![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আমি আজ কানাই মাস্টার,
পড়ো মোর বেড়াল ছানাটি
আমি ওকে মারি নে মা বেত,
মিছিমিছি বসি নিয়ে কাঠি।
রোজ রোজ দেরি করে আসে,
পড়াতে দেয় না ও তো মন,
ডান পা তুলিয়ে তোলে হাই,
যত আমি বলি 'শোন, শোন'।
দিনরাত খেলা খেলা খেলা,
লেখা পড়ায় ভারি অবহেলা।
আমি বলি 'চ ছ জ ঝ ঞ'
ও কেবল বলে 'মিয়ো, মিয়ো'।
প্রথম ভাগের পাতা খুলে
আমি ওরে বোঝাই মা কত-
চুরি করে খাস নে কখনো,
ভাল হোস গোপালের মতো।
যত বলি সব হয় মিছে,
কথা যদি একটাও শোনে-
মাছ যদি দেখেছে কোথাও
কিছুই থাকে না আর মনে।
চড়াই পাখির দেখা পেলে
ছুটে যায় সব পড়া ফেলে।
যত বলি 'চ ছ জ ঝ ঞ'
দুষ্টামি করে বলে 'মিয়ো'।
আমি ওরে বলি বার বার
'পড়ার সময় তুমি পড় -
তার পরে ছুটি হয়ে গেলে
খেলার সময় খেলা কোরো'।
ভাল মানুষের মত থাকে,
আড়ে আড়ে চায় মুখপানে,
এমনি সে ভান করে যেন
যা বলি বুঝেছে তার মানে।
একটু সুযোগা বোঝে যেই
কোথা যায় আর দেখা নেই।
আমি বলি 'চ ছ জ ঝ ঞ',
ও কেবল বলে 'মিয়ো মিয়ো'।"
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার খুব পছন্দের একটা ছড়া। আমাদেরও একটা বিড়ালছানা আছে। ১৫ ফেব্রুয়ারী তার জন্মদিন। আজকে তার বয়স দুই বছর হল। সে আমাদের বাসায় আসার পর থেকে সমগ্র বিড়াল জাতিকেই আমি এখন ভালোবাসি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৭
টুশকি বলেছেন: ১৪-১৫ তে আসলে কিছু আসা যায়না, সে যে কোন একটা দিন পৃথিবীতে এসেছে, এরপর আমাদের বাসায় এসেছে, এটাই বড়। আমার লেখাটা অসম্পূর্ণ, কিন্তু তার প্রতি আদরে অপূর্ণতা নাই।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
ভাবুক কবি বলেছেন: বাহ ভাল লাগল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
টুশকি বলেছেন: সমস্ত ক্রেডিট রবিঠাকুরের!
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
শামীম সরদার নিশু বলেছেন: আমাদেরও একটা বিড়ালছানা আছে। ১৫ ফেব্রুয়ারী তার জন্মদিন। আজকে তার বয়স দুই বছর হল। সে আমাদের বাসায় আসার পর থেকে সমগ্র বিড়াল জাতিকেই আমি এখন ভালোবাসি।
জেনে খুব ভালো লাগল।
পশু-প্রাণীর প্রতি ভালবাসা কজনরেই বা থাকে।
শুভকামনা আপনার জন্য।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
টুশকি বলেছেন: কমেন্ট টা পড়ে ভালো লাগল, আমার আর বিল্লুর পক্ষ থেকে ধন্যবাদ!
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০২
শামীম সরদার নিশু বলেছেন: ভালবাসা রইল, ভালাবাসা নিবেন কি? বিল্লুকেও ভালবাসা জানাবেন।
পোস্টের সাথে আপনার বিল্লুর ছবি যুক্ত করলে ভালো হতো।
বিল্লুও দেখতো তার প্রতি আপনার ভালবাসা।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৪৪
টুনটুনি০৪ বলেছেন: লেখক বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার খুব পছন্দের একটা ছড়া।
আমারও পছন্দ হয়েছে ছড়াটি।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৪৬
টুশকি বলেছেন: পছন্দ হওয়ার মতনই। ভালো থাকো টুনটুনি জিরো ফোর!
৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৫১
কালীদাস বলেছেন: রবিদাকে লাল সেলাম
০৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:১১
টুশকি বলেছেন: রবিদার প্রিয় টাকিমাছের ভর্তায় ধইন্যাপাতা কুচি যোগ করা হয়!
৭| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৩
আরণ্যক রাখাল বলেছেন: রবি ঠাকুর সব পারেন।
চরম একটা আদুরে ছড়া
০৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৫
টুশকি বলেছেন: আসলেই। বিড়ালের মত আদুরে প্রাণীর জন্য আদুরে ছড়া।
৮| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪০
চানাচুর বলেছেন: আমার কমেন্টটা গেল কই! বিল্লু সোনাকে আমারও খুব ভাল লাগে। তার সাথে যদি আমার কোন দিন দেখা হয় হয়ত একটা খামচি দিয়ে আদর দেখাবে এটাই দুঃখ রে
০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৭
টুশকি বলেছেন: তোকে খামচি দেওয়ার চান্স অল্প! তোকে পছন্দ করবে
৯| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৮
টুনটুনি০৪ বলেছেন: সুন্দর পোষ্ট
০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০০
টুশকি বলেছেন: ধন্যবাদ।
১০| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: সব কিছু ফুরিয়ে যায় একদিন
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১:১৫
টুশকি বলেছেন: হুমম
১১| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২১
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এইটা হলো টুশকিমনির পাতার চশমা :
http://www.somewhereinblog.net/blog/nirzharblog/29162907
১২| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এইটা হলো টুশকিমনির পাতার চশমা
১৪ ই মার্চ, ২০১৭ রাত ১:২৫
টুশকি বলেছেন: পাতার চশমা সুন্দর নাম, বাকিটা এডিট করলেন কেন? এডিট তো ভালো হয়নাই!
একদম অরিজিনালটা সবচেয়ে সুন্দর, চতুরে আছে যেটা। আমি দেখিনি পোস্টটা, জলরঙ আপু পড়তে দিসিলো। খুবই টাচি লেখা, ধন্যবাদ দেওয়া হয়নি, অনেক ধন্যবাদ
১৩| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৪
সচেতনহ্যাপী বলেছেন: পছন্দের মানি কি ভালবাসার ধরতে পারি?? যদি তাই হয়, তাহলে তাকে একদিন আগে অপারেশন করে ১৪ই ফেব্রুয়ারী করে নিতেন।। আদরটাও পূর্নতা পেয়ে পরিনত হত।।