নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

turborx15

turborx15 › বিস্তারিত পোস্টঃ

আসুন দেখি, DOMAIN কেনার হ্মেত্রে কি কি বিষয় সম্পর্কে জেনে রাখা ভাল ।

১৮ ই জুলাই, ২০১২ রাত ১২:৩০

Domain এর অর্থ আমরা সাধারনত বুঝি একটি ওয়েব সাইট এর নাম , যেটি আপনি আপনার নিজের মনমত পছন্দ করে থাকেন। যার মাধ্যমে আপনি আপনার ওয়েব টিকে বিশ্বের সবার সাথে পরিচিত করে জনপ্রিয় ওয়েব সাইটে পরিনত করতে পারেন। উদাহরন স্বরুপ বলা যেতে পারে, techtunes.com.bd, facebook.com ইত্যাদি।

Domain:

Domain হল আপনার দ্বারা দেওয়া আপনারি ওয়েব সাইট এর নাম । আমাদের মত ওয়েব সাইট গুলোর বিভিন্ন নাম বা পরিচয় থাকে। তবে আমাদের মত ওয়েব সাইট গুলোর নাম পরিচয়ের ধরন কিছুটা ভিন্ন, যেমন উধাহরন স্বরুপ বলা যেতে পারে; অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে একাধিক লোকের নাম একই রকম থাকে যেমন রানা, সবুজ, রনি ইত্যাদি এবং যখন নাম একি রকম হয় তখন আমরা তাদেরকে চিনি বা সনাক্ত করি তাদের কাজের মাধ্যমে। কিন্তু Domain এর হ্মেত্রে কিছু ভিন্যতা লহ্ম করা যায়, অর্থাৎ Domain এরকম যে রানা, সবুজ, রনি ইত্যাদি নামে একবার কেউ যদি একবার কিনে করে ফেলে অন্য কেউ আর কিনতে করতে পারবেনা। যেমন http://www.facebook.cm একটি ওয়েব সাইট এবং এর বিকল্প হিসাবে পছন্দ হলেই যে কেউ http://www.facebook.com এর নামটি নিতে পারবেনা। তবে .net , .org , .info এই গুলো আপনি নিতে পারবেন যদি আপনার আগে অন্যকেউ Domain টি বুকিং না করে থাকে। বিজ্ঞাপনের সাইট এর হ্মেত্রে আপনি add to know বা এই জাতীয় নামের বা শব্দের ব্যাবহার করতে পারেন, যেমন addall , add4u ইত্যাদি।

আপনার প্রকাশনাই আনেক কিছু বলে দিবে, যেমন .com কমার্শিয়াল সাইট গুলোর জন্য এবং .info ইনফরমেশননাল সাইট গুলুর জন্য মুলত হয়ে থাকে। .com ব্যবহার করা ভাল যদি আপনার আগে অন্য কেউ ব্লক বা বুকিং না করে থাকে, আর .com এর ব্যবহার তুলনা মুলক ভালো । যদি সাইট টি ভিন্ন ভাষায় (English)বা Internationally করতে চান তহলে .bd বা .in ধরনের এক্সটেনশন টি ব্যবহার করা থেকে বিরত থাকলে ভাল হয়, কারন বিদেশের ভিজিটরা .bd বা .in দেখলে ভাবতে পারে এইটি কোনো নির্দিষ্ট অঞ্চলের এর জন্য এবং এই বিষয়টি উপর বিষেশ ভাবে লহ্ম্য রাখলে ভাল হয়। সাব Domain এর হ্মেত্রে বিভিন্ন প্রকার সমস্যা থাকে আমার মতে ঐ সব সাব Domain ব্যবহার করা থেকে বিরত থাকা ভাল, যদি আপনি ভবিষ্যতে Google adsense নিয়ে কাজ করতে চান।

Domain কেনার আগে যে সব বিষয় ভেবে দেখবেন

প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কারনে ওয়েব সাইটের প্রয়োজন হয়। না বুঝে Domain ক্রয়ে করার ফলে আপনি পরর্বতি সময়ে আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারেন না ফলে অর্থ ও সময় দুই নষ্ট হয়। তাই Domain ক্রয় করার আগে ভালোভাবে জেনেনিবেন যেসব বিষয় গুলো, তাহলোঃ



১.ডোমেইন সহজে মনে রাখা এমন হতে হবে

২.ডোমেইনকে .com প্রাধান্য দিতে হবে

৩.ডোমেইন যথা সাধ্য ছোট রাখার চেষ্টা করতে হবে।

৪.কোনো ট্রেডমার্ক ওয়েবসাইটের নামের সাথে মিলে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে। যেমন ঃ facebookbd, googleinfo, applebd ইত্যাদি ।



কোথা থেকে ডোমেইন কিনবেন ?

যেখান থেকেই ডোমেইন কিনেন না কেন কেনার আগে যে বিষয় গুল ভালো ভাবে জেনে নিবেন -

১.ডোমেইন রেজিস্ট্রশন ফি,

২.প্রতিষ্ঠানের সামগ্রিক আবস্থা,

৩.কন্ট্রোল প্যানেল ,

৪. প্রতিষ্ঠানটি ডোমেইন এর পুরো কন্ট্রোল আপনাকে দিবে কিনা?

৫.পরবর্তীতে অন্য কোথাও ট্রান্সফার করে নেয়া যাবে কিনা?



উপরের বিষয় গুলো বিবেচনা করে যে কেউ ভালো কোন প্রতিষ্ঠান থেকে Domain ক্রয় করতে পারেন।

ডোমেইন কেনার জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে godaddy.com

এখান থেকে কিনলে যদিও দাম একটু বেশি পরবে তাতেও ভালো কারন ডোমেইন এর পুরো কন্ট্রোল আপনার কাছেই থাকবে। তবে আমাদের দেশ থেকে ডোমেইন কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে পেপাল । বর্তমানে আমাদের দেশে অনেক ডোমেইন রেজিস্টারার রয়েছে আপনি চাইলে তাদের কাছ থেকেও ডোমেইন কিনতে পারেন । তবে অনেকে কম দামে (৪০০-৫০০) ডোমেইন বিক্রয় করার কথা বলে , তাদের কাছ থেকে দূরে থাকুন কারন, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় ডোমেইন এর পুরো কন্ট্রোল দেয়না । আবার রিনিউ করতে গেলে দিগুন বা তার চেয়েও বেশি টাকা দাবি করে ।



আমাদের দেশে যেহেতু moneybookers/skrill খুব প্রচলিত তাই আপনি চাইলে মানিবুকারস দিয়ে ডোমেইন ক্রয় করতে পারবেন। মানিবুকারস দিয়ে ডোমেইন কেনা যায় এমন একটি সাইট হল http://www.domainluster.com

এ সাইট টি থেকে ডোমেইন কিনলে আপনি আপনার ডোমেইন এর পুরো কন্ট্রোল পাবেন আর যে কোন সময় ট্রান্সফার করে নিতে পারবেন ।



এছাড়া আপনি গুগল এ সার্চ দিয় এমন অনেক সাইট পাবেন যেখান থেকে moneybookers/skrill দিয়ে ডোমেইন কেনা যায় ।



যেমন - xtraorbit.com expressdomain.cn, এগুলো থেকে payza/moneybookers/paypal দিয়ে ডোমেইন কেনা যায়।



মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১২ সকাল ৮:০৩

সেভেরাস স্নেইপ বলেছেন: হুবহু একই লেখা গতকাল আমারব্লগে মইন নামক ব্লগারের পোস্টে দেখেছিলাম, লেখকরা কি একে অপরের ছায়া? :|| :||

১৮ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৮

turborx15 বলেছেন: একই লেখক, এখানে নাম পরিবর্তন করতে পারছি না, ব্লগে নতুন, দয়া করে নাম পরিবর্তন করার উপায় থাকলে সাহায্য করুন।

২| ১৮ ই জুলাই, ২০১২ সকাল ৮:২০

স্পেলবাইন্ডার বলেছেন: what about hosting?

১৮ ই জুলাই, ২০১২ সকাল ১০:০০

turborx15 বলেছেন: পোস্ট টি ডোমেইন নিয়ে লেখা, hosting নিয়ে পরে লেখব ।

৩| ১৮ ই জুলাই, ২০১২ সকাল ১০:০১

থার্ড-আই-ব্লগ বলেছেন: Hosting koto kore nen , Ami 40GB 15000 kore sell kori

৪| ১৮ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৪

থার্ড-আই-ব্লগ বলেছেন: Selling Gmail-Apps Hosting of competitive price.

and Domain by only 1200 (.Com .net) with control panel.

all apps clearly will provide, Hosting Cpanel and Domain Cpanel

৫| ১৮ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৫

turborx15 বলেছেন: আমি domain, hosting কোনটাই সেল করি না, hosting এর জন্য hostmight socheaphost, skyhost আর কিছু ভালো দেশিয় সাইট রয়েছে ।মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৬| ১৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৪

অডি বলেছেন: ডোমেইনহাস্টলার এর নাম নেটে কেমনে পাইলেন? আমি তো নেটে সার্চ করলে ঐইগুলির নাম আসেনা।

আর নিচের নামগুলিতো পরে পোস্ট এডিট করে লেখছেন।

বুঝলাম না কি বিশেষত্ন থেকে আপনি এই সস্থা সাইটগুলোকে রেফার করছেন?

আপনি আসলেই কি সিরিয়াস? আমার মনে হয় না।

সোচিপহোস্ট - হোস্টেড দেয়ার বিলিং অন সেয়ার্ড সার্ভার অব ইননোহোস্টিং। নিজেদের সাইটের জন্য কিনল কমোডো ডোমেইন এসএসএল (১৫ ডলারের) আর সীল লাগাইছে অর্গানাইজেশন এসএসএল এর।

হোস্টমাইট - ব্যবহার করছে রিসেলার ক্লাব এর রিসেলার হোস্টিং

আর ডোমেইনলাস্টার - সোচীপহোস্ট এর সাব-রিসেলার

@ থার্ড-আই-ব্লগ
ঐদিন দিলেন ডোমেইন কিনতে চান পোস্ট, অনেক মন্তব্য পাওয়ার দিলেন পোস্টটা ডিলিট করে, এখন আপনি হোস্টিং/ ডোমেইন বিক্রি করেন বলছেন। অবাক ব্যপার।

বাইদাওয়ে - সামু'র কিছু মডারেটর অবশ্যই অদক্ষ অথবা পক্ষপাতদুষ্ট।

১৮ ই জুলাই, ২০১২ রাত ১০:১০

turborx15 বলেছেন: godaddy, Namechip.com , Name.com, networksolutions.com expressdomain.cn, dynadot.com এবার এইগুলা নিয়াও কিছু কন, আমি তো বললাম নেট থেকে পাইসি। পরে এড করসি। আমি যেগুলার নাম জানি তাই দিসি, আপনে তো অনেক জানেন তো কিছু অ্যাড করেন,কইলাম তো করতে তা তো দিলেন না।

"রিলায়বেল রেজিষ্ট্রার প্রচুর আছে যারা মানিবুকারস একসেপ্ট করে" --কিছু দেন আপনি জানলে,

"কেন, বাংলাদেশে কি আর সাইট নাই, যারা অনেকদিন ধরে ব্যবসায় আছে, নির্ভরযোগ্য এবং মানিবুকারস গ্রহন করে?"
আমি যা জানি দিলাম তো পরে, আপনার ভালো লাগলো না,আপনার ভালো লাগা দেশিয় সাইট গুলার নাম একটু দিবেন দয়া করে?

৭| ১৮ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৬

স্পেলবাইন্ডার বলেছেন:

অডি ভাই,

আমার নিজস্ব কোম্পানীর একটি ওয়েবসাইট ও ইমেইল সার্ভিসের জন্য কোথায় হোস্টিং করলে ভাল হয় পরামর্শ দিবেন। উল্লেখ্য, আমাদের নিজস্ব তিনটি ডোমেইন ইয়াহুর কাছ থেকে ৫ বছরের জন্য নেয়া আছে এবং ফ্যাটকাউ- এ হোস্টিং করা আছে। কিন্তু ফ্যাটকাউ-এর কোন অজানা সমস্যার কারণে আমাদের নিজস্ব ডোমেইনের মেইল অনেক সময় জিমেইল অর্থাৎ গুগল মেইলে রিসিভ হয় না। ভাবতেছি, এবার হোস্টগ্যাটরে হোস্টিং করব। অন্য কোন পরামর্শ দিতে পারেন? আর মোটামুটি কম খরচে একটা ওয়েবসাইট তৈরির জন্য ফ্রিল্যান্সার কারো খোঁজ দিতে পারেন?

৮| ১৯ শে জুলাই, ২০১২ সকাল ১০:০০

অডি বলেছেন: @ স্পেলবাইন্ডার

আমার মতামত

ফ্রী থার্ড পার্টি ইমেইল ফর ডোমেইন- গুগল এপস ফর ডোমেইন (ফ্রী এডিশন) অথব উইন্ডোজ লাইভ ফর কাস্টম ডোমেইন।

পেইড থার্ড পার্টি ইমেইল- রেকস্পেস অথবা গুগল এপস বিজনেস এডিশন

হোস্টগেটরে যায়েন না, অন্তত্য আরো কিছুদিনের জন্য। কারন, হোস্টগেটরের মালিকান পরিবর্তন হয়েছে অথবা হতে পারে। আমার মতে আরো কিছুদিন ওদের অবজার্ব করাই ভাল।

@ লেখক
হ্যা দিব, আপনি আগে নেট এর লিন্ক দেন যেখান থেকে এইগুলিরে (হোস্টমাইট, ডোমেইনলাস্টার, সোচিপহোস্ট) ভাল হোস্ট/ ডোমেইন প্রভাইডার হিসাবে আইডেন্টিফাই করছেন।

আপনার লেখার খারাপ অংশের বিরুদ্ধেই আমার কথা। আপনি অনেকট দুষ্ট রাজনীতিবিদদের মতই ভাল কথাগুলির মাঝে নতুন, আনরিলায়েবল, অচেনা-অজানা কিছু প্রভাইডারের মার্কেটিং করেছেন। এরা আবার একজন আরেকজনের সাব-রিসেলার।

১৯ শে জুলাই, ২০১২ সকাল ১০:৩৮

turborx15 বলেছেন: হোস্টমাইট এড তো techtunes তেই আছে, না দেখলে দেখে নেন, ডোমেইনলাস্টার এর এড ফেসবুক এ দেখা, সোচিপহোস্ট এর রিভিউ Click This Link

আমার জানামতে সব গুলই দিসি, আমার ভালো লাগা গুলো যে আপনার ও ভালো লাগতে হবে এমন কথা আমি জানতাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.