| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঘ
বাংলাদেশকে ভালোবাসি। স্বপ্ন দেখি একটি সুন্দর সমাজের যেখানে থাকবে না কোন হত্যা,দুর্নীতি,ঈভ টীজিং,সন্ত্রাস।সাধারণত কারো সাথে খারাপ ব্যবহার করি না কিন্তু কেউ আমার সাথে করলে খুব খারাপ লাগে।
চাঁদনী
-------------------
অবশেষে চাঁদটা নেকাব খুলেছে ,
ভাঙ্গা বেণী, জলকণা কেশাগ্রে ।
ব্রক্ষ্মপুত্রে স্নান শেষে ,
তোয়ালে হাতে জানালায় এসে দাঁড়িয়েছে।
আবলুস কাঠের ড্রেসিং টেবিলটাতে ,
প্রসাধনীর কৌটাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ;
গালে মেখে হাতে মেখে ,
প্রাণীগুলোকে স্থবির করে দিতে ।
উৎসবময় স্নিগ্ধ এই রাতে ,
বালুর মাঠ, কাশবন হতে ;
শেয়ালের ঝাঁক মানুষের পাল কে মূর্ছিয়ে দিতে ।
টিনের চাল, সরিষার খেত থেকে,
লাদাখের পাহাড় মাড়িয়ে ;
আতাকামার মরুভূমি ছাপিয়ে ,
তাজমহলের গম্বুজে এসে মিশে ।
নির্লজ্জ লোচ্চাদের চোখ ফাঁকি দিতে ,
কুয়াশার এই রাতে পাতলা মেঘে বৃথা ঘোমটা টানে ।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
বঘ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই
২|
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫
নজসু বলেছেন:
কবিতাটা আমার বেশ ভালো লেগেছে।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
বঘ বলেছেন: কবিতাটা আপনাকে দিয়ে দিলাম
৩|
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২
বঘ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাই
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
মাহমুদুর রহমান বলেছেন: গুড।