নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করল্লা

বঘ

বাংলাদেশকে ভালোবাসি। স্বপ্ন দেখি একটি সুন্দর সমাজের যেখানে থাকবে না কোন হত্যা,দুর্নীতি,ঈভ টীজিং,সন্ত্রাস।সাধারণত কারো সাথে খারাপ ব্যবহার করি না কিন্তু কেউ আমার সাথে করলে খুব খারাপ লাগে।

বঘ › বিস্তারিত পোস্টঃ

চাঁদনী (কবিতা)

২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮


চাঁদনী
-------------------
অবশেষে চাঁদটা নেকাব খুলেছে ,
ভাঙ্গা বেণী, জলকণা কেশাগ্রে ।
ব্রক্ষ্মপুত্রে স্নান শেষে ,
তোয়ালে হাতে জানালায় এসে দাঁড়িয়েছে।
আবলুস কাঠের ড্রেসিং টেবিলটাতে ,
প্রসাধনীর কৌটাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ;
গালে মেখে হাতে মেখে ,
প্রাণীগুলোকে স্থবির করে দিতে ।
উৎসবময় স্নিগ্ধ এই রাতে ,
বালুর মাঠ, কাশবন হতে ;
শেয়ালের ঝাঁক মানুষের পাল কে মূর্ছিয়ে দিতে ।
টিনের চাল, সরিষার খেত থেকে,
লাদাখের পাহাড় মাড়িয়ে ;
আতাকামার মরুভূমি ছাপিয়ে ,
তাজমহলের গম্বুজে এসে মিশে ।
নির্লজ্জ লোচ্চাদের চোখ ফাঁকি দিতে ,
কুয়াশার এই রাতে পাতলা মেঘে বৃথা ঘোমটা টানে ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

মাহমুদুর রহমান বলেছেন: গুড।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২

বঘ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই

২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

নজসু বলেছেন:



কবিতাটা আমার বেশ ভালো লেগেছে।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

বঘ বলেছেন: কবিতাটা আপনাকে দিয়ে দিলাম

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

বঘ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.