নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করল্লা

বঘ

বাংলাদেশকে ভালোবাসি। স্বপ্ন দেখি একটি সুন্দর সমাজের যেখানে থাকবে না কোন হত্যা,দুর্নীতি,ঈভ টীজিং,সন্ত্রাস।সাধারণত কারো সাথে খারাপ ব্যবহার করি না কিন্তু কেউ আমার সাথে করলে খুব খারাপ লাগে।

বঘ › বিস্তারিত পোস্টঃ

আমি ই সেরা !

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১


অপরের সাথে তুলনা করে আমরা প্রায়ই নিজেকে ভাল ভাবি । নিজের অপরাধগুলো সর্বদা ছোট করে দেখি কিন্তু অন্যের বেলায় ছোট অপরাধকেও অনেক বড় করে দেখি। এই বিষয়টা নিয়েই আজকে আমার এই একটুখানি কবিতা লেখার প্রয়াস।

আমি ই সেরা
---------------------
জীবন ইতিহাসের খাতা খুলে ,
বসে পাপ পুণ্যের হিসাব কষে ।
কড়ায় গোনে, কাঠিতে গোনে ,
নিজেরে নিয়ে কার আছে কি মনে ?
আমি যা কিছু করেছি গোপনে ,
রাজু ,রেবেকা, বারেক সবাই কি তা জানে ?
নিজের হিসেব পেয়ে শেষে, মৃদু হেসে -
আমি ই সেরা, আমার চেয়ে ভাল! কোথায় কে সে ?
অমুকে খেয়েছে সুদ ।
তমুকে নেশায় বুদ ।
যদু এ মেরেছে মার ।
মধু এ নিয়েছে সম্পদ কার ?
আমি ভাই ভালো মানুষ সরল সাদা ,
অন্তরে নেই কোন দাগ আর কাদা ।
আচ্ছা! বহৎ খুব! বাহ বেশ!
ছিল যা, ভুলে গিয়েছি, রাখিনি কলুষের কোন লেশ !
দিন শেষে আমার জন্যই পুরষ্কার আর শতদল,
অন্যেরা সব যাবে জাহান্নামে, ভূগর্ভে ভূতল ।
আজ-অবধি আমার গায়ে পড়েনি ক কাম-রিপুর ছোবল ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: কবিতার হিসেব অনুযায়ী আপনি ফেরেশতা !!

২| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮

বঘ বলেছেন: ভাই কবিতায় আমি বলতে আমি নিজেকে বুঝাই নি। এখানে আমি বলতে একজন ব্যাক্তি যিনি নিজেকে ধোয়া তুলসীপাতা মনে করেন আর অন্যদেরকে মনে করেন পাপী, এমন ব্যাক্তিকেই বুঝানো হয়েছে।
ক্লিয়ার হওয়ার জন্য আবার পড়তে পারেন

৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

হাবিব বলেছেন: ভালো চেষ্টা............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.