদর্শন ও পথসভা, * ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জনসমাবেশ,

* ৬টায় বীরগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভা শেষে ঠাকুরগাঁওয়ে রোডমার্চ মুলতবি ও রাত্রিযাপন।

১৯ জানুয়ারি/১৪ খ্রিঃ রোজঃ- রোববার সকাল ৮টায় গরেয়ার উদ্দেশে যাত্রা।

দুপুর পর্যন্ত গরেয়ার আক্রান্ত এলাকা পরিদর্শন, আক্রান্ত মানুষদের সঙ্গে মতবিনিময় ও সহমর্মিতা জ্ঞাপন, সাম্প্রদায়িক সন্ত্রাসরোধে ধর্মবর্ণ নির্বিশেষে স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধকরণ, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও জনসমাবেশ।

দুপুর ২টায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ।



রোডমার্চে অংশগ্রহণ করতে ইচ্ছুকদের শাহবাগে নাম তালিকাভুক্ত করতে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। তাছাড়া সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত অসাম্প্রদায়িক দেশ গঠনের সংগ্রামে দেশের সকল মানুষের প্রতি গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে।

গণজাগরণ মঞ্চ।

নিম্নোক্ত দাবিগুলো সামনে রেখে গণজাগরণ মঞ্চের রোড মার্চঃ-

১. সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে আলাদা আইন প্রণয়ন করতে হবে।

২. সাম্প্রতিক প্রতিটি নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠিকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৩. সারাদেশে আক্রান্ত পরিবারগুলোর ক্ষতি নিরূপন করে তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।




১৬ জানুয়ারী রোডমার্চ শুরু হওয়ার কথা থাকলেও পুননির্বাচনের জন্য একদিন পিছিয়ে আজকে থেকে তিনদিনব্যাপি ঠাকুরগাঁও অভিমুখে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে রোডমার্চ।

এবার ঠাকুরগাঁওয়ের উদ্দেশে গণজাগরণ মঞ্চের রোডমার্চ ।



গত ১০ জানুয়ারী/১৪ খ্রিঃ যশোর অভিমুখে রোডমার্চ,

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চ-এর রোড মার্চ।

সারা দেশে জামায়াত-শিবিরের হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।



সেক্টর কমান্ডারস ফোরামের দাবি,

সংখ্যালঘু নির্যাতন ॥ বিচার বিভাগীয় তদন্ত দাবি ॥ দ্রুত ট্রাইব্যুনালে বিচার চাই-জনকন্ঠ।

ঠাকুরগাঁওমুখী গণজাগরণের রোডমার্চ কাল শুরু।

হামলাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবী বিশিষ্টজনদের-বিডি নিউজ।

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সংখ্যালঘুদের ওপর হামলার দায় নিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

করজোড়ে ক্ষমা চাইলেন মিজানুর-প্রথম আলো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪

ইখতামিন বলেছেন:
উদ্যোগ সফল হোক।
শুভ কামনা রইলো।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬

তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ ইখতামিন সাহেব, শুভকামনা রইল।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সাম্প্রদায়িক সন্ত্রাসরোধে গণজাগরণ মঞ্চের উদ্যোগ সফল হোক... শুভেচ্ছা থাকলো... :)

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৯

তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন ভাই,
‍রাজাকার মুক্ত কাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ"
জয়বাংলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.