নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুনটুনি সুখি

আমি খুব খুব সাধারন একটি মেয়ে।

টুনটুনি সুখি › বিস্তারিত পোস্টঃ

চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে কে আইসা দারাইসে গো আমার দুয়ারে- হুমায়ন আহামেদ।

২১ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৯

চাঁদনী পসরে কে

আমারে স্মরণ করে

কে আইসা দাড়াইসে গো

আমার দুয়ারে

তাহারে চিনিনা আমি

সে আমারে চিনে



বাহিরে চাঁন্দের আলো ঘর অন্ধকার

খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার

তবু কেন সে আমার ঘরে আসেনা

সে আমারে চিনে

কিন্তু আমি চিনিনা



সে আমারে থরে থরে ইশারায় কয়

এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়

ঘর ছাড়িয়া বাহির হও

ধরো আমার হাত

তোমার জন্য আনছি গো আইজ চাঁন্দেরও দাওয়াত

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:১২

একাকি উনমন বলেছেন: প্রথম ভালোলাগা দিলাম

২| ২৬ শে জুলাই, ২০১২ দুপুর ২:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে? কেমন আছেন? নতুন নতুন লেখা পোষ্ট করেন। সেফ না হলেও দেখবেন অনেকে আপনার ব্লগে আসবে।

আপনি এখনও ভিডিও লিংক দিতে শিখলেন না, :)



যদি কোন ভিডিও পোষ্ট করতে চান, (ঐ যে আমি যেভাবে দিয়েছিলাম) তাহলে উপরের ছবিতে দেখুন, লাল বৃত্ত চিহ্নিত যে আইকনটি রয়েছে, তাতে ক্লিক করুন। তখন নিচের ছবির মত একটি ডায়লগ বক্স আসবে।


এখন এই বক্সে আপনার ভিডিও লিংকটি কপি করে পেষ্ট করে দিন। তারপর ইনর্সাট বাটনে ক্লিক করুন। ব্যাস হয়ে যাবে আপনার ভিডিও লিংক সংযুক্তিকরন।

যেমন, আপনি যে ভিডিওটি শেয়ার করেছেন, তা হলো


২৭ শে জুলাই, ২০১২ ভোর ৪:১১

টুনটুনি সুখি বলেছেন: কাল্পনিক_ ভাই আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ দিমু না হি হি। যানেন প্রতিদিন ব্লগে এসেই দেখি আপনি আমার ব্লগে আসছেন কিনা যদি আসছেন আমার খুব ভাল লাগে আমিও যাই আপনার ব্লগে আপনার লিখা পরি কিন্ত কিছু বলতে পারিনা তো। আপনি খুব সুন্দর লিখেন ও আপনার ব্লগিংও খুব গুছিয়ে যেমন করে আমি চুল বাদি আলতা দেই হাতে মেহিদি পরি হি হি। কিছু মনে করবেন না হুদাই পেচাল পারলাম। হা এখন আমি মনে হয় পারবো। ভাল থাকবেন।

৩| ২৬ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সে আমারে থরে থরে ইশারায় কয়
এই চাঁদের রাইতে তোমার হইছে গো সময়
ঘর ছাড়িয়া বাহির হও
ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চাঁন্দেরও দাওয়াত



অসাধারন লাইন।

২৭ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৪২

টুনটুনি সুখি বলেছেন: হি হি কাল্পনিক_ভাই আমি পারছি। আমার ভাল লাগতেছে খুব। আপনি অনেক ভাল।

৪| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা। মজার কমেন্ট। :P =p~ =p~

২৮ শে জুলাই, ২০১২ ভোর ৬:০২

টুনটুনি সুখি বলেছেন: হিম্মম্মম্মম্মম্মম্ম

৫| ১২ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: গান টা শুনে অনেক কষ্ট লাগে :(

৬| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১১

টুনটুনি সুখি বলেছেন: আমারও কষ্ট লাগে স্বর্ণা আপু :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.