![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্য কিঃ উইকিপিডিয়া বলছে,"০ (উচ্চারণ: শূন্য) হলো একাধারে একটি সংখ্যা এবংঅঙ্ক। এটি এককভাবে মানের অস্তিত্বহীনতা ও অন্যান্য সংখ্যার পিছনে বসে তাদের যুত পরিচয় প্রদান করে। এছাড়াও দশমিকের ডানে বসে এটি বিভিন্ন সংখ্যার দশমাংশ প্রকাশ করে। অঙ্ক হিসেবে ০ একটি নিরপেক্ষ অংক এবং সংখ্যার স্থানধারক হিসেবে কাজ করে।।০ একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যা।"
এখনো পর্যন্ত পৃথিবীর কেউ জানে না কোন সংখ্যাকে ০ দিয়ে ভাগ করলে কি উত্তর পাওয়া যাবে। আমরাও জানি না, তবে মাঝে মাঝে বীজগাণিতিক সমাধান করতে গিয়ে ০ দিয়ে ভাগ দেই।
১=২ এর প্রমাণ
আপনি জানেন কি ১=২ এর প্রমাণ করা সম্ভব। কি, বিশ্বাস হচ্ছে না, তাহলে উপরের ভিডিওটি দেখুন। অথবা, নিচের লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন তাহলেই বিশ্বাস করবেন ১=২ প্রমাণ করা সম্ভব। এখন চলুন প্রমাণ করা যাক-
মনেকরি, a=b
বা, a2=ab [ উভয় পক্ষকে a দিয়ে গুণ করে]
বা, a2-b2=ab-b2 [উভয় পক্ষ থেকে b2 বিয়োগ করে]
বা, (a+b)(a-b)=b(a-b)
বা, (a+b)=b [উভয় পক্ষকে (a-b) দিয়ে ভাগ করে]
বা, (b+b)=b [আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম a=b]
বা, 2b=b [উভয় পক্ষকে b দিয়ে ভাগ করে]
বা, 2=1
সুতরাং, 1=2 [প্রমাণিত]
উপরের প্রমাণে কি ভূল আছে বলুন তো। ভূলটা আছে পঞ্চম লাইনে। উভয় পক্ষকে (a-b) দিয়ে ভাগ দেয়া। কারণ, আমরা ধরে নিয়েছিলাম, a=b তাহলে (a-b)=0 হবে। এটা দিয়ে কোন বীজগাণিতিক সমীকরণের দুই পক্ষকে ভাগ দিলে বিভিন্ন রকম ভূল উত্তর আসবে। উপরের সমাধানে এসেছে ১=২. আপনারা চাইলে শূন্য দিয়ে ভাগের এরকম আরো গাণিতিক বিভ্রান্তি তৈরি করতে পারেন এবং অন্যদের দেখিয়ে তাক লাগিয়ে দিতে পারেন।
শূন্য ভাগ যেকোন সংখ্যা
এটাতে কিন্তু কোন সমস্যা নেই। শূন্য ভাগ যেকোন সংখ্যা এর মাণ সবসময়ই শূন্য, কিন্তু যেকোন সংখ্যা ভাগ শূন্য অসীম নয়, অসংজ্ঞায়িত। অসীম শব্দটি ব্যবহার করার চেয়ে অসংজ্ঞায়িত ব্যবহার করাটা বেশী যৌক্তিক কারণ এটাকে কেউ এখনো সংজ্ঞায়িত করতে পারেনি। এই প্রমাণটা উইকিপিডিয়ার Mathematical Fallacy পেজেও দেয়া আছে।
পজিটিভ নেগেটিভ Root এবং Square করার ক্ষেত্রেও অনেক ধরণের Fallacy বা, বিভ্রান্তি তৈরি হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রতীক হিসেবে শূণ্যের ব্যবহার ছিল, কিন্তু একে সংখ্যার মর্যাদা প্রথম ভারতীয় গণিতবিদরাই দেন। প্রাচীন মিসর, মেসোপটেমিয়া, আমেরিকা, মায়ান সংখ্যা সব জায়গায় কোন না কোনভাবে শূণ্যের ব্যবহার ছিল।
লেখাটি এর আগে TutorialsBangla তে প্রকাশিতঃ কোন কিছুকে শূণ্য দিয়ে ভাগের ফলাফল এবং ১=২ এর প্রমাণ
১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
ছদ্মবেশী ভূত বলেছেন: আপনাকেও ধন্যবাদ লেখাটা পড়ার জন্য
২| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪
শায়মা বলেছেন: উফ অংক এই একটা জিনিস আমি আমার লাইফে ভূতের চেয়েও ভয় পাই!
শূন্য নিয়ে কি লিখেছো বুঝার ট্রাই করিনি ভাইয়া!
তবে তুমি অংক নিয়ে কিছু মিছু বিশ্লেষন দিয়েছো তাতেই আমি অবাক এবং খুশী যে কেউ কেউ অংককে মোটেও ভয় পায়না বা পরোয়া করেনা ভেবে !
১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
ছদ্মবেশী ভূত বলেছেন: অনুপ্রেরণাদায়ী মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৯
আবু তালেব শেখ বলেছেন: জটিল বিষয়
১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
ছদ্মবেশী ভূত বলেছেন: হ্যাঁ, জটিল বিষয়
৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন: কিন্তু ১=২ না। এবং এটা প্রমাণ করা যায় না। এটাই আসল কথা
১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
ছদ্মবেশী ভূত বলেছেন: হ্যাঁ, এটাই আসল কথা
৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
এস এম মামুন অর রশীদ বলেছেন: "বা, 2b=b [উভয় পক্ষকে b দিয়ে ভাগ করে]
বা, 2=1"
2b=b হলে পরের ধাপে কেন আমরা 2=1 বানানোর চেষ্টা করব? বরং স্কুলে যারা বীজগণিত শিখছে তারাও লিখবে:
2b - b = 0
বা, b = 0
এ ধরণের ক্ষেত্রে এটিই কি যথার্থ পন্থা নয়?
১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩১
ছদ্মবেশী ভূত বলেছেন: ২=১ বানানোর চেষ্টা করব কারণ আমাদের উদ্দেশ্য ১=২ প্রমাণ করা। b এর মাণ বের করা আমাদের উদ্দেশ্য হলে আপনার পদ্ধতিতেই এগোতাম। আর, উভয় পক্ষকে b দিয়ে ভাগ করাতে কোন গাণিতিক ভূল নেই যদি b এর মাণ শূন্য না হয়। এক্ষেত্রে b এর মাণ শূণ্য এসেছে একটা ভূল আগে করার পরে।
তাই b এর মাণ যাই পাই না কেন সেটা সঠিক নয়।
৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬
সুমন কর বলেছেন: এরকম আরো কিছু আছে। গুগল মামুতে গেলেই পেয়ে যাবেন।
০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
ছদ্মবেশী ভূত বলেছেন: ঠিকই বলেছেন। গুগোল মামু সব জানে
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৭
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: আপনি না বলে দিলে ভুলটা ধরতে আমার যথেষ্ট সময় লাগতো। পারতামও না হয়তো। ধন্যবাদ।