নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদিও সেনপাই তবে জানি না কিছুই

সেনপাই

সেনপাই › বিস্তারিত পোস্টঃ

ফ্রী নেট এবং নেট নিঊট্রালিটিঃ ফ্রী নেটের অশুভ দিক

০৯ ই মে, ২০১৫ রাত ১১:৩৮

ইন্ডিয়াতে বেশ কিছু দিন ধরে নেট নিঊট্রালিটি নিয়ে অনেক কথা হচ্ছে। নেট নিঊট্রালিটি হচ্ছে এমন অবস্থা যেখানে আপনি যে কোন সাইট যে কোন সময় সমভাবে access করতে পারবেন। নেট নিউট্রালিটি না থাকলে কেমন হবে? উদাহরণ স্বরূপ আপনি ১ গিগার নেট নিলেন যার স্পীড ১ এমবিপিএস। যদি নেট নিউট্রালিটি না থাকে তবে আপনি ফেসবুক ব্যবহার করতে হলে এক্সট্রা ফি দিতে হবে। আবার যেমন ebay তে বেশি স্পীড পাবেন আর bikroy.com এ কম স্পীড পাবেন। নেট নিউট্রালিটি না থাকলে সবচেয়ে বেশি লাভ আইএসপি-দের। কারন অনেক সাইট তাদের সাইট access করতে বেশি সুবিধা দেয়ার জন্য আইএসপি-দের টাকা দিবে। আর যারা টাকা দিতে পারবে না তাদের সাইটে ব্যবহারকারীরা কম স্পীড পাবে বা কম সুবিধা পাবে। অন্য দিকে নেট ব্যবহারকারীদের অনেক বেশি টাকা দিতে হবে। যেমন প্রথমে আপনি ১০০ টাকা দিয়ে ১ গিগা প্যাকেজ কিনবেন। তারপর ফেসবুক ব্যবহার করার জন্য আরও ১০ টাকা দিবে। ইউটিউব এ ভিডিও দেখতে হবে আরও ১০ টাকা। উইকি ব্যবহার করতে হলে আরও ১০। যে সাইট গুলো টাকা দেয় নাই তাদের সাইটে স্পীড পাবেন ১২৮কেবিপিএস আর যে সাইট গুলো দিয়েছে তাদের সাইটে স্পীড পাবেন ১এমবিপিএস।

আপনি এতটুকু পড়ে মনে হচ্ছে এটা কি সম্ভব? কিন্তু ইন্ডিয়াতে এটা করার জন্য মোবাইল কোম্পানীগুলো সরকারকে চাপ দিচ্ছে। এখন আসি আসল কথায়ঃ internet.org. ফেসবুক এর এই সেবায় আপনি ফেসবুক এবং কিছু সাইট ফ্রীতে ব্যবহার করতে পারবেন। যারা ফেসবুক এর এই internet.org সেবায় অন্তভুক্ত হয়েছে তাদেরটা আপনি ফ্রীতে ব্যবহার করতে পারবেন। কিন্তু ছোট কোম্পানীগুলো এই সেবায় অর্ন্তভূক্ত হওয়ার মত টাকা দিতে না পারায় তাদেরটা আপনাকে টাকা দিয়ে নেট কিনে ব্যবহার করতে হবে। এতে করে নেট নিঊট্রালিটি এক প্রকারে নষ্ট হচ্ছে। উদাহরণ হিসাবে, আমাজন internet.org কে টাকা দিতে পেরেছে কিন্তু আলিবাবা দিতে পারেনি। তাহলে ব্যবহারকারীরা আমাজন ব্যবহার করবে কিন্তু আলিবাবা ব্যবহার করবে না কিংবা কম করবে। আর নেট নিঊট্রালিটি নিশ্চিত করার জন্য অনেক ভারতীয় কোম্পানী ফেসবুক এর এই সেবা থেকে বের হয়ে গিয়েছে। আমাদের দেশের কিছু সাইটও নাকি internet.org সাথে চুক্তি করেছে । আর এর ফলে দেশে ই-কমার্সের সম্প্রসারন ব্যহত হবে। তাই ফেসবুক ফ্রীতে পাচ্ছেন বলে খুশিতে লাফালাফি করার দরকার নাই। আর একটি কথা ব্যবসায়ীরা মাগনা কিছু দেয় না। যদি কিছু দেয় তাহলে বুঝতে হবে হয় তারা মহৎ কিংবা চরম লোভী। যা ফ্রীতে দিচ্ছে তার কয়েকগুন কিন্তু তারা ঠিকই আয় করে নিবে। আর সেই টাকা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদেরকেই দিতে হবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৫ রাত ১২:১২

নতুন বলেছেন: মাগনা কখনোই কিছু দেবেনা কপো`রেট কম্পানী....

ঠিকই তার লাভ তুলে নেবে...

এটা উচিত সরকারের করা...

যেমন:- শিক্ষক.কম/ মায়া/ উইকিপিডিয়া এই রকমের আরো সাইট আছে যাতে পুরো জাতী উপকৃত হবে.... সেই গুলি আমাদের সরকারী উদ্দোগে সবার জন্য ফ্রী করাউচিত....

২| ১০ ই মে, ২০১৫ রাত ১২:১৮

Riazkhan বলেছেন: এই ইন্টারনেট সেবা
ব্যবহারের মাধ্যমে ফেসবুক,
উইকিপিডিয়া, জাতীয় তথ্য বাতায়ন
এবং কিছু সংবাদপত্রের ওয়েবসাইট
বিনামূল্যে ব্রাউজ করা যাবে।

৩| ১০ ই মে, ২০১৫ রাত ১২:২০

Riazkhan বলেছেন: এই
ইন্টারনেট সেবা
ব্যবহারের মাধ্যমে ফেসবুক,
উইকিপিডিয়া, জাতীয় তথ্য
বাতায়ন
এবং কিছু সংবাদপত্রের ওয়েবসাইট
বিনামূল্যে ব্রাউজ করা যাবে।

দেখে আসুন Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.