![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলায় যদি কখনো প্লেনের আওয়াজ পেতাম হত হোক সেটা প্যাসেঞ্জার অথবা ফাইটার প্লেন সব কিছু ফেলে দৌড় দিতাম প্লেনটাকে দেখার জন্য । আর রাতের বেলায় যখন প্লেন গুলো উড়ে যেত তখন সবচেয়ে বেশি ভাল লাগত, কারন তখন প্লেনে অনেক রঙের বাতি একসাথে জ্বলত । ছোট বেলায় একবার আব্বু আম্মুর সাথে শিশুপার্কে গিয়েছিলাম । সেখানে গিয়ে দেখি একটা জায়গায় একটা অচল ফাইটার প্লেন দাড় করিয়ে রেখেছে, আর টিকেট কেটে বাচ্চা পুলাপাইনরা তার ক্যানপিতে কিছুক্ষণ বসে থাকে । আমি আব্বুরে বলার সাথে সাথেই আব্বু আমারে লাইনে দাড় করায়া দিল । কিছুক্ষন পর আমি উঠলাম সেই প্লেনে । উঠেই কন্ট্রোল স্টিক নিয়ে টানাটানি, এইটা সেইটা টিপা টিপি পুরাই অস্থির । কিছুক্ষন পর সময় শেষ হয়ে এলে ওখানকার লোক আমাকে নেমে আসতে বললেও আমি নামি নাই । পরে আব্বু এসে জোড় করে নিয়ে গেসিল । যাই হোক, বহুত কইয়া ফেললাম । এইবার চলেন গিয়া দেখি সেই বিমান নিয়া আমার কিছু ব্যার্থ প্রচেস্টা ।
10. J-10(China):
J-10 কে বলা হয় ভিগোরাস ড্রাগন যে বিভিন্ন পরিবেশে একের বেশি কাজ করতে পারে । চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে তৈরি করা হয় এই প্লেন গুলো । এই প্লেনের রাডার একসাথে সর্বোচ্চ ১০ টি টার্গেট ট্র্যাকিং করতে পারে যার মধ্যে ২-৪ টি টার্গেটকে লক্ষ্য করে মিসাইল ছুড়তে পারে । ২০০৭ সালে অফিসিয়ালি এটির সার্ভিসে যোগদান হয় । J-10 কে তৈরি করা হয় JAS 39 Gripen(সুইডেন), Eurofighter Typhoon(ইউরো জোন) ও IAI Lavi(ইসরায়েল) এর সংমিশ্রণে । এই পর্যন্ত ২২০ টি প্লেন তৈরি করা হয়েছে ।
9.Mig-35(Russia):
Mig-35 কে বলা হয় ফোর প্লাস জেনারেশন ফাইটার প্লেন । Mig-29 এর নেক্সট ভার্শন হচ্ছে এই Mig-35 । মিকোয়ান কর্পোরেশনের তৈরি এই প্লেনটির প্রথম দেখা পাওয়া যায় ২০০৭ সালে এরো ইন্ডিয়া নামক এক এয়ার শোতে । যে কারণে Mig-35 বিখ্যাত সেটি হল এর লেটেস্ট রাডার ও অপ্টিকাল লোকেটর সিস্টেম যেটার কারণে এটার ডিটেকশন রেঞ্জ ১৬০ কিমি (এয়ার টার্গেট) ও ৩০০ কিমি (জাহাজ) পর্যন্ত বৃদ্ধি পেয়েছে । এটার উইং টিপে বসানো লেজার এমিশন ডিটেক্টর যার সাহায্যে সম্ভাব্য সকল আক্রমণকে প্রতিরোধ করতে পারে ।
8.T-50 Golden Eagle (South Korea):
T-50 হল সাউথ কোরিয়ার সর্ব প্রথম সুপার সনিক ট্রেইনার ও ফাইটার প্লেন । কোরিয়া এরোস্পেস ইন্ডাস্ট্রিজ ও লকহিড মার্টিন এর যৌথ চেষ্টায় তৈরি এই প্লেন পৃথিবীর অন্যতম কয়েকটি সুপারসনিক ট্রেইনার প্লেনের মধ্যে একটি । ২০০৫ সালে এয়ার ফোর্সে এর অফিশিয়াল যোগদান হয় । আমেরিকান এয়ার ফোর্সের ট্রেইনিং প্রোগ্রামে এই প্লেনটি ব্যাবহার করা হয় ।
7.F-16 Fighting Falcon (USA):
F-16 Fighting Falcon হচ্ছে একটি মাল্টিরোল ফাইটার প্লেন যেটা তৈরি করেছিল জেনারেল ডাইনামিক্স । প্রথম দিকে এটাকে দিনের বেলার যুদ্ধের জন্য প্রস্তুত করা হলেও পরে এটাকে সকল আবহাওয়ার জন্য তৈরি করা হয় । ১৯৯৩ সালে জেনারেল ডাইনামিক্স F-16 এর মালিকানা লকহিড মার্টিন এর কাছে বিক্রি করে দেয় । F-16 এর অফিশিয়াল নাম Fighting Falcon হলেও পাইলটদের কাছে এটি ভাইপার নামেই পরিচিত । যে কারণে এটি খুব পরিচিত সেগুলো হচ্ছে এই প্লেনের পাইলটের সিট গুলো প্রয়োজনে ৩০ ডিগ্রি পর্যন্ত বাঁক নিতে পারে, এর স্বচ্ছ ক্যানপি পাইলটের দৃষ্টি ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর কন্ট্রোল স্টিকটা এক সাইডে অবস্থিত যেটা পাইলটদের মিসাইল ফায়ারিং অথবা বম্বিং এর জন্য খুব হেল্প ফুল ।
6. Dassault Rafale (France):
Dassault Rafale হল ফ্রান্সের টুইন ইঞ্জিন ডেল্টা উইং ফাইটার প্লেন । এটার ডিজাইন থেকে শুরু করে নির্মান পর্যন্ত সব কিছুই ফ্রান্সের ডেসাউল্ট,থেলাস ও সারফান এভিয়েশন এর যৌথ উদ্যোগে হয়েছে । এটি বিখ্যাত আকাশে তার চরম ধ্বংসাত্মক ক্ষমতার জন্য । এই প্লেনটা স্পেক্ট্রা নামের একটি ইলেক্ট্রনিক কমব্যাট সিস্টেম এর সাথে কাজ করে যার কারণে প্লেনটি ভূমি ও আকাশের সকল আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে । রাফালেতে আছে রিয়েল টাইম থ্রিডি ম্যাপ যেটা পাইলটকে দীর্ঘ দুরুত্বের অবজেক্টকে সনাক্ত করতে সাহায্য করে । বর্তমানে ১১৫ টি রাফালের বহর রয়েছে ফ্রান্সে ।
শেষ দেইখা চিন্তা কইরেন না, আগামী পর্বে বাকিটুক দিয়া দিমু
০৫ ই জুন, ২০১৩ রাত ১১:২১
তুষার মানব বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:২০
কাজী মামুনহোসেন বলেছেন: ডি মুন বলেছেন: সুন্দর পোস্ট
ফাইটাররে ভালা পাই
০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬
তুষার মানব বলেছেন: আমিও ভালা পাই
৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:২৩
নাফিজ মুনতাসির বলেছেন: খুবই ভালো এবং ইন্টারেস্টিং একটা পোষ্ট..........পরের পর্বের অপেক্ষায় রইলাম........পোষ্টে++++++
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৭
তুষার মানব বলেছেন: নাফিজ ভাই আপ্নারে অনেক দিন পর দেইখা ভালো লাগলো । আছেন কেমন ?? পোস্ট ভালো লাগায় আপ্নারে ধন্যবাদ ।
৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:২৫
ধূসরধ্রুব বলেছেন: ঠিক এই টাইপ পোস্টের জন্যই সামুরে আমার এত ভাল লাগে । জানার অগ্রহ সবসময়ই ছিল এখনো আছে । আগে সীমিত পরিসরে জানতে পারতাম এখন সেটা অনেক বৃহত । বিশ্বের সেরা কয়েকটি যুদ্ধ বিমান নিয়ে এই পোস্ট ভাল লাগতে বাধ্য
রের পর্বের অপেক্ষায় রইলাম
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩
তুষার মানব বলেছেন: হইছে, আর তেলাইতে হইব না ।
৫| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: চখাম পোস্ট
ফাইটার প্লেনে ঊড়তাম চাই
০৬ ই জুন, ২০১৩ রাত ১:১০
তুষার মানব বলেছেন: বিজয় সরণীতে একটা পেলেন আছে । রাস্তার মোড়ে খাড়ায়া থাকে । ওইটাতে উইঠা পইড়েন । টেকা টুকা লাগব না
৬| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: দারুন পোষ্ট !
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:১৮
তুষার মানব বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৭| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। এক সাথে দিলেই ভালো হইত বেশি!!!
০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭
তুষার মানব বলেছেন: এক সাথে দিলে অনেক বড় হয়ে যেত । অনেকে হয়ত ধৈর্য্য হারিয়ে ফেলত তাই আর দেওয়া হয় নি । যাই হোক, আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ।
৮| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:২১
আরজু পনি বলেছেন:
আহ দারুণ !
টিভিতে একটা এ্যাডে দেখলাম, ইমন মোটর বাইক থেকে গুলি করে একটা ফাইটার নামায়া ফেলছে
০৭ ই জুন, ২০১৩ রাত ১২:১৯
তুষার মানব বলেছেন: ধন্যবাদ ।
শুধু ইমন না, ইমনের পেছনে এক জন রমণীও ছিল । সে মনে হয় গুলি করে গাড়ি উড়ায়া দিছিলো
৯| ০৬ ই জুন, ২০১৩ রাত ২:৪৮
বহুরুপি জীবন বলেছেন: সুন্দর হচ্ছে ।
পোষ্টে++++++
০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭
তুষার মানব বলেছেন: ধন্যবাদ ।
১০| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:১৭
বহুরুপি জীবন বলেছেন: ছোট বেলায় শিশু পার্কে যেটা তে উঠেছিলেন সেটা কি ফাইটার ছিল মনে আছে?
সম্ভবত North American F-86 Sabre পাকিস্তান আর্মি ৮ টি সারেন্ডার করে গেছিল পরে বাংলাদেশ এয়ার ফোর্স সেগুলো যখন ব্যাবহার করা বন্ধ করে তখন এর খোলস গুল বিভিন্ন জায়গায় প্রদর্শনীতে রাখা হয়েছিল ।
০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:২০
তুষার মানব বলেছেন: ছোট বেলার দেখা প্লেন, তখন তো আর এত কিছু বুঝতাম না । তবে যদি ওটা North American F-86 Sabre হয়েই থাকে তাহলে ওটা ফাইটার প্লেনই ।
এই যে লিঙ্ক-- Click This Link
১১| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:২৭
ভিশন-২০৫০ বলেছেন: ভালো! +
০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৫২
তুষার মানব বলেছেন: ধন্যবাদ ।
১২| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৭:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ফাইটার প্লেন এখন আর আগেরমত টানে না। ছোট বেলায়এগুলো নিয়ে দারুণ উন্মাদনা ছিল।
০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩২
তুষার মানব বলেছেন: কি আর বলবো ভাই, ছোট বেলার মত এখনো ফাইটার প্লেন গুলো ভালো লাগে ।
১৩| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:০৮
লাবনী আক্তার বলেছেন: অহন কি প্লেনের ব্যবসায় নামছ নাকি?
হুম! ভাল পোস্ট।
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৫
তুষার মানব বলেছেন: হ :!> :!> লাগবো নাকি ২-১ টা ?
১৪| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:২৮
মুফতি তামিমুল কমর আহমদ বলেছেন: এমন পোস্ট এর জন্য অপেক্ষারত ছিলাম।
০৮ ই জুন, ২০১৩ রাত ১০:০৪
তুষার মানব বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
১৫| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আগামী পর্বের অপেক্ষায় থাকলাম
০৯ ই জুন, ২০১৩ রাত ১০:১১
তুষার মানব বলেছেন: আশা করি আপনাকে নিরাশায় ফেলব না
১৬| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৪
প্রাচীন মানব বলেছেন: ব্যপক হইসে ভাই।
০৯ ই জুন, ২০১৩ রাত ১১:০৪
তুষার মানব বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
১৭| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৭
নীল_সুপ্ত বলেছেন: ভালা পোষ্ট ভালা পোস্ট...
প্রিয়তে নিলুম
১০ ই জুন, ২০১৩ রাত ১১:৫৮
তুষার মানব বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু
১৮| ০৬ ই জুন, ২০১৩ রাত ৮:২৬
সাইবার অভিযত্রী বলেছেন: এখন তো চলছে ড্রোণ !
১১ ই জুন, ২০১৩ রাত ১১:১৮
তুষার মানব বলেছেন: জী, তাই বলে ফাইটার প্লেনের প্রোডাকশন তো বন্ধ হয়ে যায় নি !!!
১৯| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪১
নীরব 009 বলেছেন: ১১তম ভাললাগা
০৭ ই জুন, ২০১৩ রাত ৮:২৭
তুষার মানব বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২০| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫১
রাতুল_শাহ বলেছেন: F-22 Raptor
এ্রর অপেক্ষায় রইলাম
১২ ই জুন, ২০১৩ রাত ১০:৪৩
তুষার মানব বলেছেন: আর বেশি দিন আপনাকে অপেক্ষা করতে হবে না । শীঘ্রই কিছু একটা পাবেন
২১| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:০১
সাধারণমানুষ বলেছেন: মিগ ৩৫ তো এখনো In development । T-50 Golden Eagl ও কিন্তু ট্রেইনার কাম মাল্টিরোল লাইট ফাইটার .. সো এর ক্যপাবিলিটি নিয়া সন্দেহ আছে।
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৫০
তুষার মানব বলেছেন: আপনার চোখে সম্ভবত একটা খবর এড়িয়ে গেছে, সেটি হল রাশিয়া ভারতের কাছে মিগ ৩৫ বিক্রয় করতে যাচ্ছে যেটার চুক্তি হবে এই বছরের মাঝামাঝিতে । এখন প্রশ্ন হল প্লেন ইন ডেভেলপমেন্ট থাকা অবস্থায় কিভাবে বিক্রির চুক্তি হয় ?
এই যে তার লিঙ্ক ---- indrus.in/economics/2013/04/23/mig_interview_24091.html
আর T-50 Golden Eagle ও কিন্তু ট্রেইনার কাম মাল্টিরোল লাইট ফাইটার-- ঠিক আছে কিন্তু F-22 Raptor ও F-35 Lightning II এর মত ফিফথ জেনারেশন এর প্লেনের পাইলটকে যখন T-50 Golden Eagle দ্বারা ট্রেইনিং দেওয়া হয় তখন বুঝতে হবে এর ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন করাটা অমুলক ।
ইচ্ছে হলে চেক করতে পারেন-- Click This Link
আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন
২২| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:০১
সাধারণমানুষ বলেছেন: ট্রেইনার বিমান সাধারনত রেপ্লিকা টাইপ হয়ে থাকে। ট্রেইনার কারন এর টেকনোলজিক্যাল বয়পার গুলো সেইম । জাস্ট মাথায় আনেন গাড়ি চালানো শিখানো হয় কোন গাড়ি দিয়ে ? অবশ্যই মার্সিডিজ আর মারুটির টেকনোলজি এক হবে নাহ কিনতু বেসিক টা এক।
আর একটা কাজ করতে পারেন টি ৫০ এর পারফরমেন্স টা চেক করেন
Performance - Click This Link
Maximum speed: 1,770 km/h, 1,100 mph at 3,000 m or 10,000 ft (Mach 1.5)
Range: 1,851 km (1,150 mi)
Service ceiling: 14,630 m (48,000 ft)
Rate of climb: 11,887 m/min (39,000 ft/min)
Thrust/weight: 0.96
Max g limit: -3 g / +8 g
সর্বোচ্চ গতি ম্যাক ১.৫, স্টেলথ নয়,সার্ভিস সিলিং ৪৮০০০ মিটার - সো গতি নাই , উড়ার উচ্চতা কম এি বিমান আশির দশকের স্ট্রিংলার টাইপ মিসাইলের সহজ টার্গেট হবে এ বিমান। আর g limit মোতাবেক এর ম্যনুভারিং লিমিট ও কম। সো ইন ফাইটার রোল এইটার আয়ু বোঝাই যায়।
২৩| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:১৬
সাধারণমানুষ বলেছেন: *When do you plan to sign a contract with the Russian MoD for delivery of the MiG-35?
The negotiations are at an advanced stage. We expect them to conclude this year with the signing of a contract. A MiG-35 prototype is already airborne. As for exact dates, we hope to sign a contract in the first half of 2013.
*What expectations do you place on future cooperation between RSK MiG and India?
Our expectations are primarily related to the MiG-35. Despite conceding the tender to supply the IAF with 126 multirole fighters, RSK MIG fulfilled all the requirements put forward by the tender committee. The aircraft demonstrated good results, occasionally surpassing expectations. As part of the knowhow that India picked up in the course of the tender, I would like to see the MiG-35 continue to feature against the backdrop of our shared history and 50-year partnership. We expect India to consider the option of concluding a contract for the supply of the MiG-35, and we will be able to fulfil it.
* http://en.wikipedia.org/wiki/Mikoyan_MiG-35
In development কিভাবে বিক্রি হয় ? যেভাবে ফ - ৩৫ অলরেডি বেশ কিছু দেশ কিনে ফেলেছে।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৫৬
তুষার মানব বলেছেন: কষ্ট করে এত কিছু গবেষণা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
২৪| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৩৫
সবুজ স্বপ্ন বলেছেন: বাংলাদেশে কোনটা কোনটা আছে জানালে ভালো হত
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৮
তুষার মানব বলেছেন: বাংলাদেশের কমপক্ষে আরো ১০০ বছর লাগবে সেরা ১০ টি প্লেনের তালিকায় আসতে
২৫| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:০১
এ যুগের শ্রীকান্ত বলেছেন: ভাল লাগলো ++
০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩২
তুষার মানব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪০
ডি মুন বলেছেন: সুন্দর পোস্ট
ফাইটাররে ভালা পাই