![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পুরাতন লেখা গুলো পড়লে বিষণ্ণ বোধ করি! দীর্ঘশ্বাস হয় গল্প গুলোর জন্য! এরকম কিছু গল্পের প্লট মাথায় আসে ঠিকই, কিন্তু লিখে ফেলার স্পৃহা হয় না কেন যেন! আমি হয়তো আর লিখতে পারিনা বা লিখতে চাইনা, যাই হোক, দু ক্ষেত্রেই ব্যর্থতা শুধু আমার!
প্রিয়,
সহস্র মাইল ধরে হাঁটছি। পথের পর পথ। বৃষ্টির ফোঁটায় আড়াল তোর আমার প্রেম সুখ। তোর চিবুক গড়িয়ে পরতে থাকা বৃষ্টির জল আমায় মন্ত্রমুগ্ধ করছে! আমি তাকিয়ে আছি অপলক! তুই হঠাৎ পাশ ফিরলি, চোখে চোখে পড়ে মুখ সরাতেই বোধোদয় হল, তুই আঁটকে ফেললি মায়াজালে! ওমা সেকি! তুইও মাতাল! নাহ কোন পাপবিদ্ধ আবেগে না, তোর চোখে নিস্পাপ মাতালতা, তুই তাকিয়ে আছিস আমার চুল থেকে নিংড়ে পড়া জলবিন্দুর দিকে! জানি তুই সেই বিন্দু ধরে বৃত্ত একে পকেটে পুড়তে চাস, ঠিক যেমন আমি চাই তোর চিবুকে আমার আলতো স্পর্শ দিতে! হল না, কিছুই হল না! সদ্য প্রেমে পড়া লাজুক কৈশরিক প্রেমিক প্রেমিকার মতন আমরা গুটিয়ে নিলাম আমাদের অনুভূতি গুলোন দ্বিধার খোলসের ভেতর!
তারপর? আমার অষ্টাদশী হবার পালা! রঙিন মোড়কে মুড়ে এনেছিলি কিছু মিষ্টি ঘ্রান। তাতেই ছটফট আমি খুশিতে প্রজাপতি হয়েছিলাম! তখনও আমার জন্য অপেক্ষা করে ছিল সেই তীব্র সুখসময়ের! সাদা ডানায় রাঙ্গার কথা ছিল রঙিন প্রেম! তুই আলতো করে বুকপকেট থেকে গোলাকার সুখ নিংড়ে আনলি, বা হাতের অনামিকায় পড়িয়ে দিলি সেই সুখ, খুব মিষ্টি করে বলেছিলি- ‘তুই কি শুধু আমার হবি?’ অবাক,স্তব্ধ আমি কোনমতে বলেছিলাম ‘অবশ্যই!’ চোখের মাঝে বলেছিলাম ‘জিজ্ঞেস করতে হয় বুঝি!’ তুই বোধহয় তা ধরে ফেললি, তখনি কি আলতো করে তোর ঠোঁট গুলো দিয়ে ছুঁয়েছিলি আমার অনামিকা! মুগ্ধ আমি তাকিয়ে ছিলাম তোর দিকে! জানিস, কি ভাবছিলাম? ভাবছিলাম আমার আঠারো বছরের জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়ে দিলি তুই! তোকে আমার করে দিলি অথবা আমাকে তোর করে নিলি!
আজকাল খুব মিষ্টি একটা স্বপ্ন আসে জানিস? সময়ের উর্ধ্বে গিয়ে, ভালমী-দুষ্টুমির উর্ধ্বে গিয়ে, লজ্জা দ্বিধার খোলস ছাপিয়ে,ভালবাসাময় অদ্ভুত স্বপ্ন! কোন এক সূর্যাস্তের সময়, ক্লান্ত বিকেলকে পিছে ফেলে দুষ্টু সূর্যটা যখন ডুবে যেতে থাকবে, সমুদ্রের জলে পা ভিজিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো, দিনের ঠিক শেষ প্রহরে তোর ঠোঁট জোড়া দিয়ে দিবি অনভিজ্ঞ প্রেমাদর! অনভিজ্ঞ ছোঁয়ায় মুচকি হেসে আমার ঠোঁট বলে উঠবে ‘এভাবে নয়, এভাবে ঠিক হয়না!’ গুনে গুনে সাতটি চুমুতে মেপে ফেলবি আমার ঠোঁটের দৈর্ঘ্য! আমরা অবাক হয়ে তাকিয়ে থাকবো ডুবে যাওয়া সূর্যের দিকে, আর শিখে নেব কি করে এক প্রহরেই পুরো জীবনটা পার করে ফেলা যায়!
শেষাংশে
আমি,
তোর পাঁজরের ভেঙ্গে যাওয়া হাড়!
উৎসর্গঃ মাহীপু! যার লেখা কিছু লাইনের সাথে আমার ভালবাসা হয়েছে! মাহীপু, তুমি জানতে চাইছিলে না তোমার কবিতার লাইনে লুকিয়ে থাকা গল্পের গল্প? এই সেই গল্প।
আর সেই মানুষটা যে খুব মিষ্টি করে বলে আমি তাঁর ভেঙ্গে যাওয়া পাঁজরের হাড়! যার ভালবাসা, সুখ, কষ্ট, গ্লানি এমনকি রাগ, অভিমান, ক্ষোভ, নিষ্ঠুরতা আর সমস্ত আবেগের সাথে আমার ভালবাসা হয়েছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২০
টুকিঝা বলেছেন: মাহীপু আসলেন না এখনও!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২০
রাতুল_শাহ বলেছেন: "প্রিয় " কে লেখা কথা গুলি সুন্দর।
কথা গুলির উত্তর আসলে জানতে পারব কি?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৩৯
টুকিঝা বলেছেন: থ্যাংকস!
কি করে বলি!
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২১
স্রাবনের রাত বলেছেন: "পাঁজরের ভেঙ্গে যাওয়া হাড়" কেন ???? বুঝতে পারলাম না ।
লেখা টা সুন্দর ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪২
টুকিঝা বলেছেন: মুসলিম ধর্মানুযায়ী ছেলেদের পাঁজরের একটি হাড় কম থাকে, সেই হাড়টি দিয়ে তাঁর স্ত্রীকে সৃষ্টি করা হয়!!!!
থ্যাংকস।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩৫
ছাইরাছ হেলাল বলেছেন:
পড়লাম ,
ভালই লিখছেন ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৩
টুকিঝা বলেছেন: থ্যাংকস ভাইয়া।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪৭
অথৈ সাগর বলেছেন: টক ঝাল মিষ্টি লেখা
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৪
টুকিঝা বলেছেন: টক ঝাল মিষ্টি থ্যাংকস।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫২
জিসান শা ইকরাম বলেছেন: চমত্কার।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৫
টুকিঝা বলেছেন: থ্যাংকস আ লট!
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫২
ফারিয়া বলেছেন: কি বলব ভাবছি! :#>
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৫
টুকিঝা বলেছেন: কেন ছোট্ট মিউটার কথা হারিয়ে গেছে বুঝি???
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৮
নিভৃত নয়ন বলেছেন: ওরে বাপ্প্রে
আবেগ আবেগ
চরম
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৭
টুকিঝা বলেছেন: থ্যাংকস একটা চরম।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১১
অদৃশ্য মানবী বলেছেন: অনেক ভালো লাগলো..........
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৭
টুকিঝা বলেছেন: থ্যাংকস অনেক গুলো।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৩
কারা বন্দি বলেছেন: ওরে বাবারে................দামী লেখকের দামি লেখা।
অনেক টাই বুঝতে পারিনি.....কিন্তু কেন জানি লেখা অনেক ভালো লাগলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৮
টুকিঝা বলেছেন: ভাল লাগলেই হল! তাতেই আমি খুশি!। ভাল লাগানোর জন্য থ্যাংকস।
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪১
সরলতা বলেছেন: মিষ্টি প্রেম! তীক্ষ্ণ প্রেম!
দারুণ টুকিঝা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫৩
টুকিঝা বলেছেন: থ্যাংকস আপি।
অনেক দিন পর আপনার কমেন্ট পেলাম!
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৮
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ভালো লাগা রইল
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫৪
টুকিঝা বলেছেন: থ্যাংকস।
১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৪
ঈষাম বলেছেন: চমত্কার..
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫৪
টুকিঝা বলেছেন: থ্যাংকস।
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৭
সায়েম মুন বলেছেন: প্রেমে পড়লে পুরুষরা হয়ে যায় কল্পনাবিলাসী, মেয়েরা হয় মিষ্টিভাষী।
---আপনার লেখার সাথে এই লাইনের কোন সম্পর্ক নেই। কেন জানি মাথায় আসলো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০৫
টুকিঝা বলেছেন: এর উত্তরে কি বলা উচিৎ আমারও জানা নেই!
১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০১
শিশিরের বিন্দু বলেছেন: চমৎকার অনুভূতির মিশেল।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১৮
টুকিঝা বলেছেন: থ্যাংকস আপি।
১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০৩
ফারজুল আরেফিন বলেছেন: ঠোঁটের দৈর্ঘ্য বিশাল - এক চুমুতে হয়না শেষ, সাত চুমুতে ভাল লাগলো বেশ।
ভাল লিখেছেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২০
টুকিঝা বলেছেন: থ্যাংকস।
১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১৪
সায়েম মুন বলেছেন: আবার ভাবলাম ব্যাপারটা উল্টোও হতে পারে বা সমান সমান হতে পারে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২৩
টুকিঝা বলেছেন: হুম হতে পারে!
১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩২
রোজেল০০৭ বলেছেন: ভালো লাগা সহ ++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৬
টুকিঝা বলেছেন: অনেক ধন্যবাদ।
১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪৮
দুঃখ বিলাসি বলেছেন: ভাল লিখেছেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৯
টুকিঝা বলেছেন: থ্যাংকস।
২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০১
শায়মা বলেছেন: বাহ বাহ !!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩৩
টুকিঝা বলেছেন: আমার দুষ্টাপি! হুম হুম, থ্যাংকস থ্যাংকস।
২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৩
সাইফুলহাসানসিপাত বলেছেন: আপু তোমার অনুভুতিগুলোর কাব্যিক প্রকাশ অসাধারন হয়েছে । লিখে ফেল না একটা কাব্যিক উপন্যাস । আমি জানি একটু কষ্ট করলে তোমাকে দিয়ে হবেই হবে । মাথায় রাইখো কথাটা ।
আমি ভাবছি বিয়ের পরে প্রথমেই আমার বউরে বলব, ওই আমার হাড় চোর হাড় দে ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৮
টুকিঝা বলেছেন: অনেক গুলো ধন্যবাদ! উপন্যাস! বাপরে! সাহস হয়নি এখনও লেখার! হাত আর একটু পাকুক তারপর নাহয় চেষ্ঠা করে দেখব!
তাহলে সাবধান থাকবেন, দেখা যাবে হাড় তো ফেরত পাবেনই না উল্টো দু তিনটা হাড় হারাতেও পারেন!
২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০০
স্বর্ণমৃগ বলেছেন: দারুন! ভীষন রকম মনকাড়া আবেগী লেখা!
+++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৯
টুকিঝা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪১
কি নাম দিব বলেছেন: +++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০০
টুকিঝা বলেছেন: থ্যাংকস আপি।
২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪১
নাঈম আহমেদ আকাশ বলেছেন:
এমন লিখা কেম্নে লিখেন? পরামর্শ দিয়েন ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০১
টুকিঝা বলেছেন: কেমনে লিখি নিজে জানলে না তারপর পরামর্শ দেব!
২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৮
সুদীপ্ত কর বলেছেন: পাজরের হাড় ভাঙলে জীবন হুমকির মুখে। তাড়াতাড়ি ডাক্তার দেখাউ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৬
টুকিঝা বলেছেন: আমার তো ভাঙ্গেনি
২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪২
সালমাহ্যাপী বলেছেন: সুন্দর সুন্দর ++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৮
টুকিঝা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।
২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৯
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: তুই শব্দটা আমার ভীষন পছন্দ। লেখাটা সেই কারনেই ভীষন ছুঁয়ে গেল নাকি জানিনা।
টুকিঝার জন্য একটা তুই ভিত্তিক ইচ্ছে কবিতাঃ
নবনী!! নবনী!!
অন্ধকারে কাঁচ ভাংলে
তোর কথা মনে পড়ে।
নবনী!! নবনী!!
রাত চীড়ে ধুমকেতুর মত এয়ারমেইল বুকে নিয়ে
কালো প্লেন উড়ে গেলে
তোর কথা মনে পড়ে...
নবনী!! নবনী!!
আগুন জ্বালালি, নেভালি না।
দেখলে পানি
তোর কথা মনে পড়ে...
নবনী!! নবনী!!
তোরও কি মনে পড়ে প্রথম আঠারো?
মনে পড়ে প্রথম চ্যাট?
ই-মেইলে প্রথম স্বপ্নের রঙ্গীন এটাচমেন্ট??
নবনী!! নবনী!!
বুকের মধ্যে আরেকটা বুক,
তুলতুলে নরম...
তার স্পন্দন থামাতে চাই যত
তোর কথা মনে পড়ে,
তোর কথা মনে পড়ে,
তোর স্মৃতি আঁকড়ে জড়িয়ে ধরে...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৮
টুকিঝা বলেছেন: তুই শব্দটা আপন আপন, তাই হয়তো খুব পছন্দ!
তুইময় ইচ্ছে কবিতা অনেক সুন্দর হয়েছে। আর নবনী নামটা খুব ভাল লাগে আমার।
ভাল লাগানোর জন্য একটা ধন্যবাদ আর সুন্দর কবিতা শেয়ার কর জন্য আরও একটা ধন্যবাদ।
২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫৫
আবু সালেহ বলেছেন:
প্রিয় শব্দটার যথার্থতা খুজতে যাবোনা......
খুজতে গেলে আমায় পাবে না।
হারিয়ে যাবো তোমার মাঝে
কিবা হবে আমার তাতে....
তোমার মাঝেই খুজে পাবে এই আমাকে।
সুন্দর এই লেখার সুত্র ধরে আরেকটা চমৎকার লেখা পড়া হয়ে গেলো....
ধন্যবাদ...আপনাকে এবং মাহী ফ্লোরাকে...।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৩
টুকিঝা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৬
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: ঠিক টুকিঝায়িত লাগলো না লেখাটা। তবে পড়ে আরাম পেয়েছি +++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৪
টুকিঝা বলেছেন: টুকিঝায়িত লেখা মানে কি এই এত গুলোন কষ্ট, কেঁদে কেঁদে নাক চোখ ফুলিয়ে ফেলা টাইপ কিছু??? অবশ্য টুকিঝা নিজেও জানে না টুকিঝায়িত লেখা কেমন!
থ্যাংকস।
৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪১
নিপাট গর্দভ বলেছেন: টাইটেল পইড়াই পেটে বেথা লাগলো
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
টুকিঝা বলেছেন:
৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১৮
হাসান মাহবুব বলেছেন: বড়ই রোমান্টিক লেখা
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৮
টুকিঝা বলেছেন: :#> কষ্ট কষ্ট লিখে আমি ক্লান্ত ভাইয়া!
৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
নষ্টছেলে বলেছেন: ভালোয় লিখেন আপনি....
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৯
নাজনীন১ বলেছেন: সুখী সুখী লেখা!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৩
টুকিঝা বলেছেন: ভাল লাগেনা সুখী সুখী লেখা আপু? সাবালিকাকে বেশী পছন্দ তাই না?
৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৭
অচিন রুপকথা বলেছেন: মোহনীয় অনুভূতির বহিঃপ্রকাশ.....অসাধারন লাগলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫১
টুকিঝা বলেছেন: ধন্যবাদ অচিন রুপকথা
৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৪
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: শুধু মাত্র ঋণাত্মক আবেগের বহিঃপ্রকাশ কেন হবে? চরম সুখের মুহূর্তগুলোও কিন্তু আরো আবেগান্মিত করে লেখা যায়। টুকিঝা'র অথবা লেখনির স্বাভাবিক ছন্দপতন হয়েছে বলে মনে হল। টুকিঝায়িত লেখাগুলোতে অন্য জগতের একটা আবেশ থাকে, হারিয়ে যাওয়া যায়। পাঠক না চাইলেও ভাবতে থাকে। কিন্তু এই লেখাটায় ওই ব্যাপারটা ঠিক খুঁজে পেলাম না। সেজন্যেই পূর্ববর্তী মন্তব্য।
*সম্পূর্ণ ব্যাক্তিগত মতামত। পাঠককুল প্রভাবিত হবেন না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৯
টুকিঝা বলেছেন: কারন ঋণাত্মক আবেগ ভয়ংকর ভাবে কাজ করে! যখন কষ্ট হয় তখন চোখের পানি ঝরাতে ঝরাতে লিখতে হয়, টুকিঝা টুকিঝার বাইরে অন্য জগতে গিয়ে লিখে ফেলে! কিন্তু যখন সুখে থাকা হয় তখন টুকিঝার আবেগের বাইরে কিন্তু যাওয়া হয়না! তাই লেখাটাতেও হয়তো এক্সট্রিম পর্যায়ের আবেগ থাকে না! আর এক্সট্রিম আবেগ থেকে যত দূরে থাকা যায় ততই ভাল, এতে কষ্টই বাড়ে শুধু!
আর হুম, আরও একটা ব্যাপার, এই লেখাটা যদি ১৮ বছর বয়সের টুকিঝা লিখত তাহলে হয়তো আবেগ থাকতো সেরকমই, অন্য জগতের! কিন্তু যত দিন যায়, ভালবাসা ভয়ংকর ভাবে বাড়তে থাকে ঠিকই কিন্তু ভালবাসার প্রকাশটা সেই ১৮ বছরের বালিকার মত ভয়ংকর তীব্র থাকে না কিন্তু! আরও যদি হয় সুখময়! বড় হয়ে গেছি, লেখাগুলোও একদিন বড় হয়ে যাবে আমার।
সুন্দর বিশ্লেষণের জন্য ধন্যবাদ।
৩৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৭
সৈয়দ নাসের বলেছেন: কবিতার মতো কথামালা । পড়তে পড়তে ভালো লাগা কুড়ালাম ।
ভালো থাকুন , অনেক শুভেচ্ছা
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০২
টুকিঝা বলেছেন: জেনে খুশি হলাম। ধন্যবাদ।
৩৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০১
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: ধুর, এভাবে হয় নাকি! চরম সুখময় আবেগের বহিঃপ্রকাশ বরঞ্চ আরো বেশি মাত্রায় তীব্র হওয়া উচিৎ। টুকিঝা কি সুখের অন্বেষণ করে না? তবে সুখানুভুতি যখন এসে ধরা দেয় তখন কেন সেটা তীব্র হবে না? বাস্তবতা আমাদের কঠিন হতে বাধ্য করে, তাই বলে ভাগ্য বিধাতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রান খুলে হাসতে ক্ষতি কি? নশ্বর দেহ যতই বাড়ুক, কবি মন বরাবরই প্রান রসে টইটুম্বুর তারুন্য। ওটাতে বার্ধক্যের মরিচা পরতে দেবেন না। ভয়ংকর সুন্দর মুহূর্তে পরিপূর্ণ হোক টুকিঝা। আবেগের চরমতম বহিঃপ্রকাশ ঘটুক লেখনীতে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৩
টুকিঝা বলেছেন: টুকিঝার সমস্ত গল্প, কবিতা লেখা তীব্র কষ্টের মধ্যে অথবা স্বাভাবিক সময়ে। যখন টুকিঝা ভয়ংকর সুখে থাকে তখন লেখা লিখির কথা বিশেষ মনে থাকে না, সুখে এত মগ্ন থাকে যে লেখালেখির সময় হয়ে ওঠে না! এখন কষ্টে থেকে যে সুখময় লেখা হবে সেটা কি করে অত তীব্র সুখ অনুভূতি দিতে পারবে! এরপর নাহয় কোন সুখের সময়ে টুকিঝা সুখময় কিছু লেখার চেষ্ঠা করে দেখবে!
ভয়ংকর সুন্দর মুহূর্তে পরিপূর্ণ হোক টুকিঝা। আবেগের চরমতম বহিঃপ্রকাশ ঘটুক লেখনীতে।
হোক। ঘটুক।
ধন্যবাদ।
৩৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৪
মিরাজ is বলেছেন: সুন্দর!!
ভালো লাগা রইলো।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৪
টুকিঝা বলেছেন: ধন্যবাদ গল্পভাইয়া।
৩৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৪
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: যখন টুকিঝা ভয়ংকর সুখে থাকে তখন লেখা লিখির কথা বিশেষ মনে থাকে না, সুখে এত মগ্ন থাকে যে লেখালেখির সময় হয়ে ওঠে না!
মিলে গেলো। ঠিক না ঠিক না। তবু হয়ে ওঠে না।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৬
টুকিঝা বলেছেন:
৪০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৯
রু আদে বলেছেন: পরে পড়বো। এখন জ্বর।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১৬
টুকিঝা বলেছেন: ওকে।
গেট ওয়েল সুন।
৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৩
রিয়েল ডেমোন বলেছেন: হাড় কি একেবারেই ভেঙে গেলো!
উৎসর্গটা সুন্দর। প্রিয় মাহী আপু।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২০
টুকিঝা বলেছেন: হুম, গেল তো।
লেখাটা বুঝি সুন্দর না।
প্রিয় মাহীপু সাথে আমার প্রিয়। :#>
৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৭
মাহী ফ্লোরা বলেছেন: আমি ভেবেছিলাম ঠিক একটা গল্পের মত হবে লেখাটা!
একটা চিঠি! আবেগ! আহ!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৪
টুকিঝা বলেছেন: একটা চিঠির মাঝেই কি একটা গল্প লুকিয়ে থাকে না আপি??? থাকে তো, গল্পটাই চিঠির মত করে লেখা!
৪৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৮
নাহিন আজিম বলেছেন: আমি তোর পাঁজরের ভেঙ্গে যাওয়া হাড়!
নামটা অসাধারন হয়েছে ! এরচাইতে ভাল বোধহয় আর হতে পারতো না !
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২৮
টুকিঝা বলেছেন: এর থেকে সুন্দর নাম আমার মাথাতেও আসেনি! মাথায় শুধু এই লাইনটাই ছিল, মাথার ভেতর পাক খাচ্ছিল! লেখার পর মুক্তি মিলেছে লাইনটার থেকে!
ধন্যবাদ।
৪৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৬
আরজু পনি বলেছেন:
‘তুই কি শুধু আমার হবি?’ বা
...তুমি আমার সাথে থাকবা না?!
দুটোর কোনটারই উত্তর দেয়ার দরকার হয় না শুধু হৃদয় দিয়ে অনুভব করে নিতে হয়!
পড়তে পড়তে আচ্ছনতা আমায় গ্রাস করে নিচ্ছিল! অসম্ভব সুন্দর প্রকাশ!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৫
টুকিঝা বলেছেন: দরকার হয় যখনও পুরোপুরি ভাবে জানা হয়না আদৌ সে আমার কি না!
অনেক ধন্যবাদ।
৪৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৮
আরজু পনি বলেছেন:
৩ এর জবাবে যা বললেন, সেটা কোরআনের কোন সুরার কত নম্বর আয়াত, বা কোন হাদীস শরীফের কত নম্বর হাদীস যদি দিতেন তবে জেনে রাখতাম।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩১
টুকিঝা বলেছেন: আমি তো জানি না, যে বলে তাঁকে জিজ্ঞেস করে দেখতে হবে। এত ভাবে চিন্তা করে তো জিজ্ঞেস করা যায় না 'কই আছে লেখা বল'। আমাকে তাঁর অংশ ভেবে যদি সে সুখী হয় তবে তাতে আমারও সুখ। আদৌ লেখা আছে কি না বা সত্য না মিথ্যা সেসবে আমার আগ্রহ নেই। :#>
আমি জানলে অবশ্যই আপনাকে জানিয়ে দেব।
৪৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৫
জোবায়ের নিয়ন বলেছেন: ভাল লাগলো আপনার এই আবেগী লেখা।
তবে এই আবেগ গুলো হতচ্ছাড়া।বড্ড জ্বালিয়ে মারে সবাইকে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৬
টুকিঝা বলেছেন: অনেক ধন্যবাদ।
হুম, সত্যিই তাই, জানি! যত কষ্ট সব ঐ হতচ্ছাড়া আবেগের জন্যেই!
৪৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪১
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
টুকি টুকি টুকি
বুঝি নাই
এত কঠিন করে লেখা
মাথার উপর দিয়া গেছে....
০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৮
টুকিঝা বলেছেন: কঠিন! ঠিকাছে যাক, পরের গুলো সহজ হলে পড়বেন।
৪৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৩
৭১৫০ বলেছেন: ভালো লাগলো
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৮
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৪৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৭
রু আদে বলেছেন: মিষ্টি লেখা। চমৎকার।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২২
টুকিঝা বলেছেন: মিষ্টি মন্তব্যের জন্য মিষ্টি ধন্যবাদ।
৫০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩
~মাইনাচ~ বলেছেন: বাপরে কবি সাহিত্যিকরা কি কি করে, কিসের ভিতর থেকে কি সব বের করে নিয়ে সেটাকে আবার মুক্তামানিক দিয়ে সাজায়। মাথায় আসেনা সেসব চিন্তাভাবনা। ধুর মাথায় সব গোবর আমার
চমৎকার
০৭ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪৬
টুকিঝা বলেছেন: হাহাহা! তাই নাকি??? পড়ে মজা পেলাম!!
ধন্যবাদ অনেক গুলো।
৫১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৫
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪১
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৫২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩০
সিদ্দিক আহমেদ বলেছেন: নাহ কোন পাপবিদ্ধ আবেগে না, তোর চোখে নিস্পাপ মাতালতা
আহা কি সুন্দর কথা ।
ভালবাসা কি জানানেই । জানতে চাইও না । সারা জীবন এত্ত মানুষের ভালবাসা পেয়েছি যে তাদের ভালবাসার ঋণ শোধ করতে পারবো কি না জানি না ।
আল্লা যেন এমন ভাবেই আমাকে ভালবাসার চাদরে মুড়ে রাখেন
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৫৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৯
সিদ্দিক আহমেদ বলেছেন: কেমন আছেন আপনি ?
১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০৬
টুকিঝা বলেছেন: ভাল।
৫৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
অন্তরন্তর বলেছেন: সাবালিকার পর প্রিয়কে লিখা চিঠি খুব সুন্দর হয়েছে। যদিও সাবালিকার বিদায় নেয়া মানতে পারিনি। অনেক ভাল লিখেন আপনি। আগে পরতাম কিন্তু মন্তব্য করার সুযোগ ছিল না। ভাল থাকবেন অনেক অনেক।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৫
টুকিঝা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অনেক গুলো।
শব্দ বালকের ভালবাসা যখন হারিয়ে যায় শূন্যের মাঝে, সাবালিকাদেরও তখন হারাতেই হয়, না চাইলেও!
দোয়া রাখবেন, সবসময় যাতে এভাবেই লিখে যেতে পারি, ব্লগের ক্যাচালে যাতে টুপ করে হারিয়ে না যাই।
ভাল থাকবেন, শুভকামনা।
৫৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৪
অণুজীব বলেছেন: তাইতো বলি আমার একটা হাড় গেলো কই
১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৫
টুকিঝা বলেছেন: হাহাহা, আপনার উনির কাছে।
৫৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৮
পাপতাড়ুয়া বলেছেন: নাহ কোন পাপবিদ্ধ আবেগে না
এই শব্দগুলো ছাড়া বাকীটা চমৎকার লাগলো।
হাড় নিয়ে মিথের চেয়ে স্বাভাবিকার্থটাই বেশী ভালো লাগছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৪
টুকিঝা বলেছেন:
ধন্যবাদ খারাপ লাগাটুকুনও জানানোর জন্য।
স্বাভাবিক অর্থে আমি নিজেও বলি!
৫৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৮
টুকিঝা বলেছেন: কথা নেই, শব্দ নেই, ভাষা নেই!
অক্ষর গুলো বড্ড অচেনা, ঝাপসা হয়ে আসে চোখের সামনেই!
সুন্দর করে কথা বলার, মন্তব্য করার ক্ষমতা মনে হয় নেই আর!
৫৫টা মন্তব্যের কোথাও আমি নেই! নেই!
২৮ শে এপ্রিল, ২০১২ রাত ২:৪৫
টুকিঝা বলেছেন: লক্ষ্মী টুকিঝা! তুই ছিলি তো! আর না থাকলেই বা ক্ষতি কি!
৫৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৯
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন:
হারতে আমি চাইনি কভু বুঝে নিও,
তবুও আমায় আগের মতই হারিয়ে দিও
দারুন লাগলো....... সাথে কমেন্টস গুলো ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩০
টুকিঝা বলেছেন: ধন্যবাদ!
৫৫টা মন্তব্যের কোথাও আমি নেই! নেই! ছিলাম না!
৫৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৭
শামছুল আরেফিন বলেছেন: চোখে চোখে পড়ে মুখ সরাতেই বোধোদয় হল, তুই আঁটকে ফেললি মায়াজালে!
চমৎকার লেখা।
০৬ ই মে, ২০১২ রাত ২:৫৪
টুকিঝা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!!!
আমি ভুলেই গিয়েছিলাম এই পোস্টের কথা! কমেন্ট রিভিউ এর কথা! খুব দুঃখি দেরীতে রিপ্লাই দেবার জন্য।
ভাল থাকবেন।
৬০| ০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ৩:২১
জলমেঘ বলেছেন: কথাগুলো দুরন্ত, তারপরও অনুভুতিগুলোর আবেদন কমেনি। ভালো লাগা এবং ভালো লাগা
০৬ ই মে, ২০১২ রাত ২:৫৫
টুকিঝা বলেছেন: আমি দুরন্ত বালিকা কিনা,তাই!
আপনাকে ধন্যবাদ জলমেঘ! এবং আন্তরিক ভাবে দুঃখিত!
ভাল থাকবেন!
৬১| ০৫ ই মে, ২০১২ রাত ১১:৩৪
শহিদুল ইসলাম বলেছেন: এইটা তো প্রিয়তে নিতেই হবে
অনেক অনেক অনেক ভালো লাগল আপু
এমন লেখা আরো চাই ।
০৬ ই মে, ২০১২ রাত ২:৫৬
টুকিঝা বলেছেন: হাহাহা! কেন ঠিক করে এসেছিলেন নাকি যে কোনটাই প্রিয়তে নেবেন না???
এরপর তো লিখলাম কত কত! ওগুলো লেখা না নাকি?
অনেক থ্যাংকস। ভাল থাকবেন!
৬২| ০৬ ই মে, ২০১২ বিকাল ৫:৫০
শহিদুল ইসলাম বলেছেন: হা হা
আপু কি রাগ করলেন নাকি ?
আপনে চাইলে সবই প্রিয়তে নিয়া নিব
কিন্ত আসলে সব তো আর প্রিয়তে নেয়া সম্ভব না , তাই বললাম অই কথা ।
রাগ কইরেন না আপু ।
০৬ ই মে, ২০১২ রাত ৯:০৪
টুকিঝা বলেছেন: হাহাহা! কি অদ্ভুত কথা! রাগ করবো কেন! আমার লেখা কারও প্রিয়তে না গেলেও আমার কিচ্ছু যাবে আসবে না! প্রিয় অপ্রিয় নিয়ে মাথা ঘামাই না আর, প্রথম প্রথম ফিলিংস হত, এখন আর হয়না!
আর একজন মানুষের সব লেখা তো ভাল লেগে প্রিয়তে যাবার মত হয়না! আর আমি কেন কাউকে বলব আমার লেখা প্রিয়তে নিতে!
যাক, আমি রাগ করিনি ভাইয়া।
ভাল থাকবেন।
৬৩| ০৫ ই জুন, ২০১২ রাত ১১:২৩
চতুষ্কোণ বলেছেন: এই লেখাটা অনেকদিন ধরেই পড়ব ভাবছিলাম। হয়ে উঠছিল না। আজ পড়লাম।
অসাধারণ সুন্দর একটা লেখা!
০৭ ই জুন, ২০১২ দুপুর ২:৫৯
টুকিঝা বলেছেন: এত্তদিন পরেও কেউ এটা পড়তে আসতে পারে ভাবিনি!
আপনাকে অনেক ধন্যবাদ।
৬৪| ০৭ ই জুন, ২০১২ বিকাল ৩:১৩
ইয়াশফিশামসইকবাল বলেছেন: আমিও আজকেই পরলাম আপনার লেখাটা, আপনার সাথে জরুরি কথা আছে, ঢাকায় এসে আলাপ করব, ইমেইল [email protected]
০৭ ই জুন, ২০১২ বিকাল ৩:১৮
টুকিঝা বলেছেন: স্যরি? কিন্তু আমি আপনাকে চিনি না, এবং অচেনা কারও সাথে আমি কোন ধরনের আলাপে আগ্রহী না।
পড়ার জন্য ধন্যবাদ।
৬৫| ০৭ ই জুন, ২০১২ বিকাল ৩:৪৩
ইন্সিত বলেছেন: চ্রম হইছে...
১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৮
টুকিঝা বলেছেন: ধন্যবাদ ইপ্সিত।
৬৬| ১১ ই জুন, ২০১২ রাত ১:০৬
যাযাব৮৪ বলেছেন: ভালই লিখছেন ।
১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩২
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৬৭| ১১ ই জুন, ২০১২ রাত ৯:০০
মুদ্দাকির বলেছেন: আমার জন্য কঠিন , কিন্তু ভালো +++
১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৪
টুকিঝা বলেছেন: কঠিন কিছুই হয়তো ভাল।
৬৮| ১৩ ই জুন, ২০১২ রাত ১২:২৬
আশিকুর রহমান টিংকু বলেছেন: কার পাঁজরের হার কে হয়/ কার পাঁজরের হার কে ভাঙ্গে রে
১৩ ই জুন, ২০১২ রাত ১২:৩১
টুকিঝা বলেছেন: যার পাঁজরের হার যে, তাকে জিজ্ঞেস কর!
৬৯| ২৮ শে জুন, ২০১২ রাত ১০:৪৯
ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন: গল্প কাব্যের মত হয়ে গেছে,কিছু বলার ছিল,তবে বলব না।বললে স্বকীয়তা নষ্ট হবে।
ভাল লিখেছেন।শুভকামন।++++++++++++
২৯ শে জুন, ২০১২ সকাল ১০:৫৮
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৭০| ২৯ শে জুন, ২০১২ রাত ৯:৪৭
শিপন মোল্লা বলেছেন: চোখে চোখে পড়ে মুখ সরাতেই বোধোদয় হল, তুই আঁটকে ফেললি মায়াজালে!
৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:১৩
টুকিঝা বলেছেন: সে আঁটকে ফেলল মায়াজালে!
৭১| ২৯ শে জুন, ২০১২ রাত ১০:০৯
ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন:
বিয়ের আগে বউয়ের DNA analysis করতে হবে, কার পাজরের হাড় চুরি করে নিয়ে এসেছে, কে জানে ? No ফাকিবাজি....
৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:২৫
টুকিঝা বলেছেন: হাহাহা! হুম! এরকম হলে আর কেউ ভুল মানুষকে বিয়ে করবে না হয়তো! নো ফাঁকিবাজি।
৭২| ২৯ শে জুন, ২০১২ রাত ১০:০৯
শিপন মোল্লা বলেছেন: দিনের ঠিক শেষ প্রহরে তোর ঠোঁট জোড়া দিয়ে দিবি অনভিজ্ঞ প্রেমাদর! অনভিজ্ঞ ছোঁয়ায় মুচকি হেসে আমার ঠোঁট বলে উঠবে ‘এভাবে নয়, এভাবে ঠিক হয়না!’ গুনে গুনে সাতটি চুমুতে মেপে ফেলবি আমার ঠোঁটের দৈর্ঘ্য!
৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:২৮
টুকিঝা বলেছেন: সে মেপে ফেলবে!
৭৩| ২৯ শে জুন, ২০১২ রাত ১০:২৬
দৃ:খবাদী স্বপ্নবাজ বলেছেন: ছেলেদের পাজরের হাড় একটা কম থাকে। কারণ ওটা দিয়ে তার স্ত্রীকে বানানো হয়েছে। আমার দাদা তিনটা বিয়ে করেছিল। দাদার জন্য দু:খ হয়। বেচারাকে একটা না তিনতিনটা হাড় দিতে হয়েছিল।
৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:২৯
টুকিঝা বলেছেন: অথবা একটা হাড়ও ভেঙ্গে ভেঙ্গে দিয়েছিলেন হয়তো।
৭৪| ৩১ শে জুলাই, ২০১২ রাত ২:৩১
শ্রাবণ জল বলেছেন: চোখের মাঝে বলেছিলাম ‘জিজ্ঞেস করতে হয় বুঝি!
অনেক সুন্দর লেখা।
৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৩০
টুকিঝা বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল।
৭৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০১
তাসজিদ বলেছেন: আমরা অবাক হয়ে তাকিয়ে থাকবো ডুবে যাওয়া সূর্যের দিকে, আর শিখে নেব কি করে এক প্রহরেই পুরো জীবনটা পার করে ফেলা যায়!
শুধু ভালবাসা দিয়েই জীবন টা কি কাটানো যায়?
সুন্দর হোক আপনার প্রতিটি পথচলা
১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:০১
টুকিঝা বলেছেন: আপাতদৃষ্টিতে যায় না হয়তো, কিন্তু চাইলেই যাওয়ানো যেতে পারে!
অনেক ধন্যবাদ তাসজিদ।
৭৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: অদ্ভুত সুন্দর!
ভালো লাগা জানিয়ে গেলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
টুকিঝা বলেছেন: ধন্যবাদ।
৭৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
মুনসী১৬১২ বলেছেন: এটা আগে পড়িনি...........হয়তো হ্যাঁ বা না
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
টুকিঝা বলেছেন: হয়তো হ্যাঁ বা না!
৭৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
মহামহোপাধ্যায় বলেছেন: কোন মন্তব্যই উপযুক্ত নয় এই পোস্টের জন্য। শুধু এটুকু বলি অনেক ভালো লাগা নিয়ে গেলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
টুকিঝা বলেছেন: অনেক খানি সঞ্চার করেও গেলেন আমার ব্লগে। ধন্যবাদ।
৭৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১০
ফারিয়া বলেছেন: বাহ আপুনি, আমি কিন্তু অভিভুত!
কেমন আছো? অনেকদিন কোন দেখা নেই!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩
টুকিঝা বলেছেন: ভাল আছি রে পিচ্চি!
৮০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
রাফা বলেছেন: ভাঙ্গা পাজরের হাড়ের অনুভুতির জন্য ,ধন্যবাদ।
ফিরে আসায় ,সুস্বাগতম টুকিঝা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩
টুকিঝা বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০৬
টুকিঝা বলেছেন: Click This Link
মাহীপুর এই সেই কবিতা যার মুগ্ধতায় এরকম কিছু লেখার সাহস পেলাম। লিখতে পেরে আমি আনন্দিত।