নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কারও কেউ নইকো আমি, কেউ আমার নয় কোনো নাম নেইকো আমার, নেইকো পরিচয় !

উদাস মাঝি

গরীবের ব্লগে ঘুরতে এসেছেন ? আসুন আসুন, বাসার সবাই ভাল আছে তো ?

উদাস মাঝি › বিস্তারিত পোস্টঃ

সামুর অশরীরী আত্না ( Bhoot FM স্পেশাল পর্ব ) B-))

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৩১





- ডিয়ার লিসেনার আপনারা শুনছেন ভূত এফ এম এবং আজকে আপনাদের মাঝে উপস্থিত আছে
আমাদের স্পেশাল গেস্ট মাঝি ভাই, মাঝি ভাই, আপনার ঘটনা শুরু করেন,
-রাসেল ভাই, আজকে আমার জীবনে ঘটে যাওয়া রিসেন্ট একটা সত্য কাহিনী বলব

ঘটনা মনে করলেই আমি শিউরে উঠি,গায়ে কাঁটা দিয়ে ওঠে, এই দ্যাখেন রাসেল ভাই লোম খাঁড়া হয়ে গেছে... দেখতে পাচ্ছেন না ?
- ওহ মাই গড ! মাঝি ভাই আমি ইম্প্রেড- লিসেনার ,আপনারা নড়ে চড়ে বসেন । আমরা একটা অন্যতম ভয়ংকর ঘটনা শুনতে যাচ্ছি

তো যা বলছিলাম, ঘটনা ঘটে কিছুক্ষণ আগে, পড়া ফাঁকি দিয়ে সামুতে চুটিয়ে ব্লগিং করছিলাম
- সময় কত হবে ? মাঝি ভাই একজ্যাক্ট সময় বলেন ?

রাসেল ভাই, এশার নামাযের কিছুক্ষণ পরের ঘটনা ।
তো অভ্যেসমত সামুতে স্ক্রলিং করছি,তো করছি । হটাত অন্যরকম কিছু একটা অনুভব করলাম ! :-&

রাসেল ভাই আপনি শুনেছেন বোধয় , সামুতে অতৃপ্ত অশরীরী আত্না ঘুরে বেড়ায়।
এটা কিন্ত মিথ না। ইভেন, অনেক সিনিয়ার ব্লগার নিজ চোখে দেখেছেন বলে দাবি করেন ।
আমিও আগে শুনেছি, কিন্ত নিজ চোখে দেখিনি বলে বিশ্বাস করতাম না।

রাসেল ভাই, আপনি জানেন আমি অনেক সাহসী । সেই আমিও ভয় পেয়েছি। ভীষণ ভয় পেয়েছি । :#)

- বলেন কি মাঝি ভাই ! সামুর অশরীরী আত্না আপনি নিজ চোখে দেখেছেন ? ওহ মাই গড ! এও কি সম্ভব !! B-))

হ্যা রাসেল ভাই, আমার সেন্স কাজ করছিল না । একেবারে হিপ্টনাইজড হয়ে গেছি । বিশ্বাস করতে পারছিলাম না।
যে মানুষ নয় বছর ধরে , নিজের কোন চিহ্ন না রেখে রহস্যময় ভাবে ঘুরে বেরাচ্ছে,তাকে নিজ চোখে দেখেছি !

- তারপর তারপর কি করলেন ?

তারপর উনার প্রোফাইল ঘুরে আসলাম, বিশ্বাস করেন উনার কোন ছায়াও দেখিনি !
- মাঝি ভাই, আমাকে কনফিউশনে ফেলবেন নাহ । চাপ নিতে পারছিনা আর । উনার পরিচয় কি ? বলুন বলুন...

রাসেল ভাই, উনার পরিচয় জানতে পারিনি আমি, তবে নাম দেখেছি...
ঘোর অমানিশায় একলা...... আমি নিশাচর
দ্যাখেন কোন রহস্য বের করতে পারেন কিনা ?


মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৫

সনেট কবি বলেছেন: ছবি দেইখা ভয় পাইছি!

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৯

উদাস মাঝি বলেছেন: হা হা হা এসব বললে হয় নাকি ?
কবিদের ভয় থাকলে চলবে কি করে ! ;)

২| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: এই ভুত এফএমের চেয়ে ফালতু কিছু এই গ্রহে নাই।
পড়ে খুব মজা পেলাম =p~

২৩ শে মে, ২০১৮ রাত ১০:০১

উদাস মাঝি বলেছেন: বাচ্চারা শোনে এসব ভূত এফ এম ।
পড়েছেন জেনে ভাল লাগল ।
ধন্যবাদ ভাই, পাশে থাকবেন ।

৩| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: হায় হায় কন কী ।।

সামুর অশরীরী আত্নাগুলো দেখতে চাই ।। =p~

২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৪

উদাস মাঝি বলেছেন: গুরু ব্লগে নিয়মিত হন, নচেৎ নিজেই আত্না হয়ে যাবেন ! :P

৪| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা..হা... অন্ধকারে ভূত এফএমের ব্যাকগ্রাউন্ড মিউজিক লিসেনারদের ব্রেইনে ইফেক্ট ফেলতো।
রাসেলের মিথ্যা কাহিনী তখন ১০১% সত্য মনে হতো।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৭

উদাস মাঝি বলেছেন: একেবারে ঠিক বলেছেন । এই মিউজিক না থাকলে আগেই ধরা খেত রাসেল !

মিথ্যে বলব না, কাহিনী মিথ্যে হলেও একা শুনলে সামান্য ভয় লাগে ! ;)

৫| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৮

কাইকর বলেছেন: যদিও ভুত এফএম শুনি না। তারপরেও, পড়ে ভালো লাগলো। পাশে থাকবেন ভাই। সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১১

উদাস মাঝি বলেছেন: অবশ্যই ভাই, পাশে আছি !
ভাল থাকবেন ।

৬| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: দিলেন তো ভয় ঢুকিয়ে।
ভয়ের মধ্যে ভাল লাগা।
বেশ তোহ।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৩

উদাস মাঝি বলেছেন: একটু একটু ভয় না পেলে হয় ?

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন । :)

৭| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:০৭

অনুতপ্ত হৃদয় বলেছেন: এই ভূত এফ এম টা আমার কাছে বিরক্তিকর ………
তবুও বিরুক্তির মাঝে ভালো লাগা ।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৪

উদাস মাঝি বলেছেন: হ্যা ভাই, বিরক্তিও মাঝে মাঝে ভাল লাগে ।
ভাল থাকবেন ভাই :)

৮| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:১১

জুনায়েদ বি রাহমান বলেছেন: কথা সত্য। দুএকটা কাহিনী মাঝরাতে লাইট-বাইট অফ করে শুনবার অভিজ্ঞতা আমারো আছে।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৭

উদাস মাঝি বলেছেন: তারপর ? ভয়ে পেয়ে বাথরুমে না গিয়ে জানালা দিয়েই হিসু করলেন,
এইটা স্বীকার করছেন না কেন ! ;)

৯| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:

গুরু ব্লগে নিয়মিত হন, নচেৎ নিজেই আত্না হয়ে যাবেন ! :P


ভীষণ চাপে আছি ; ব্লগিং করার সময় নাই !!


হালকা বিনুদুন ।। ;) =p~


২৩ শে মে, ২০১৮ রাত ১০:২৫

উদাস মাঝি বলেছেন: হা হা হা মজা পাইসি !

দ্রুত চাপ মুক্ত , ব্লগিং এ ফিরে আসুন আবার ।

১০| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওই মিয়া!
অমন ছবি দিছেন ক্যান??


ব্লগে দু-একটা ভূত থাকা ভাল!
আরেকটা ভূত আছেঃ
http://www.somewhereinblog.net/blog/amzad007

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৫

উদাস মাঝি বলেছেন: মিয়া ভাই কি ভয় পাইসেন নি ! :P

তা ঠিক বলেছেন, গ্রামের সৌন্দর্য যেমন পাগল ব্লগের সৌন্দর্যও ভূত প্রেত !
এরা না থাকলে খালি খালি লাগে B-)

১১| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৭

পবন সরকার বলেছেন: দেখলাম, বড়ই রহস্যময় ব্লগার।

২৩ শে মে, ২০১৮ রাত ১১:০৯

উদাস মাঝি বলেছেন: আজকেও একটিভ ছিল !

এদের কাজ কারবার বোঝার সাধ্য নাই আমাদের :(

১২| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: আহারে ----

২৪ শে মে, ২০১৮ রাত ৯:১২

উদাস মাঝি বলেছেন: এরা সামুতে কি করে বুঝিনা ! অন্তত একটা হলেও তো কমেন্ট থাকত !
এই কারনেই অশরীরী আত্না বলেছি ! ;)

১৩| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:১৩

সুমন কর বলেছেন: হাহাহা......রহস্যই থাক !!

২৪ শে মে, ২০১৮ রাত ৮:৫৯

উদাস মাঝি বলেছেন: সুমন ভাই কেমন আছেন ??

তা ঠিক, কিছু জিনিশের রহস্য উন্মোচন হওয়া ঠিক না ।

১৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৫

মনিরা সুলতানা বলেছেন: হ পারছি ;)
উনি Sajib086 বাকি আপনি খুঁজে নেন :P

২৫ শে মে, ২০১৮ রাত ৮:৩৭

উদাস মাঝি বলেছেন: আপা খুঁজে পাইনা তো :(

১৫| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫৪

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৬ শে মে, ২০১৮ রাত ১০:৫৭

উদাস মাঝি বলেছেন: ঠিক আছে, ভাই । ঘুরে আসব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.