| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদাস মাঝি
গরীবের ব্লগে ঘুরতে এসেছেন ? আসুন আসুন, বাসার সবাই ভাল আছে তো ?
পাশের বাসায়
রেলিঙে দাঁড়ানো
হাত দুটি বাড়ানো
দুষ্টু মেয়েটা !
চায়না - থ্রি লিচু খেয়ে
আমার পানে আলত চেয়ে
ছুড়ে মারল,
বিচিটা !
কে তুমি ? উর্বশী ?
যদিও ঢঙ বেশি !
প্রথম দেখায়,
প্রেমে পরেছি !!
খানিক বাদে
কে জানি এলে,
হাত ধরে, দুজনে
চলে গেলে ছাদে ! ![]()
কবিতা লেখার ব্যর্থ চেষ্টা
নিজগুণে ক্ষমা করবেন ।
২৯ শে মে, ২০১৮ রাত ১০:১৬
উদাস মাঝি বলেছেন: একে যদি সুন্দর বলেন,
তবে মানতে হবে আপনার হজম শক্তি ভাল ![]()
২|
২৯ শে মে, ২০১৮ রাত ১০:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি হে মাঝি??
শেষ পর্যন্ত বিচির বাড়ি??![]()
গানাঃ
সব সখিরে পার করিতে নেব আনা আনা
তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা
সখি গো, ও...আমি প্রেমের ঘাটের মাঝি(উদাস মাঝি
)
তোমার কাছে পয়সা নিব না।।
২৯ শে মে, ২০১৮ রাত ১০:৩২
উদাস মাঝি বলেছেন: নিজাম ভাই আপনিও ! আপনারে ভাই ভাবতাম
গানা-
ধন্য ধন্য মেরা
ধন্য ধন্য মেরা
সিলসিলা এলো
সামুতে নিজামুদ্দিন আউলিয়া (মন্ডল
)এলো
সামুতে নিজামুদ্দিন আউলিয়া
শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুরজ্ঞান
রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান ।
৩|
২৯ শে মে, ২০১৮ রাত ১০:২৮
কবীর বলেছেন: দারুণ কোবতে !! ![]()
২৯ শে মে, ২০১৮ রাত ১০:৩৩
উদাস মাঝি বলেছেন: লজ্জা আর দিয়েন না গুরু ![]()
৪|
২৯ শে মে, ২০১৮ রাত ১০:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো...(মাঝি লিচুর বিচির আঘাতো অজ্ঞান)![]()
২৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৫
উদাস মাঝি বলেছেন: আপনার নামে মামলা করুম !
সময় থাকতে ন্যায়ের পথে আসুন ! ![]()
৫|
২৯ শে মে, ২০১৮ রাত ১০:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
বাঁশ খাওয়া প্রেমঃ
স্কুল লাইফে তোমায় দেখি
কলেজ লাইফে প্রেম,
হাতের মাঝে উল্কি এঁকে
লিখেছি তোমার নেম।
সাত বছরের প্রেমের পর
করবো যখন বিয়ে,
আমায় ছেড়ে বাঁধলে ঘর
অন্য মানুষ নিয়ে।
(লেখকঃ জবরুল আলম সুমন)
২৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৮
উদাস মাঝি বলেছেন: এইটা তো মনে হয় আপনার নিজের গল্প !
জবরুল আলম সুমন ইনি আবার কে ?
৬|
২৯ শে মে, ২০১৮ রাত ১০:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লেগেছে বললেই তো বলবেন লজ্জা পেয়েছেন। তাই আমিও লজ্জার সাথেই বলছি- আদতেই ভালো লিখেছেন।
২৯ শে মে, ২০১৮ রাত ১১:১১
উদাস মাঝি বলেছেন: কি যে বলি, লজ্জায় ফেলে দিলেন ! ![]()
৭|
২৯ শে মে, ২০১৮ রাত ১১:০৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: অল্পতে প্রেমে পড়লে এমনি ভাবে হৃদয় ভাঙ্গে। সুতরাং সাবধান।
২৯ শে মে, ২০১৮ রাত ১১:১২
উদাস মাঝি বলেছেন: তারমানে আপনার ছেকা খাওয়ার অভিজ্ঞতা আছে !
তা কেমন বুঝলেন ! শেয়ার করুন না আমরাও একটু শিখি ![]()
৮|
২৯ শে মে, ২০১৮ রাত ১১:১৪
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ছ্যাকা খাওয়া এবং ছ্যাকা দেওয়া দু' ধরণের অভিজ্ঞতাই আছে, ভাই।
২৯ শে মে, ২০১৮ রাত ১১:১৯
উদাস মাঝি বলেছেন: এই ফিল্ডে আপনার ব্যাপক এক্সপেরিয়েন্স আছে, বুঝা যায় !
ব্রাদার, অধমের জন্য কছু লেসন দেন না, প্লিজ ?
৯|
২৯ শে মে, ২০১৮ রাত ১১:২২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আগে ছ্যাকা খেয়ে আসেন। তারপর এমনিতেই বুঝে যাবেন কিভাবে ছ্যাকা দিতে হয়।
৩০ শে মে, ২০১৮ রাত ১২:০০
উদাস মাঝি বলেছেন: ছ্যাকা তো খেতেই চাই,কিন্ত সমস্যা হল এখনও সিঙ্গেল আছি । ![]()
১০|
২৯ শে মে, ২০১৮ রাত ১১:২৫
মীর সাজ্জাদ বলেছেন: অন্যের সুখ দেখে সুখী হতে হবে, নিজের সুখ অন্যের সুখের মাঝে নিতে পারলেই জীবনে হৃদয় ভাঙার মত ঘটনা ঘটবে না।
৩০ শে মে, ২০১৮ রাত ১২:০৫
উদাস মাঝি বলেছেন: মনে করেন, আপনি প্রেম করেন । খুব ভালবাসেন মেয়েকে । মেয়েও আপনাকে জীবনের চেয়ে বেশি ভালবাসে ।
এখন ঘটনা হল, ওই মেয়ে আমিও পছন্দ করি !
তো আপনি কি করবেন ? অন্যের সুখ দেখতে হলে, প্রেমিকা ছাড়তে হবে আপনার ?
পারবেন আপনি ? পারবেন অন্যের সুখ সহ্য করতে ??
১১|
৩০ শে মে, ২০১৮ রাত ১২:৪০
নিশাচড় বলেছেন: ভালো লোগেছে।
৩০ শে মে, ২০১৮ রাত ২:১৯
উদাস মাঝি বলেছেন: ধন্যবাদ ভাই
১২|
৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৪৭
কথার ফুলঝুরি! বলেছেন: হাহা! আহারে
পাশের বাসার বারান্দা কিংবা ছাঁদে উঁকিঝুঁকি মারার দিনগুলোই ভালো ছিল ![]()
৩০ শে মে, ২০১৮ দুপুর ২:০৬
উদাস মাঝি বলেছেন: তারমানে আপনারও ভাল এক্সপেরিয়েন্স আছে ! ![]()
১৩|
৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: চমৎকার।
৩০ শে মে, ২০১৮ দুপুর ২:০৭
উদাস মাঝি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ![]()
১৪|
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০৫
বিজন রয় বলেছেন: চেষ্টা করুন হয়েও যেতে পারে।
৩০ শে মে, ২০১৮ দুপুর ২:১১
উদাস মাঝি বলেছেন: বিজন ভাই অনুপ্রেরণা দিলেন ।
আসলে কবিতা টবিতা এগুলো চেস্টা করে হয়না । প্রতিভা লাগে ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
১৫|
৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:০৩
নিশাচড় বলেছেন: আমার ব্লগ ঘুরার আমন্ত্রন রইলো।
৩০ শে মে, ২০১৮ দুপুর ২:১৯
উদাস মাঝি বলেছেন: হ্যা ভাই ।
ধন্যবাদ আপনাকে ।
১৬|
৩০ শে মে, ২০১৮ দুপুর ২:১১
কথার ফুলঝুরি! বলেছেন: "তারমানে আপনারও ভাল এক্সপেরিয়েন্স আছে" তা তো একটু আছে বৈকি
![]()
৩০ শে মে, ২০১৮ দুপুর ২:২৩
উদাস মাঝি বলেছেন: তা লিখে ফেলুন না। আমরা আনাড়িরা কিছু শিখি । ![]()
১৭|
৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৫৩
লায়নহার্ট বলেছেন: স্ফিংসের প্রশ্ন
৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:০১
উদাস মাঝি বলেছেন: মানে কি ? ![]()
১৮|
৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:০৩
কবীর বলেছেন: আরো নতুন কবতো চাই! ![]()
৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৩
উদাস মাঝি বলেছেন: গুরু আমি কিন্তক মাইন্ড করতেসি
কবিতা পারিনা বলে এত অপমান !
খারান ভাবিরে বইলা আপনের তেরটা বাজাচ্ছি ![]()
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৮ রাত ১০:০৭
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর