![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি মেঘ, মেঘমালা.......
১৬ আগস্ট ২০১৩, ঐশির নেশাগ্রস্থ হয়ে উচ্ছৃঙ্খল আচরনে তারই পরিকল্পনায় রোমহর্ষক ও মর্মান্তিকভাবে খুনের শিকার হন তার বাবা মা তথা পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ) পরিদর্শক মাহফুজুর রহমান (৪৮) ও তার স্ত্রী স্বপ্না রহমান (৪২)। এরপর এ ঘটনায় নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মশিউর রহমান রুবেল বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আজ সেই হত্যা মামলার রায় আর রায়ে ঐশির ফাসির আদেশ হয়েছে।কিন্তু এই খুনি ঐশির জন্ম কিন্তু একদিনে হয় নায়, সে এইরকম চরম নেশাগ্রস্থ একদিনে হয় নায়, এই রকম উদ্ধর্ত্যপূর্ণ আচরনের সাহসও তার একদিনে জন্ম নেয় নায়।
এই নাবালিকা মেয়ের নেশা করতে টাকা লাগত, অনেক টাকা। কই পাইতো সে এই টাকা? সে কি ইনকাম করতো, করতো না। তার বাবা মাই তাকে এই টাকা দিত।
এক মাত্র মেয়ে, অনেক টাকা, দিতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নাবালিকা মেয়ে এত টাকা নিয়ে কি করত, কোথায় খরচ করতো তার খোজ রাখাটা বাবামায়ের কর্তব্য ছিল।
Addicted হওয়ার সময় তারা বুঝে নায় মেয়ে drug নেয়, Addicted। যখন মেয়ে তাদের গলায় ছুড়ি চালায় তখনই তারা ব্যাপারটা বুঝতে পারে মেয়ে আডিক্টেড!!!
কিন্তু যদি ঐশির বাবা মা শুরু থেকেই মেয়ে কি করছে না করছে সে ব্যাপারে যত্নবান হতেন, তাহলে হয়ত এই ঐশির জন্ম হত না।
২| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
***মহারাজ*** বলেছেন: ঠিক বলেছেন বাবা মায়ের অনেক দোষ আছে । আরো পুলিশ বলে কথা ঘুষ খোরদের এসব দেখে সতর্ক হওয়া উচিত ।
৩| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ। দুঃখজনকভাবে হলেও মেয়েটির বাবা মা তাদের সন্তানকে উপযুক্তভাবে মানুষ করতে পারেন নি। তাঁরা যদি আরো সচেতন থাকতেন, তাহলে আজকে এই অবস্থা হতো না।
তাই আমি মেয়েটির ফাঁসিকে সমর্থন করছি না। তার জেল হোক, জরিমানা হোক। তাই বলে ফাঁসি, এটা দুঃখজনক।
৪| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
মিথুন আহমেদ বলেছেন: রাষ্ট্রপতির ক্ষমা কি পাবে ? এই দেশে ফাঁসির আসামি রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে সম্পূর্ণ নিদোর্ষ হয়ে জেল থেকে বের হয়ে আসে। ঐশীর ক্ষেত্রে কি তা হবে। দুর্ভাগ্য ঐশী, তুমি ক্ষমতাসীন দলের কেউ না।
৫| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
সাইফুল তুহিন বলেছেন: মাদকের কুফল ঐশিতে ফুটন্ত, অতএব মাদককে না বলুন.......
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
নিজাম বলেছেন: ঠিক তাই। এতো গেল ঐশির কথা। এমন লাখো ঐশি আছে এদেশে যারা মা বাবার উপর অত্যাচার করে। তাদের কী হবে?