নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুষার মানব

আমি সাধারন,অতি সাধারন এক স্বপ্ন বিলাসি ছেলে

তুষার মানব › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সেরা ১০ টি ফাইটার প্লেন : পর্ব ২

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

বিশ্বের সেরা ১০ টি ফাইটার প্লেন : পর্ব ১



5. F/A-18 Hornet (USA) :







F/A-18 Hornet সর্ব প্রথম প্লেন যেটা এক সাথে কয়েকটা কাজ করতে পারে । ইউএস নেভী আর মেরিন কর্পস এর প্রধান ব্যাবহারকারী । শুধু একটা সুইচ ফ্লিপিং এর মাধ্যমে এই প্লেন ফাইটার থেকে স্ট্রাইক মোডে কনভার্ট হয়ে যায় । এয়ার সাপোর্ট, ফাইটার এস্কর্ট, শত্রুর আকাশে অনুপ্রবেশ, দিনে-রাতে যে কোন সময় হামলা করা ইত্যাদি সকল কাজে এই বিমানরে ছাড়া আর কেউ চক্ষে দেখে না । ইরাকে ডেজার্ট স্ট্রম অপারেশনে F/A-18 Hornet ছাড়া অন্য কোন প্লেন পাঠানো হয় নি । বিশ্বের সেরা প্লেন হওয়ার যোগ্যতা ছিল কিন্তু ভেক্টর থারস্ট এর ক্রমাগত সমস্যার কারণে এখন কিছুটা পিছিয়ে পড়েছে ।



4. JAS 39 Gripen(Sweden)







JAS 39 Gripen হল সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার প্লেন যেটা তৈরী করেছে সুইডিশ কোম্পানি সাব । এর সব চেয়ে ভাল ফিচার হল এটি খুবি হাল্কা আর ডেল্টা উইং কেনারড এর জন্য এটি উড়ানো খুব সহজ । এটি ১২০ কিঃমিঃ দূরের জিনিস পর্যবেক্ষণ করতে পারে । যেসব টার্গেট গুলো ভিজুয়াল রেঞ্জের বাইরে সেগুলোকে এয়ার টু এয়ার মিসাইল পাঠিয়ে বোম বাস্টিং খেলার সামর্থ্যও রয়েছে এর ।



3. Sukhoi Su-27(Russia):







Sukhoi Su-27 হল মাল্টি-রোল ফাইটার প্লেন যেটার ডিজাইন করেছে সুখোই এভিয়েশন করপোরেশন । আমেরিকান F-15 Eagle এর সাথে পাল্লা দিতেই তৈরি এই Su-27 । এটা সুখোই সিরিজের সবচেয়ে লং রেঞ্জের র প্লেন । সকল ধরনের কমব্যাট অপারেশনে এটি ভাল পারফর্ম করতে পারে । ৩৫৩০ কিঃমিঃ এর মধ্যে যে কোন কিছু ধ্বংস করার ক্ষমতা এর আছে । রাশিয়ান পাইলটদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই প্লেন । বর্তমানে ৭১০ টি Su-27 রাশিয়ার চালু অবস্থায় আছে ।





2. Eurofighter Typhoon(U.K., Germany, Italy, Spain):









ব্রিটেন, ইটালী, স্পেন ও জার্মানি এই চারটি দেশের সম্মিলিত চেষ্টার ফসল এই । এয়ার অ্যাটাকে চরম ভাবে আগ্রাসী এই প্লেনটি গ্রাউন্ড অ্যাটাকে পাল্লা দিয়ে লড়তে পারে । ২০১১ সালে লিবিয়াতে সামরিক হস্তক্ষেপের সময় ব্রিটেন ও ইটালিয়ান এয়ার ফোর্স Eurofighter Typhoon ব্যাবহার করে । Typhoon কে সুপেরিওর ধরা হয় ফ্রেঞ্চ Rafale আর রাশিয়ান Su-27 এর পারফরম্যানস অনুযায়ী । Typhoon বিখ্যাত তার পুল অ্যাবিলিটি আর স্মুথ কন্ট্রোল এর জন্য ।





1. F-22 Raptor(USA)







শালার আম্রিকা এক খান মাল বানাইছে । বর্তমান বিশ্বে যত গুলো প্লেন সার্ভিসে আছে তার মধ্যে সবচেয়ে এডভান্সড টেকনোলজি আর ব্যায়বহুল প্লেন এই F-22 Raptor । সিঙ্গেল সিট, টুইন ইঞ্জিন ফিফথ জেনারেশন সুপারম্যানুভারেবল এই প্লেনটিতে ব্যাবহার করা হয়েছে স্টিলথ টেকনোলজি । লকহিড মার্টিনের তৈরি এই প্লেনটি এয়ার অ্যাটাক এর জন্য তৈরি করা হলেও এটি গ্রাউন্ড অ্যাটাক,ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার, সিগন্যাল ইন্টেলিজেন্স এ সমান ভাবে পারদর্শী । যেকোনো দেশের প্রতিরক্ষা বাহিনীর কাছে F-22 Raptor একটি আতঙ্কের নাম কারন সর্বাধুনিক এক্স-ব্যান্ড রাডার দিয়েও এর উপস্থিতি টের পাওয়া যায় না । দুই দুইটা সুপার কম্পিউটার লাগে এই প্লেনের সকল ফাংশন ব্যাবহার করতে । এই প্লেনটি এখন পর্যন্ত কোন দেশের কাছে বিক্রি করা হয়নি এমনকি আমেরিকার মিত্র ও ন্যাটো সম্পৃক্ত দেশ গুলোর কাছেও না ।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

ধূসরধ্রুব বলেছেন: বাংলাদেশের কুনগুলা ? সেগুলা নিয়েও পোস্টানোর দরকার । জানতে মুনচায়

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

তুষার মানব বলেছেন: জানানোর চেষ্টায় আছি

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

এক্সপেরিয়া বলেছেন: ভাইরে, একদিন আমাদেরও হবে । :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

তুষার মানব বলেছেন: আবার জিগায় ;) ;)

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২২

অ্যামাটার বলেছেন: সুখোই-২৭ ইজ বেস্ট!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯

তুষার মানব বলেছেন: অক্ষয় মাল শুধু রাশিয়ানরাই বানাইতে পারে :) :)

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আজ দেখলাম চালকবিহীন ড্রোনের মতো চালকবিহীন এফ-১৬ বানিয়ে সফলতার সাথে পরীক্ষা চালিয়েছে আমেরিকা। এবং এটিই নাকি সবচাইতে দ্রুতগামী জেট ফাইটার। :||

গত সপ্তাহে আমেরিকা দ্রুততম যুদ্ধ বিমান F16 কে আকাশে উড়িয়েছেন কোন রকম পাইলটের সাহায্য ছাড়া। এ পরীক্ষার ফলে যুদ্ধ ক্ষেত্রে কোন রকম মনুষ্য ঝুঁকি না নিয়েই বিমান থেকে বোমা বর্ষণ করা যাবে।


২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

তুষার মানব বলেছেন: হ্যাঁ । পুরাতন এফ-১৬ প্লেন গুলো বর্তমান কিউএফ-৪ ড্রোন এর রিপ্লেস্মেন্ট হিসেবে পরীক্ষা করা হচ্ছে । আশা করা যায় ২০১৫ সালে এদের রেগুলার ইউজ দেখা যাবে ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

লাবনী আক্তার বলেছেন: সেরাম পোস্ট!

তা ভাইজান কি ইদানিং ফাইটার প্লেন নিয়া বেশি গবেষণা করতাছেন মনে হয়? ;) ;) :-B :-B

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

তুষার মানব বলেছেন: কি করুম, বেকার মানুষতো । কোন কাজ কাম নাই ;) ;)

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৯

এহসান সাবির বলেছেন: ধূসরধ্রুব বলেছেন: বাংলাদেশের কুনগুলা ? সেগুলা নিয়েও পোস্টানোর দরকার । জানতে মুনচায়

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

তুষার মানব বলেছেন: জানবেন জানবেন । একটু সবুর করেন :) :)

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এহসান সাবির বলেছেন: ধূসরধ্রুব বলেছেন: বাংলাদেশের কুনগুলা ? সেগুলা নিয়েও পোস্টানোর দরকার । জানতে মুনচায়

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

তুষার মানব বলেছেন: জানবেন জানবেন । একটু সবুর করেন :) :)

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট........অনেক কিছু জানা হল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

তুষার মানব বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬

বশর সিদ্দিকী বলেছেন: আমি জানিনা আপনি কোথা থেকে ইনফো গুলো কালেক্ট করেছেন। তবে একটা ব্যাপার আপনাকে বলি

এয়ার ফাইটার এর দুনিয়াতে রাশিয়া বেস্ট। তাদের মিগ এবং সুখোই এর সামনে এফ সিরিজ দুধ ভাত।

সমস্যা হল এফ সিরিজ যত গুলা যুদ্ধ করছে রাশানদের গুলা এত যুদ্ধ করে নাই।

আপনার লিস্টে আমার চোখে এবং হিসাবে রাশান সুখোই এর সু -২৭ এক নাম্বারে আসে।

এর পরের টা নাম সু-৩১ মনে হয় জঙ্গি বিমানের জগতে আলোরন করতে যাচ্ছে।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

তুষার মানব বলেছেন: সব গুলো তথ্যই নেট থেকে নেওয়া ।
আপনি বললেন -'এয়ার ফাইটার এর দুনিয়াতে রাশিয়া বেস্ট' । আমি বলব এয়ার ফাইটার এর দুনিয়াতে রাশিয়ান মাল চলে বেশি কারন তাদের ফাইটার গুলো তুলনা মুলক ভাবে টেকসই এবং সব দিক দিয়ে সাশ্রয়ী ।
সু -২৭ টপ স্পিড ও রেঞ্জ দিয়ে এফ-২২ এর চেয়ে এগিয়ে আছে । কিন্তু এফ-২২ এর রাডার,কাউন্টারমেজার সু -২৭ এর অনেক এডভান্সড । আর ভুলে গেলে চলবে না এফ-২২ স্টিলথ প্লেন, সু -২৭ না ।
জঙ্গি বিমানের জগতে আলোড়ন করতে যাচ্ছে এফ-৩৫ লাইটনিং ২, সু-৩৫ এবং সুখোই পাক এফএ টি-৫০ ।
আর একটা কথা প্লেন যতই আধুনিক হোক প্লেনের পেছনের মানুষটি যদি সমান ভাবে দক্ষ না হয় তাহলে অতি আধুনিক প্লেনটিও পুরাতন প্লেনের কাছে হেরে যেতে পারে ।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
নাইস পোষ্ট।

বাংলাদেশে কোন কোন যুদ্ধ বিমান আছে সেই গুলান নিয়া একটা পোষ্ট দেখবার মুন চাই।


++++

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

তুষার মানব বলেছেন: দেখাইবার চেষ্টায় আছি :D :D

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

সুকান্ত কুমার সাহা বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন: নাইস পোষ্ট।

বাংলাদেশে কোন কোন যুদ্ধ বিমান আছে সেই গুলান নিয়া একটা পোষ্ট দেখবার মুন চাই।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭

তুষার মানব বলেছেন: দেখাইবার চেষ্টায় আছি :D :D

১২| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৩

রাশেদ অনু বলেছেন: পার্ট ওয়ান আর টু মিলিয়ে এত্তোগুলো প্লাস +++++++++++

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫০

তুষার মানব বলেছেন: আপনারে এত্তো গুলা ধইন্না পাতা B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.