নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

বর্তমান বিশ্বের সেরা খাদক, ‘ম্যাট স্টোনি – Matt Stonie’

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫

বহু দিন ধরে ভাবছিলাম, তাকে নিয়ে কিছু লিখবো! কিন্তু ভেবে ভেবেই সময় পার করছিলাম, মনের কথা বাইরে প্রকাশ করার যে একটা ইচ্ছা সেটা অনেকের মত আমারো চাপা পড়ে থাকে, সময় মত বলতে পারি না! সেই হিসাবে লেখালেখি আরো কঠিন কাজ, হাতে সময় না থাকলে লেখা যায় না, আবার সময় আছে মাথায় ভাবনা নেই!

যাই হোক, আপনারা জানেন যে আমি খাদ্য নিয়ে কাজ করতে পছন্দ করি! সেই হিসাবে নেটের দুনিয়াতে আমি যারা খাদ্য খাবার ভালবাসেন তাদের কাছাকাছি থাকার চেষ্টা করি, সময় পেলে তাদের খুঁজে বের করি। আজ আপনাদের তেমনি একজনের কথা বলবো। হ্যাঁ, আমার কাছে দুনিয়ার এই সময়ে সেরা খাদকের নাম যদি জানতে চাওয়া হয় আমি বলবো, তিনি হচ্ছেন ‘ম্যাট স্টোনি – Matt Stonie’।

ছোটখাট গড়নের এই জনাবের জন্ম মেরিকায়, বর্তমানে বয়স মাত্র ২৬ বছর, অবিবাহিত! ১৯৯২ সালে জন্ম এবং এই বয়সেই তিনি খেয়ে দেয়ে যা দেখাচ্ছেন তাতে সারা দুনিয়ার মানুষের কাছে তিনি চমক হয়ে আছেন বা যাচ্ছেন। তার সব চেয়ে বড় ব্যাপার, তিনি দ্রুত খাবার খেতে পারেন। কয়েক কেজি খাবার মাত্র কয়েক মিনিটেই সাবাড় করতে পারেন। তবে আমি তার প্রসঙ্গে যতদুর জেনেছি তিনি অত্যান্ত ক্যাল্কুলেটিভ খাদক! খাবারটা তার কাছে একটা স্পোর্টস, খেলা! ফলে তিনি সব সময়েই খাবার নিয়ে একটা হিসাবের মধ্যে থাকেন, কোন খাবারে কত ক্যালরী তা তিনি সব সময়েই খেয়াল রাখেন। কম সময়ে তার চেয়ে আর বেশী খেতে পারে এমন কোন খাদকের নাম এখনো নাই! চলুন তার ছবি দেখি, আশা করছি আপনারাও অনেকে তার খাবারের ভিডিও গুলো দেখে স্বীকার করবেন এবং তাকে আপনাদেরো ভাল লাগবে, চলুন! বর্তমানে তার মুল উপার্জন হচ্ছে ইউটিউব, স্পন্সার এবং নানান কম্পিটিশনে অংশ গ্রহন এবং তাতেই তিনি বেশ ধনী এবং সুন্দর জীবন ধারন করেন! এদিকে কে জানে আগামীতে এই খাবার না জানি কোন খেলা হয় এবং তা অলিম্পিকের আইটেম হয়ে যায়!


(ইনি সেই! ম্যাট স্টোনি – Matt Stonie’! চেহারা অত্যান্ত ভোলাভালা! পেট তো হাতির পেটকেও হার মানাবে!)


(এই রকম ৮/১০টা পিজ্জা হয়ত সামান্যই, এবং মাত্র কয়েক মিনিটের খাবার)


(খাবার সাজিয়ে এভাবেই তিনি বসেন! ওস্তাদ কাকে বলে!)


(আমি সব চেয়ে অবাক হয়েছি তার এমনি কাঁচা শাক সবজি খেতে দেখে, এখানেও টাইম বেঁধে! ব্রকলির ঘ্রানের কথা জানেন!)

আপনাদের সময় থাকলে আরো জেনে নিতে পারেন। নিন্মের লিঙ্ক খুলে দেখতে পারেন।
ম্যাট স্টোনি – Matt Stonie’ – ইউটিউব লিঙ্ক

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: এই ম্যাট স্টোনি অনেক পুরস্কার জিতেছে।
খেয়ে খেয়েও পুরস্কার জিতা যায়।

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: বর্তমানে সে এটা খেলা হিসাবেই নিয়েছে! বেশ মজার ব্যাপার। ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি তো বেশী খেতেই পারি না!!:(

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: বিশেষ করে তার মত খাদক আমি আর দেখি নাই। শুভেচ্ছা।

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ম্যাট স্টোনি। ধন্যবাদ সাহাদাত উদরাজী।

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা।

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

নতুন বলেছেন: ভাই competitive eater হবে... ক্যাকুলেটিভ লিখেছেন।

এরা তো খুব দ্রুত অসুস্হ হয়ে যাবে। :(

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ, শব্দটা বাদ দিয়েছি, আমি তার একটা ভিডিওতে তার জীবন বোধের কথার শুনেছিলাম, সে বলেছিল সে হিসাব করে খায়, সেই মোতাবেক আমি শব্দটা লিখেছিলাম। হ্যাঁ, সে মুলত কম্পিটেটিভ খাদকই!

শুভেচ্ছা নিন।

৫| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বর্তমানে সে এটা খেলা হিসাবেই নিয়েছে! বেশ মজার ব্যাপার। ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন।

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪

সাহাদাত উদরাজী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৬| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন: এই লোকের সাথে আমি চ্যালেঞ্জ এ যেতে রাজি ।

বেটা কে বলে বাংলাদেশে আসতে । দেখি তিন প্লেট কাচ্চি ডিম কাবাব সহ তিন টা লেগ রোস্ট ও তারপর দুই বাটি ফালুদা ।

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫

সাহাদাত উদরাজী বলেছেন: ভাইজান, তার ভিডিও গুলো দেখুন।
আপনি অনেক খেতে পারেন জেনে আনন্দিত হলাম।
খেয়ে দেয়ে দিন না একটা ভিডিও, বাংলাদেশেও এমন মানুষের দরকার।
শুভেচ্ছা নিন।

৭| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

টারজান০০০০৭ বলেছেন: আমাগো খাদক বজলুর কাছে এই বেটাতো নস্যি !! হুহ !!!

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: বজলুকে নিয়ে একটা পোষ্ট দিন, আমরাও তাকে জানি।
আমাদের গ্রামে এমন একজন ছিলো, দেখি পেলে উনাকে নিয়েও একটা পোষ্ট দিবো।
শুভেচ্ছা নিন।

৮| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮

গরল বলেছেন: এর আগে জাপানিজ একটা ছেলে ছিল, হট ডগ খাওয়া প্রতিযোগিতায় সবসময় চ্যাম্পিয়ন হতো।

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: অনেকে খেতে পারা ব্যক্তি এখন দুনিয়াতে কম নয়, এদের নিয়ে অনেক অনেক ভিডিও আছে।
আমার কাছে একেই সেরা মনে হয়েছে।
শুভেচ্ছা নিন।

৯| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪

কালোপরী বলেছেন: :)

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: আজকাল খাওয়া দাওয়াও এক ধরনের খেলা।
শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.