নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আশরাফুজ্জামান

মোঃ আশরাফুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

বৃহত্তর ইসরাইল প্রজেক্ট

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১২

জায়নিস্ট ইহুদিদের দাবি তাদের পবিত্রভূমি ইসরাইলের বিস্তার মিশরের নীলনদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত। এই এলাকায় অন্তর্ভূক্ত রয়েছে সম্পূর্ণ ফিলিস্তিন, লেবানন, জর্দান এবং মিশর, সৌদি আরব, ইরাক ও সিরিয়ার বিশাল অংশ। নিজেকে ইহুদিদের কাছে সত্য মাসিহ (Messiah) হিসেবে প্রমাণ করতে হলে দাজ্জালকে অবশ্যই এই "প্রতিশ্রুত" ভূমি দখল করে ইহুদি রাষ্ট্র ইসরাইলে অন্তর্ভূক্ত করতে হবে। নাহলে কোন ইহুদিই তাকে মাসিহ হিসেবে মেনে নেবে না। তাই ২০০১ সালে টুইন টাওয়ার হামলা ও ২০০৩ সালে আমেরিকার ইরাক হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে যে নাটক চলছে তা এই বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠারই নামান্তর মাত্র।

বুদ্ধিটা হল আরব দেশগুলোতে সরকারবিরোধী জঙ্গিবাহিনী তৈরি করা ও সরকারের পতন ঘটানো। তারপর এমন একদল সরকার নিয়ে আসা যারা হবে ইসরাইল ও আমেরিকার অনুগত, বাধ্যগত দাস। তারপর জঙ্গিবাদের বিরুদ্ধে এক ধরণের টম এন্ড জেরী যুদ্ধ শুরু করা। দেশের মানুষগুলোকে মেরে পিটিয়ে শেষ করে ফেলা ও অবশিষ্টদের রেফিউজি বানিয়ে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া। সময় হলে দেখবেন সরকারের লোকেরা স্যুটকেস নিয়ে পালাচ্ছে এবং ইসরাইল আরামসে দেশগুলো দখল করে তার প্রতিশ্রুত পবিত্রভূমি প্রতিষ্ঠা করে ফেলবে।

উল্লেখ্য, অরিজিনাল তাওরাতে তাদের এমন কোন প্রতিশ্রুতি দেওয়া হয়নি। এটা তাদের শয়তানসূলভ চক্রান্ত ও মিথ্যা কথা যা তারা আল্লাহর কিতাবকে পরিবর্তন করে তাতে লিখে দিয়েছে। পবিত্র ভূমি থেকে বিতাড়িত হওয়ার পর তারা যেসব অঞ্চলে রেফিউজি হয়ে বাস করছিল সেগুলোকেও তারা পবিত্র ভূমি বলে দাবি করছে।

দেখুনঃ Genesis 15:18–21 Deuteronomy 11:24 Deuteronomy 1:7 Numbers 34:1–15 Ezekiel 47:13–20

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, ইহুদীরা বাংলাদেশও শেষ অবধি নিয়ে নিতে পারে!

২| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০

নতুন বলেছেন: ভাই বাস্তবে আসুন.... ইহুদীরা এই সব বিষয় নিয়ে স্বপ্ন দেখেনা। তারা বিজ্ঞান নিয়ে সময় বেশি কাটায়।

এই সব কিছু নিয়ে মুসলমানেরাই চিন্তা করে সময় নস্ট করে।

ইসরাইলের সমস্যা কাটবেনা কারন মুসলিম দেশগুলিই প্যালেসটাইনের প্রতি সমথ`ন ভালো ভাবে দেয়না।

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯

চিটাগং এক্সপ্রেস বলেছেন: যে সব রাষ্ট্র একদা ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল তারা আজ শেষের পথে ।

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

Peculiar bd বলেছেন: ইহুদিরা মিথ্যাবাদি ও বেইমান, হিটলার কেনো এক সময় সকল ইহুদিদের মেরে ফেলতে চেয়েছিলেন সেটা এক সময় সারা দুনিয়ার মানুষ বুঝবে।

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সোহানী বলেছেন: সব ক্যাচালের পিছনে ইসরাইল , এটা ঠিক আছে............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.