নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আজকের মিষ্টি বাজারঃ দরদাম

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৯


(মিষ্টির নাম আঞ্জীর রোল, কেজি ১৫০০/= টাকা)

হাতে সময় থাকলে চলুন আজকের মিষ্টি বাজারের দর দাম দেখি। বাংলাদেশে পাওয়া নিন্মোক্ত মিষ্টি গুলো আশা করছি আপনারা অনেকে খেয়েছেন বা সামনে খাবেন!

- কাঁচা গোল্লাঃ ৯৫০/- টাকা কেজি
- রস মলাইঃ ৫৭৫/- টাকা কেজি
- দুধ মলাইঃ ৬২৫/- টাকা কেজি

- রসগোল্লা, ভেজাঃ ৪৪০/- টাকা কেজি
- রসগোল্লা, ড্রাইঃ ৩৭৫/- টাকা কেজি

- চমচম, কাশ্মীরিঃ ৬০০/- টাকা কেজি
- চমচম, টাঙ্গাইলঃ ৫২৫/- টাকা কেজি

- সন্দেশ, গুড়ঃ ৬৯৫/- টাকা কেজি
- সন্দেশ, রোলঃ ৭৫০/- টাকা কেজি
- ধদিয়াঃ ৭৫০/- টাকা কেজি
- গুড়ের প্যারাঃ ৬৫০/- টাকা কেজি
- দুধ সাগরঃ ৬২৫/- টাকা কেজি
- কাঁচা দানাঃ ৬২০/- টাকা কেজি
- হাফসিঃ ৬২৫/- টাকা কেজি
- ক্রীম জামঃ ৫৫০/- টাকা কেজি
- বেবী সুইটসঃ ৪৭৫/- টাকা কেজি

- গোলাব জামনঃ ৪৯৫/- টাকা কেজি
- লাল মোহনঃ ৩৭৫/- টাকা কেজি
- কালো জামঃ ৩৭৫/- টাকা কেজি

- বালুসাইঃ ৩৭৫/- টাকা কেজি
- ক্ষীরঃ ৮০০/- টাকা কেজি
- মিহিদানাঃ ৩৯৫/- টাকা কেজি
- পানতুয়াঃ ৫০০/- টাকা কেজি
- জিলাপীঃ ৪৯৫/- টাকা কেজি

- আঞ্জীর রোলঃ ১৫০০/- টাকা কেজি
- আঞ্জীর হালুয়াঃ ১১৫০/- টাকা কেজি
- কাজু হালুয়াঃ ১২৫০/- টাকা কেজি
- পেস্তা হালুয়াঃ ১২৫০/- টাকা কেজি
- মেস্কাত হালুয়াঃ ৫৫০/- টাকা কেজি

- কাজু বরফিঃ ১৫০০/- টাকা কেজি
- কেক বরফিঃ ৫১০/- টাকা কেজি
- বাদামী বরফিঃ ৫৯৫/- টাকা কেজি

- গাঁজর লাড্ডুঃ ৫৭৫/- টাকা কেজি
- মাওয়া লাড্ডুঃ ৫৭৫/- টাকা কেজি
- নিখুতি লাড্ডুঃ ৬২৫/- টাকা কেজি
- জাফরানি লাড্ডুঃ ৮০০/- টাকা কেজি

- মিষ্টি দইঃ ২৫০/- টাকা কেজি
- টক মিষ্টি দইঃ ৩৬০/- টাকা কেজি
- দই স্পেশালঃ ৩৫০/- টাকা কেজি

সবাইকে শুভেচ্ছা জানাই। মাঝে মাঝে মিষ্টি দোকানে প্রবেশ করুন।

(বালুসাই, আমার পছন্দের মিষ্টি)

সুত্রঃ মীনা সুইটস, ছবিঃ নিজের তোলা

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১:০৯

কাওসার চৌধুরী বলেছেন:



দাম অনেক বেশি মনে হচ্ছে।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: কর্পোরেট ফ্যাক্টরীর মিষ্টি! দাম একটু বেশীই হবে। হা হা হা। টাঙ্গাইল, পোড়াবাড়ি, মুসলিম মার্কা ফ্যাক্টরী নয়!

২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ২:৪৬

ওমেরা বলেছেন: আঞ্জিরা মানে কি মনে হয় ডুমুর ? আপনি কি আঞ্জির রোল এই মিষ্টিটার রেসেপি দিতে পারেন?

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৩:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, না আমি মিষ্টির রেসিপি নিয়ে কাজ করি নাই। একবার কালো জাম বানাতে গিয়ে নেটের একটা রেসিপি ফলো করেছিলাম, আমার আর্থিক ক্ষতি হয়েছিল। কালো জাম হয় নাই! সেই থেকে আমি মিষ্টি নিয়ে আর আগ্রহ প্রকাশ করি নাই!

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৩:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
৮০ টাকার জিলাপি ৪৯৫ টাকা!

আপনে কোন দোকানের চাইল খান ভাই?

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: অভিজ্ঞতা বাড়ান ভাইজান। দোকানের নাম দেয়া আছে, দেখে নিতে পারেন। আমি ভুল দেখিনি। তবে এই জিলাপী আপনি যে জিলাপী ভাবছেন সেটার মত নয়! ৮০টাকায় ফুটপাতেও জিলাপি পাওয়া যায় বলে মনে হয় না!

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রিয় হাকা ঠিক মনের কথাটিই কহিয়াছেন

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: হাকা ভাইয়েরা চোখে পট্টি দিয়ে চলেন! দোকানের নাম দেয়া আছে, দেখে নিতে পারেন। তবে হাকা ভাই যে জিলাপী খেয়ে বড় হয়েছেন বা এখনো খাচ্ছেন, এই জিলাপী সেটার তুলনায় কিছুটা ভিন্ন। মোটা এবং রসে ডুবানো!

দেশ এগিয়েছে, হাকা ভাইরা জায়গা মতই পড়ে আছে! মিষ্টির কর্পোরেট ফ্যাক্টরী যেখানে গড়ে উঠছে, হাকা ভাই এখনো গ্রাম্য বাজারেই পড়ে আছেন।
আসুন, এই ব্লগেঃ http://bit.ly/2JANLXi

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: ওরে বাবারে এত দাম । মিষ্টি আর খাব না । কমলা খাওয়াই ভালো। হা হা হা।


শুভকামনা আপনাকে।

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: খাবার দরকার নেই ব্রাদার। দেখে যান!

৬| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

টারজান০০০০৭ বলেছেন: হাকা ঠিকই বলিয়াছেন !যে দাম , মিনার ভাই রাজুও খাইতে পারবোনা।

কর্পোরেট বলিয়াই দাম দ্বিগুন মনে হইতাছে ! প্রিমিয়ার সুইটসের দামও বেশি ! ইহা মনে হয় আজকালকার দেনমোহরের মতন স্টেটাস সিম্বল হইয়া গিয়াছে ! দাম কমাইলে টেকাওয়ালারা ভাববো মাল ভালো না ! তবে আইটেমের ভেরিয়েশন ভালো লাগিয়াছে !

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

সাহাদাত উদরাজী বলেছেন: বড় বড় গ্রুপ গুলো এখন এই সব ব্যবসা করছে! টাকা আছে, ফ্যাক্টরী দিলেই হল। বাকী সব জি এম সাহেব করে নিবে। প্রতিটা মহল্লায় একটা করে দোকান হবে, ফ্র্যান্সাসিস হলে আরো টাকা আসবে। তবে আমি এদের এপ্রিসিয়েট করি। এই বড় বড় গ্রুপ গুলো অনেক টাকা কামিয়েছে বা কামাচ্ছে। তবুও দেশেই কিছু করছে। অনেকেতো সব নিয়ে কানাডা, মেরিকা চলে যাচ্ছে। তবে যে হারে মানুষ বাড়ছে, তাতে এমন খাবারের দোকান ছাড়া উপায় নাই। কিছুটা হলেও ভেজাল মুক্ত রাখে তাদের প্রোডাকশন।

৭| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

জুন বলেছেন: উদারভাই অনেকদিন পর মিষ্টিময় এক পোষ্ট নিয়ে হাজির হলেন দেখছি। আপনার মত আমারো বালুসাই খুব পছন্দ। তবে এই তালিকার বাইরে আরেকটি মিষ্টি জাতীয় খাবার চিজ কেক আমার খুব প্রিয় যা ডঃ কামাল হোসেন সাহেবের ও ;)

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: আপা, আপনারে ফেইসবুকে পাই না কেন? কোথায় আছেন? কেমন আছেন? দুলাভাই কেমন আছেন?
https://www.facebook.com/udraji

৮| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

রাজীব নুর বলেছেন: ছবিতে মিষ্টি দেখে খেতে ইচ্ছা করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.