নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদিও সেনপাই তবে জানি না কিছুই

সেনপাই

সেনপাই › বিস্তারিত পোস্টঃ

আজকের পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ও একটি বানরের গল্প

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

আজকের পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সাথে এ গল্পটি পুরোপুরি মিলে যায়ঃ



এক গ্রামের পাশে জঙ্গলে ঝাঁকে ঝাঁকে বানর বাস করতো। বানরের দল মাঝে মধ্যে গ্রামে এসে হানা দিত।



গ্রামের লোকজন বানরের উপদ্রবে অতিষ্ট। সেখানে হঠাৎ এক লোকের আবির্ভাব ঘটলো।



এসেই সেই লোক গ্রামবাসীকেএনাউন্স করলো যে-'এক একটা বানর সে ১০ টাকায় কিনে নিবে'।



গ্রামবাসী মহাখুশী হয়ে জঙ্গলে গিয়ে বানর ধরা শুরু করলো।



অল্প সময়ের মধ্যেই লোকটি ১০০০ বানর গ্রামবাসীর কাছ থেকে কিনে নিলো।



ফারদার লোকটি এনাউন্স করলো সে '২০ টাকায় প্রতিটি বানর কিনে নিবে'।



গ্রামের মানুষ নতুন উদ্যমে আবার জঙ্গলে বানর ধরার কাজে নামলো।



দ্বিগুন দামে এবার বানর বিক্রি করে সবাই খুশী মনে ঘরে ফিরলো।



আবার লোকটি অফার রেট দিলো ২৫ টাকা, জঙ্গলে তখন বানরের সংখা একবারে কমে গেল।



এবং গ্রামবাসী যে কয়েকটা বানর চারিদিকে খুঁজে পেল সেগুলো ধরে বিক্রি করলো।



বানর কেনা লোকটি তখন এনাউন্স করলো তার আরো বানর দরকার এবং সে "প্রতিটার জন্য দিবে ৫০ টাকা"।



জরুরী ব্যাবসার কাজে সে শহরে যাচ্ছে, তার এসিস্ট্যান্ট বানর কেনার কাজ কনটিনিউ করবে।



আগন্তক লোকটি শহরে চলে যাবার পর তার এসিস্ট্যান্ট গ্রামবাসীকে বললো:



"দেখো, এতো বড় খাচাঁয় কতো গুলি বানর শহুরে লোকটি কিনেছে।



সে না জানে মতো, তোমরা আমার কাছ থেকে ৩৫ টাকা করে বানর গুলি কিনে নাও।



লোকটি শহর থেকে ফিরে আসলে তোমরা এক একটা বানর ৫০ টাকা করে বিক্রি করতে পারবে।"



প্রস্তাবটা গ্রামবাসী লুফে নিল, এবং সঞ্চিত টাকাপয়সা যা ছিল তা দিয়ে বানর কিনলো।



এরপর রাতের অন্ধকারে এসিস্ট্যান্ট পালিয়ে গেলো।



আর কখনো সেই আগন্তক লোকটি শহর থেকে ফিরে এলোনা, গ্রামের লোকজন এসিস্ট্যান্টকেও আর খুঁজে পেলনা।



চারিদিকে শুধু বানর আর বানর ছড়িয়ে রইলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.