নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

টাকা বাঁচানোর কলা কৌশল!

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭

ছেলেরা এখন যেই স্টাইলে চুল কাটে সেটা বাসায় কাটিয়ে দেয়া খুব একটা কঠিন কাজ নয় বলে আমার মনে হয়েছে অনেকবার। বিশেষ করে আমাদের পরিচিত মুখ জনাব ড। মাহাফুজুর রহমানের এক সক্ষাতকারে জানতে পারছিলাম যে, তিনি গত ৩০ বছর নিজের চুল নিজেই কেটে আসছেন! এটা শুনার পর আমার আগ্রহটা আরো বেড়ে গেল, নিজের না পারি ছেলেদের চুল তো পারবো। তা ছাড়া ছেলেদের চুল কাটা আমাদের এই অঞ্চলে এখন ১৭০টাকা। ১২০টাকা রেগুলার, ৫০ টাকা ফ্যাশন ফী! তাছাড়া ঈদের সেলামী তো ১০০ টাকার নিচে দেয়া যায় না!


যাই হোক এমন একটা মেশিন কিনে ফেলেছিলাম ১৮০০টাকা দিয়ে, বেশ কিছু দিন আগে, কাজে লাগাতে পারছিলাম না! গতকাল কাজে লাগিয়েছি, ছোট ছেলেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর চুল কেটে দিয়েছি! ছোট ছেলের মাথার সাইজ অনুযায়ী তার চুল এভাবে আরো ছোট বেলা থেকে কেটে আসছি!


যাই হোক, অন্তত ২৭০টাকা বাচাতে পারলাম!


আর একটু সময় দিলে উপরের চুল গুলো আরো ছোট করে দিলে আরো সুন্দর দেখাতো, কিন্তু সেই সময় দিলো না!


ছোট বেলা, সারা দিন শুধু খেলা আর খেলা!


প্রিয় খেলায় ব্যস্ত, স্পাইডার ম্যান!

আনন্দে কাটুক আপনাদের সবার জীবন।

মন্তব্য ১২ টি রেটিং +৯/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি চুলে এমন একটা স্টাইল দিলে আম্মু রাত্রে বেলা, মাথা টাক্কু বেল করে দিবে। :((
ভাতিজাকে সেই লাগতেছে! B-)

২| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০

মৌরি হক দোলা বলেছেন: চুলের স্টাইল যাই হোক, সে কিন্তু আসলেই ভীষণ কিউট :`>

তার জন্য শুভকামনা.....

৩| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

অণুজীব বলেছেন: হলে চুল কাটাইতে লাগতও ৩০ টাকা। হলের বাইরে এখন লাগে ৮০ টাকা। আপনার বুদ্ধি এপ্লাই করা লাগবে।

৪| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২০

ঠ্যঠা মফিজ বলেছেন: ঈদ মোবারক ভাই । :)

৫| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

বাকপ্রবাস বলেছেন: আমার বাবা ছোটবেলায় অনেকবার কেটে দিয়েছেন এবং সেলুনের টাকাটা আমাকেই দিয়ে দিয়েছেন, আইডিয়াটা ভাল, চেষ্টা করলে সবাই পারবে, কাটিং ভাল হয়েছে

বাবা ছেলে দুজনকেই ঈদের শুভেচ্ছা

৬| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: আমি গত তিন মাস চুল কাটাই না।
চুল দিয়ে কান ডেকে গেছে।

৭| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চুল কাটানো আসলেই বিরাট ঝামেলা।
জিনিস কেটে সাফ করে দেবে তাও কত টাকা সার্ভিস চার্জ।
তার চেয়ে নিজের চুল নিজে কাটা খারাপ না।

ঈদ মোবারক।
শুভ হোক প্রতিটি মুহূর্ত।

৮| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

মীর শাহেদুর রহমান বলেছেন: চুল কাটানো আসলেই বিরাট ঝামেলা।কিন্ত এটা থাকলে আর ঝামেলা মনে হবেনা। মাথার চুল, নাকের, ও জায়গার এ জায়গার সব চুলই কাটতে পারেবন।

৯| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১১

আরণ্যক রাখাল বলেছেন: মারাত্মক স্টাইল।
মেনস ফ্যাশান টাইপ একটা নাম দিয়ে একটা দোকান খুললে, আপনার দ্বারা ও কাজটিও সুচারুভাবে সম্পন্ন হবে বলে মনে হচ্ছে।
হা হা। বেশ লাগল।
আপনার ছেলে কিন্তু চরম কিউট

১০| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভাইয়া!

নাপিতভায়া পারলে আমরা পারবো না কেনো???

বাবুটার জন্য অনেক অনেক ভালোবাসা!

১১| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুনতো। টাকা বাচলো কাজও হলো। স্পাইডার ম্যান বেশ ব্যস্ত ।

১২| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫

সুমন কর বলেছেন: কোথায় চুল কাটিং ১৭০ টাকা !!! ৫০ টাকায় ফ্যাশন ফ্রী বলতে কি বুঝালেন?

কেমন আছেন? অনেক দিন পর। বাবু'র জন্য শুভকামনা। কিন্তু কাটিং স্টাইল মোটেও পছন্দ হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.