নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

শ্রীলংকাঃ সামান্য পর্যবেক্ষন ১৮/০৩/২০২৩ইং

১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ২:০৮

গতকাল রাতে কি মনে করে এখন শ্রীলংকা কেমন আছে বলে কিছু ব্লগ এবং খবর দেখতে শুরু করেছিলাম। প্রথমেই আমার একজন প্রিয় ভিডিও ব্লগার মি হারাল্ড বাল্ডার এর রিসেন্ট ভিডিও দেখলাম, এই এক ভিডিওই কাফি ছিলো, তবুও আরো কিছু নিউজ দেখলাম, আসেন কয়েকটা সাধারন পয়েন্ট পড়ে দেখি।

১। বর্তমানে শ্রীলংকার মানুষজনের মধ্যে কোন প্রান দেখতে পেলাম না, অধিকাংশ লোকজনের শরীর ভেঙ্গে গেছে, তেলভাব আর নেই, আরো কালচে হয়েছে, ধারনা করছি, বেশিরভাগ লোক স্বাভাবিক পুষ্টিকর খাবার পাচ্ছে না, কোনমতে টিকে আছে প্রাণ নিয়ে, কাজের অভাব মনে হল।

২। সাধারন মানুষ আরো অধিক মাত্রায় এলকাহোল বা মদে ঝিম দিচ্ছে, মদের বার দোকানে এখনো ফরেন মাল সহ স্থানীয় উৎপাদনে ভরপুর, ধনীদের খাবারে সমস্যা নেই, তারাই হয়ত এই খাতে এখনো টাকা ঢালছে।

৩। রাস্তাঘাট, হোটেল, মার্কেট বেশ ফাঁকা, যানবাহন তেমন নেই, হয়ত মানুষ আর ঘর থেকে তেমন কাজ ছাড়া বের হচ্ছে না।
৪। বড় বড় হোটেল স্থাপনা ঢিমতালে চলছে, তবে পর্যটক কিছুটা বাড়ছে বলে মনে হল।

৫। শ্রীলংকান প্রেসিডেন্ট কয়েকদিন আগে জানিয়েছেন, চায়নার সাথে কথা হয়েছে, চায়না তাদের ঋণ পুনঃ তফশীল করে দিবে।

৬। আগামী কাল ইন্ডিয়া থেকে ডিমের একটা বড় চালান শ্রীলংকাতে প্রবেশ করবে, এই ডিম গুলো কিছুটা কমদামে সাধারন মানুষ এবং খাদ্য উৎপাদনকারীদের কাছে বিক্রী করা হবে, যাতে খাদ্য উৎপাদনে ব্যবহার হয়ে তা কিছুটা কমদামে মানুষের কাছে পৌঁছে।

৭। আইএফএম লোনের ব্যাপারে কিছু শর্ত দিয়েছে যা মানা সম্ভব হচ্ছে না, তবুও সরকার দেখছে।

৮। বিরোধী রাজনৈতিক এবং কর্মীদের এখনো গ্রেফতার অব্যহত আছে। ভুয়া গ্রেফতার না করার জন্য বিচার মন্ত্রী পুলিশের কাছে বার্তা দিয়েছে।

৯। বন্ধ শিল্প কারখানা সহ বিদ্যুত ব্যবস্থায় যে কমিশনগুলো গঠন করা হয়েছিল, তাদের অনেকেই স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে বিরোধীদল গুলো অভিযোগ করছে।

১০। আজকের ডলার রেইট হচ্ছে ১ ডলার = ৩৩৫ থেকে ৩৫০ শ্রীলংকান রুপি।

এত সুন্দর একটা দেশ কি থেকে কি হয়ে গেল, রাষ্ট্রের উচুপদের লোকদের দুরদর্শিতার অভাব, বড় বড় ইচ্ছানুযায়ী প্রজেক্ট, ঋণ গ্রহনে চিন্তা ভাবনা ছাড়া, সীমাহীন দূর্নীতি একটা দেশকে কোথায় নিয়ে যায়, ভাবতে লোম খাড়া হয়ে যায়, তবুও একদিন আবার শ্রীলংকা আবার দাঁড়াবে এই আশা করা যায়ই, তবে এর জন্য যে নুতন শাসক দরকার তার কোন বিকল্প নেই, সাধারন জনগণের মত আমরাও এই আশায় থাকতে পারি!

(Harald Baldr এর লিঙ্ক কমেন্টে, দেখতে পারেন, বেশ কিছু আরো ইন্টারেস্টিং বিষয় আছে)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ২:০৯

সাহাদাত উদরাজী বলেছেন: ভিডিও ভ্লগ

২| ১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: সিঙ্গাপুরে বাস করে শ্রীলংকার খোঁজ নিয়ে কি লাভ ভাই ;)

১৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩০

সাহাদাত উদরাজী বলেছেন: এটাই সমস্যা। হা হা হা

৩| ১৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:



ডিম বতিত, ভারত আর কিভাবে সাহায্য করেছে, করছে?

১৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩০

সাহাদাত উদরাজী বলেছেন: ভারতে করবো সাহায্য! এই সব ডিম ডাম দিয়েই অন্য সব বাগিয়ে নিবে। ডিম কিন্তু ফ্রি দিচ্ছে না!

৪| ১৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

সোনাগাজী বলেছেন:

৫| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: শ্রীলংকা আবার উঠে দাঁড়াবে।

১৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: নিশ্চিত থাকেন, উঠবেই! তবে সরকার প্রধানের পরিবর্তন হলেই, সেটা আপাতত সম্ভব হচ্ছে না, নির্বাচন দিতেই হবে যদিও এখন তা ঠেকিয়ে রেখেছে।

৬| ১৯ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০৫

বিটপি বলেছেন: একটা মানুষ যদি ঋণের পর ঋণ করে, তাহলে টিকে থাকে কি করে? কিসের ভরসায় এত ঋণ করার সাহস পায় কে? এত এত মেট্রো রেল, পাতাল রেল, বিআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের কি কাজে লাগবে যদি ঋণ পরিশোধের জন্য ট্যাক্স দিতে দিতেই পকেট খালি হয়ে যায়?

১৯ শে মার্চ, ২০২৩ সকাল ১১:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: দেখেও এরা শিখছে না, ফলাফল ভয়াবহ হবেই, বাধ্য!

৭| ১৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ সরকার কি শ্রীলংকা থেকে শিক্ষা নেবে?

২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০০

সাহাদাত উদরাজী বলেছেন: না, দুনিয়ার কোন সরকার প্রধান কারো থেকেই শিক্ষা নেয় না, তবে ভয়াবহ পরিনতিতে পড়ে সব হারায়।

৮| ১৯ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫০

কলাবাগান১ বলেছেন: রাজাকার গত্র ভাই/বোন দের রাতের ঘুম হারাম হয়ে গেছে কেন বাংলাদেশ এখনও শ্রীলংকা হচ্ছে না.....

২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০১

সাহাদাত উদরাজী বলেছেন: শুয়োরের বাচ্চা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.