নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

tusher97

tusher97 › বিস্তারিত পোস্টঃ

তখনো দাড়িয়ে

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৮

তখনো দাড়িয়ে শান্ত পায়
শুধু তোমারি অপেক্ষায়
আজ আসবে তুমি তাই।

চাইনি কখনো তোমার কাছে
তোমার ব্যস্ত সময়
চেয়েছি আমি তুমি যেন থাক
আমার জীবনময়।

দাড়িয়ে ছিলাম তোমার আশায়
রাস্তায়-স্কুলের মাঠে
দেখা দাও নি তা বলব না
ব্যাথা দিয়েছ সাথে।

চেয়েছি শুধু বলতে। তোমায়
ঘিরে আমার সব অনুভূতি
তাকিয়ে আছি শুধু তোমার দিকে
একটু ভালবাস যদি।

সবকিছু ফেলে তোমারি অপেক্ষায়
যখন দাড়িয়ে ছিলাম রাস্তায়
দাওনি ক সময় তুমি আমায়
এড়িয়ে গেছ অবহেলায়।

মাঝে মাঝে এ কথা ভেবে
চোখে নামে ঝর্ণাধারা
তাও কিছু বলার নেই
শুধু তোমার অপেক্ষা ছাড়া।

হয়তঃ মনে মনে ভাব, আমি পাগল নাকি
না আমি পাগল নই,পাগল আমার অনুভূতি।
দু হাত তুলে আজও তোমায় করি প্রার্থনা
এর পর ও জানি না তোমায় পাব কি পাব না।

আজও চাতকের মত চাই শুধু কিছু বলতে তোমায়
আশায় রেখেছ, এড়িয়ে গিয়েছ হাজার বাহানায়।

চোখ বুঝে তুমি ভাব নিজে নিজে
কি করেছ মোর সাথে
তোমার জন্য আজও এ রিদয়
অপেক্ষার প্রহর গুনে।

জানিনা কি দোষে আমি
এমনে মরছি পুড়ে
জানি, কখনো ভাবনি তুমি
আমায় আপন করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.