নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করল্লা

বঘ

বাংলাদেশকে ভালোবাসি। স্বপ্ন দেখি একটি সুন্দর সমাজের যেখানে থাকবে না কোন হত্যা,দুর্নীতি,ঈভ টীজিং,সন্ত্রাস।সাধারণত কারো সাথে খারাপ ব্যবহার করি না কিন্তু কেউ আমার সাথে করলে খুব খারাপ লাগে।

বঘ › বিস্তারিত পোস্টঃ

শৈশবের আহত পাখীরা (মুক্ত শৈশবের আন্দলোনে)

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮

সুর্যটা কাপড় গুছিয়ে ফেলেছে,হয়ত চলেও যাবে সে ,
তারপর খঞ্জন আর তবলা হাতে একেরপর এক নিশাচরেরা বের হয়ে আসবে,
মাতাবে রাত্রির প্রান্ত সীমানা পর্যন্ত ।
দিনের বেলার লাজুক ল্যাম্প পোস্টটিও বসে থাকবে না ,
মরিচা ধরা দেহে নিয়নের হাসি হাসবে ।
এটি ছিল একটি ক্লান্তিকর দিনের গল্প ,
যেখানে ছোট্ট শিশুটিও নিজের ওজনের চাইতে ভারী ব্যাগ বয়ে নিয়ে যায় ।
বই পুস্তকের ভিড়ে নিজের শৈশব হারিয়ে ,
যেখানে সব কিছুই ঘটে এক অদ্ভুত ভঙ্গিমায় ।
এ যেন মুখে কুলুপ এঁটে টিনের চশমা পরেছে সবাই !
না দেখার ভান করলেই বুঝি দায়িত্ব শেষ হয়ে যায় ?
তবে তুমিতো আমাকে উটপাখির গল্প শুনালে ভায়া ,
যে বালুকায় মাথা গুঁজে স্বস্তির নিঃশ্বাস পায় ।
কেন কি করেছে ও ? এ অধিকার কে দিল তোমায় ?
শৈশব তোমারও ছিল কালের পরিক্রমায় ভুলে গেছ বোধহয় ।
যেখানে তুমি ছিলে এক সদ্য মুক্তি পাওয়া পাখি ,
কত আর হয়েছে তিরিশ কিংবা পঁয়ত্রিশ ?
এতেই ভুলে গেলে সব? সবকিছুর মাথা খেয়ে ফেলেছ নাকি ?
আমি বলছি ছেড়ে দাও ও কে,বাঁধনগুলো খুলে ফেল সব ।
তারপর চুপিচুপি দেখ, ও কি করে ।
ওকে তো আর তোমার মত তাড়া করছে না ইন্টারভিউ আর জব ।

সাকিব
২৭শে মে, ২০১৮
রাত ১ টা ১০

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৫

কাইকর বলেছেন: আহা....খুব ভাল লাগলো

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

বঘ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।এটাই আমার লাইফ এর প্রথম কবিতা ছিল

২| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৬

লাবণ্য ২ বলেছেন: চমৎকার একটি লেখা।

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

বঘ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।উৎসাহ পেলে খুব ভাল লাগে।কবিতার চেয়ে গল্প লিখতেই বেশী ভাল লাগে।এটাই আমার লাইফ এর প্রথম কবিতা ছিল

৩| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: ভালো লাগেনি। প্রচন্ড অগোছালো আর বড্ড এলোমেলো মনে হলো ।

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

বঘ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।আপনি হয়ত খেয়াল করেছেন অন্যদের শুধু ধন্যবাদ দিলেও আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি।
কারণ নতুন হিসেবে সমালোচনা গেলাটা পানি ছাড়া মুড়ির ছাতু খাওয়ার মত কষ্টকর।তারপরও এটার দরকার আছে বলে আমি মনে করি

৪| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমার এক শ্রদ্ধেয় শিক্ষকের উপদেশ মনে পড়ে গেলো।

তিনি বলেছিলেন কবিতা লিখতে আমি পারিনাই, তার উপদেশ হলোঃ
প্রথমে একটা রচনা লিখবি, হোক তা গরু কিংবা গাধার। তার পরে দুই পাশ থেকে
এক ইঞ্চি করে মুছে ফেলবি, তখন দেখবি চমৎকার গদ্য কবিতা হয়ে গেছে!!!

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

বঘ বলেছেন: নুরু ভাই আপনাকে ধন্যবাদ। আশা করছি পরবর্তীতে সমালোচনা করে পাশেই থাকবেন।

৫| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪

বিজন রয় বলেছেন: প্রথম দিকে ভাল ছিল শেষের দিকে কেমন যেন।

লিখুন, চেষ্টা করুন।

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

বঘ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই। লিখুন, চেষ্টা করুন লাইনটার জন্য আবারো ধন্যবাদ।কারণ এটা শুধু আপনিই বলেছেন এখন পর্যন্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.