![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুনে গুনে একাত্তুর সিঁড়ি ভেঙ্গে
দুই জোড়া ছন্দময় পা, চিলেকোঠায়।
নাকের ডগায় বিন্দু বিন্দু জল ক্লান্তির
নয়, সহসাই চাবডোর খুলে দখিনা
দেয়াল ঘেঁষে শরীর ঠেকিয়ে হিংস্রতা
জেগে উঠে দৃষ্টিতে। আদিম মানবিকতা
ভর করে উত্তরাধুনিক শরীরে, খসে পড়ে
আলগা বসন। নরম রৌদ্রোজ্জ্বল সকাল
জানালা ফাঁক করে নগ্নতাকে ফোকাস
করে। পিরানহাট-কামড়ে অস্থির সময়
শেষ হয়। সূর্য তখন পশ্চিম আকাশে।।
৭ আশ্বিন, ১৪২২, নেত্রকোণা।
©somewhere in net ltd.