নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্য কিংবা শতাব্দান্তে কে তুমি পড়িছ এই ব্লগ

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

হযবরল

জন্ম চট্টগ্রাম। শৈশব এবং কৈশোর চট্টগ্রামে। কৈশোর থেকে যৌবনে পদার্পণ ঢাকা শহরের বুকে। কর্ণেল অরেলিয়ানোর মত বত্রিশটা বিফল বিপ্লবের নায়ক হতে পারিনি, তবে হৃদয়ে দুটো শহরের স্বপ্ন নিয়ে বড় হয়েছি। এখন তৃতীয় এক শহরকে ভালবাসছি সময়ের প্রয়োজনে।

হযবরল › বিস্তারিত পোস্টঃ

কপিলা কে ঃঃ ডরাইলা মাঝি

১৭ ই জুলাই, ২০০৬ দুপুর ১:১৩

তারার পানে চাইয়া দেখ,

তোমার লাগি জ্বলতে আছে,

তোমার কাজে, তোমার মাঝে

তোমার পানে চাইয়া আছে ।



আইলাম আমি তোমার পথে,

গীত বাঁধিলাম তোমার নথে,

ফোঁস ফোঁসাইয়া রইছে চাইয়া

তারার নাকের বাঁক ।



গীতের মাঝে বুলায় তারা,

ঘর হারা, তুই সাকিন হারা।

ছুটবি আজি তারার পানে,

জ্বালাবি সব সঙ্গোপনে ।



অনল বরণ তারার মাঝে ,

ডুব দিয়াছে যৈবন সাঁঝে;

চাঁদের আলো ম্লান করিল ,

তোমার সোনার গা।



সব তারারা লুকাইল মুখ,

চাঁদের বুকে বাড়িল দুঃখ ।

সব সীমানা পার করিল

অনল রাঙ্গা সুখ ।



পদ্মা নদীর মাঝির সেই অসাধারণ ডায়ালগ মনে করুন(কপিলার মুখে )



' ডরাইলা মাঝি '



১৭'ই জুলাই, ২০০৬

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০০৬ রাত ৮:০৭

পথিক!!!!!!! বলেছেন: এইটা হেই ডরনা ভাইজান, তাইনা।

২| ১৭ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭

ঝরা পাতা বলেছেন: যেমনে কবিতা তেমনি ছবিতা। কারে থুইয়া কারে লই। কপিলার প্রেমে পইড়া গেলাম।

৩| ১৭ ই জুলাই, ২০০৬ রাত ১০:০৭

অতিথি বলেছেন: মানিকরে নিয়া পরলেন কেন ভাই।মানিকের ভুত চাপছে?

আমি প্রথম যখন তার উপন্যস সমগ্র পড়ি তখন ঐ বেটার লিখার ঝর ঝরে ভাব টা আমার মাথায় সাক্ষন ঘুরত।

৪| ১৭ ই জুলাই, ২০০৬ রাত ১১:০৭

হযবরল বলেছেন: মানিকরে নিয়া পড়লাম, নাকি মানিকেই থাকি, খাই, ঘুমাই । মানিক আমদের কি দেখাইল জানি না, মানিক কুড়াইতেই আছি।

৫| ১৮ ই জুলাই, ২০০৬ রাত ১২:০৭

লাল মিয়া বলেছেন: আরে পুরুষ...........

৬| ১৮ ই জুলাই, ২০০৬ ভোর ৫:০৭

হযবরল বলেছেন: হুম তুই ও দেখি মনে রেখেছিস লালু।

৭| ১৮ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭

কনফুসিয়াস বলেছেন: ডরাইলা মাঝি অথবা আরে পুরুষ- দুইটাই কঠিন ডায়লগ। আমাদের র্যাপিড রিডারে এই উপন্যাসটা পড়াইতো মাহিন ম্যাডাম। উনার মুখে "আরে পুরুষ' কথাটা একদম খচ কইরা বিঁধতো।
কপিলার আরো একটা কথা মনে আছে- আমারে নিবা মাঝি লগে?- একেবারে উদাস কইরা দেয়।

হযু ভাই,
পদ্মা নদীর মাঝি নিয়া আমার উচ্ছাস বাড়াবাড়ি রকমের। এইটারে অনুবাদ কইরা জায়গামতন পাঠাইলে, আমার ধারণা, নোবেল পাইয়া যাইতো।
আরেকটা উপন্যাস নিয়াও আমার একই ধারণা- লালসালু। বিষয়ই হোক, অথবা ভাষার বুনোন- এই দুইটার তুলনা বাংলা সাহিত্যে আর নাই।

৮| ১৮ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭

হযবরল বলেছেন: লালসালু সে কোন বিচারে সেরাদের সেরা। এই উপন্যাসের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার বিষয় এখনো আমাদের সমাজে এপ্লিকেবল। এখনো এর প্রয়োজনীয়তা আছে। ও শুধু ফিজিক্যাল মাজার নিয়ে লিখে নাই, মনের মাজার নিয়াও লিখছে। সুতরাং 50 বছর বাদে যদি বিস্ময়করভাবে মাজার বিলুপ্ত ও হয়, মনের মাজার কখনো বিলুপ্ত হবে না। সো ইট রিমেইনস এ, ইনসপিরেশন।

শস্যের টুপি বেশী, র্ধমের আগাছা বেশী।

ইন্টারেস্টিং একটা খবর দিই। ওয়ালীউল্লাহ্র নতুন একটা উপন্যাসের সন্ধান পাওয়া গেছে।

লালসালু অনেক ভাষায় (8 বা এর বেশী) অনুবাড হয়েছে। তোমার উচ্ছ্বাসটা মোটেও বাড়াবাড়ি না।

সমস্যা হচ্ছে ব্লগে লোকজন খুব বায়াসড, ছোটরা যারা এই উপন্যাস পড়েনি, তারা হয়তো আমার ব্লগে এটার নাম দেখার পর আর পড়বে না, ভাববে হযবরল ভাল বলছে, তার মানে লাল পতাকা, না ঈমানী। ভয় হয় খুব।

মানিকের সবকটা উপন্যাস বিশ্বমাপের। পুতুল নাচের ইতিকথা আমার ভীষণ প্রিয় একটা উপন্যাস।

৯| ১৮ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭

কনফুসিয়াস বলেছেন: সৈয়দ ওয়ালীউল্লাহর ইংরেজীতে লেখা একটা উপন্যাসের বাংলা অনুবাদ পড়ছিলাম, অসমাপ্ত ছিল ঐটা। মনে হয় প্রথম আলোর ঈদ সংখ্যায়। ঐটার কথা বলছেন? নাকি আরো নতুন কিছু?

ঠিক বলছেন, লালসালুর প্রাসংগিকতা এত বছরেও এতটুকু কমে নাই।
আমার খুব পছন্দের লেখাগুলারে শর্ট লিস্টেড করতে বললে লালসালু, পদ্মা নদীর মাঝি থাকবে। আরেকটা থাকবে- ওঙ্কার! আহমেদ ছফার। এত ছোট জায়গায় এত শক্তিশালী গল্প আমি জীবনেও পড়ি নাই!

অনেক কথা গড়গড় করে বলতে ইচ্ছা করতেছে। পছন্দের বই নিয়া বলা শুরু করলে থামতে ইচ্ছা করে না। কিন্তু বেশিক্ষন বললে খুব কষ্ট লাগা শুরু হয়। দেশের বাইরে পইচা মরতেছি- হাত বাড়াইলেও এই অসাধারণ সব লেখা গুলা আরেকবার পড়ার জন্যে কাছে পামু না- এই অনুভুতিটা একদম ভাল্লাগে না!

১০| ১৮ ই জুলাই, ২০০৬ ভোর ৬:০৭

হযবরল বলেছেন: র্ওংকার আমারও খুব প্রিয়। তোমার সাথে আমার মিল আছে দেখা যায়। ছফা ভাইয়ের সর্ূয তুমি সাথী টা পড়েছ। বাংলাদেশের প্রকৃতির র্বণনা এই বইতে আর 56 হাজার র্বগমাইলের একটা জায়গায় অসাধারণ ভাবে হইছে। এরকম খুব কমই আছে। আরেকটা অনবদ্য হচ্ছে তারাশংকরের কবি।
ছফা ভাইয়ের পুষ্প, বৃক্ষ ও বিহঙ্গ পুরান টা ও দারুণ। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস হইতাছে মাইলস্টোন।

ওয়ালীউল্লাহ্র নতুন একটা ঊপন্যাসের কথা আমি প্রথম আলো তে কয়দিন আগে লিখছে, বাংলায় লিখা। পুরোপুরো কমপ্লিটেড বললো মনে হয়।

১১| ১৮ ই জুলাই, ২০০৬ সকাল ৭:০৭

অতিথি বলেছেন: অসীম রায়ের আবহমানকাল পড়েছেন কেউ ?

১২| ১৮ ই জুলাই, ২০০৬ বিকাল ৪:০৭

হযবরল বলেছেন: না বদ্দা পড়ি নাই ।

১৩| ১৮ ই জুলাই, ২০০৬ রাত ৯:০৭

হযবরল বলেছেন: রাশু রে নামমু নাকি ব্লগের পাতায় ম পোলাপাইন কি কও ?

১৪| ০৭ ই নভেম্বর, ২০০৬ রাত ১১:৪১

হযবরল বলেছেন: পাবলিক ইনসপিরেশন চাহিয়ে তো লে লো।

১৫| ০৮ ই নভেম্বর, ২০০৬ রাত ১২:৪৪

অতিথি বলেছেন: কলসি যে ভাইসা যায়!
ও মাঝি, আমারে ছাড়ো
কলসিটা ধরো।

অথবা
মাঝি রং দিবা না।

রূপা গাঙুলিকেই আমি কৃতিত্ব দেব এই অসামান্য ডায়লগ ডেলিভারি দেবার জন্য। গৌতমকে ধন্যবাদ যে কপিলার চরিত্রে চম্পাকে কাস্ট করেন নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.